আশরাফ আলী, মৌলভীবাজার
আপডেট: ১৮:৩১, ২৫ আগস্ট ২০২২
সকাল ৮ টায় অফিস, মৌলভীবাজারে বেশিরভাগ কর্মকর্তাই অনুপস্থিত
সকাল ৮টা বেজে ২০ মিনিট মৌলভীবাজার সদর উপজেলার সরকারি অফিস সমূহের দরজায় ঝুলছে তালা।
জ্বালানি সাশ্রয়ে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খোলার সিদ্ধান্ত নেয়া হয় মন্ত্রিসভার বৈঠকে। বুধবার (২৪ আগস্ট) থেকে এ নির্দেশনা কার্যকর হওয়ার কথা।
কিন্তু নির্দেশনার প্রথম দিনেই মৌলভীবাজার ও রাজনগর উপজেলার ১৯টি অফিস নির্ধারিত সময়ে খোলা হয়নি। ২১টি অফিস খোলা হলেও চতুর্থ শ্রেণীর কর্মচারী ব্যতীত কাউকে পাওয়া যায়নি। এমনও তথ্য রয়েছে সকাল ১০টা পর্যন্ত অনেক অফিস খোলা হয়নি। এভাবেই মৌলভীবাজারে শুরু হয় ৮টায় অফিস খোলার সরকারি নির্দেশনার প্রথম দিনের কার্যক্রম।
- আরও পড়ুন: শেখ হাসিনার ভিডিও বার্তা চান চা-শ্রমিকরা
২২ আগস্টের নির্দেশনার পূর্বে সকাল ৯টায় অফিসে এসে ৯টা ৪০ মিনিট পর্যন্ত আবশ্যকীয়ভাবে নিজ অফিস কক্ষে অবস্থান করার নিয়ম ছিল। মন্ত্রিপরিষদের এক পরিপত্রে এমন নির্দেশনা দিয়ে বলা হয়, সেবা গ্রহণকারী নাগরিকদের সুবিধা এবং সরকারি কর্মকান্ডে গতিশীলতা ও সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা জনস্বার্থে সকাল ৯টায় সরাসরি অফিসে আসবেন। আবশ্যকীয়ভাবে ৯টা ৪০ মিনিট পর্যন্ত অফিসে অবস্থান করে অফিসের কার্যক্রম পরিচালনা করবেন।
২০১৯ সালের ২৭ আগস্টের মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম স্বাক্ষরিত ওই পরিপত্র এ নির্দেশনা জারি করা হয়ে ছিল। তাই অফিস সময় এগোনোয় সকাল ৮টায় অফিসে এসে ৮টা ৪০মিনিট পর্যন্ত অফিসে অবস্থান করার কথা। তবে সরকারের এই নির্দেশনাকে আমলে নেননি মাঠ পর্যায়ের অনেক কর্মকর্তা।
সরেজমিন মৌলভীবাজার সদর উপজেলায় ৮টা ৩০ মিনিট পর্যন্ত বন্ধ ছিল জেলা নির্বাচন অফিস, উপজেলা পরিসংখ্যান, প্রাথমিক শিক্ষা অফিস, আমার বাড়ি আমার খামার প্রকল্প, বিএডিসি জেলা ও উপজেলা কার্যালয়, পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার কার্যালয়।
সকাল ৮টা বেজে ৩ ০ মিনিট মৌলভীবাজার গণপূর্তে নির্বাহী প্রকৌশলীর কক্ষ খোলা থাকলেও তিনি অফিসে নেই।
দিকে রাজনগর উপজেলায় ৮টা ৩০ মিনিট পর্যন্ত বন্ধ ছিল সমাজ সেবা কার্যালয়, পিআইও অফিস, উপজেলা বঙ্গবন্ধু কর্ণার, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয়, আমার বাড়ি আমার খামার প্রকল্প, নির্বাচন অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস, প্রাণী সম্পদ দপ্তর, মৎস্য কর্মকর্তার কার্যালয়।
এদিকে মৌলভীবাজার সদর উপজেলায় ৮টা ১০ মিনিটে সমবায় অফিস খোলা থাকলেও অফিস প্রধান জিতেন্দ্র সরকারকে পাওয়া যায়নি। পরিদর্শক দিপতেন্দ্র কুমার গোপ বলেন “স্যার এখনও আসেননি”। ৮টা ১৭ মিনিটে মাধ্যমিক শিক্ষা অফিস খোলা থাকলেও অফিস প্রধান আব্দুস সামাদ মিয়াকে পাওয়া যায়নি। অফিস স্টাফ বাবু সোনা সিংহ বলেন এখনও স্যার আসেননি। ৮টা ১৯ মিনিটে মৎস্য কর্মকর্তার কার্যালয় খোলা থাকলেও অফিস প্রধান মো. মারজান সরকারকে পাওয়া যায়নি।
এসময় মৎস্য অফিসের কৃষ্ণ পাল বলেন আমি ব্যতিত আর কেউ আসেননি। ৮টা ২০ মিনিটে উপজেলা পরিবার পরিকল্পনা অফিস খোলা থাকলেও অফিস প্রধান রিপন চন্দ্র দাশ’কে পাওয়া যায়নি। ৮টা ৩০ মিনিটে গণপূর্ত কর্মকর্তার কার্যালয়ে গেলে নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসানকে পাওয়া যায়নি। অফিস সহায়ক অঞ্জন অফিস খোলে বসেছেন। ৮টা ৩৭ মিনিটে উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তার কার্যালয় খোলা থাকলেও অফিস প্রধানকে পাওয়া যায়নি।
ওই কার্যালয়ে ১৩ জন স্টাফের মধ্যে এসেছেন মাত্র ২জন। ৮টা ৪০ মিনিটে উপজেলা খাদ্য কর্মকর্তার কার্যালয় খোলা থাকলেও অফিস প্রধান বিনয় কুমার দেবকে পাওয়া যায়নি। ৯টা ১০ মিনিটে পরিবেশ অধিদপ্তরে গেলে অফিস প্রধান মো. মাঈদুল ইসলামকে পাওয়া যায়নি। ইন্সপেক্টর নুরুল আমিন বলেন, 'স্যার আজ প্রথম মৌলভীবাজার এসে যোগদান করবেন। কিন্তু এখন পর্যন্ত আসেননি।
৯টা ২০ মিনিটে উপ-কর কমিশনার এনামুল হাসান নোমানকে পাওয়া যায়নি। ৯টা ২৫ মিনিটে জেলা পরিবার পরিকল্পনা অফিসে গেলে মাত্র ৩জন স্টাফকে পাওয়া যায়। ৯টা ৪০ মিনিটে বীজ উৎপাদন কেন্দ্রে গেলে অফিস প্রধান মোশাররফ হোসেনকে পাওয়া যায়নি। এদিকে ৮টা বাজার সাথে সাথে রাজনগর উপজেলার ভূমি, কৃষি, ডাক অফিস, এলজিইডি ও জনস্বাস্থ্য প্রকৌশলীর অফিস খোলা থাকলেও চতুর্থ শ্রেণীর কর্মচারী ব্যতিত আর কাউকে পাওয়া যায়নি।
- আরও পড়ুন: মৌলভীবাজারে লীলা নাগ স্মৃতি পরিষদ গঠন
এবিষয়ে জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বলেন, মন্ত্রী পরিষদের এই সিদ্ধান্ত নিয়ে একাধিকবার বিভিন্ন দপ্তরের প্রধানদের সাথে কথা হয়েছে। কিন্তু কেন তারা এই নির্দেশনা সঠিকভাবে পালন করেনি আমি দেখতেছি। আগামী দিন থেকে যথাযথাভাবে দায়িত্ব পালনের জন্য ব্যবস্থা নিচ্ছি।
আইনিউজ/এইচকে/এসকেএস
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
চা শ্রমিক মা কিভাবে ছেলেকে পড়ালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, শুনুন সেই সংগ্রামের গল্প || Eye News
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
নৌযান বানিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন ছোট কিশোর হাকিমুল || Eye News || Moulvibazar || Bout
সিরিজ বোমা হামলা দিবসে মৌলভীবাজারে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল || Eye News || Awami League || Moulvibazar
মৌলভীবাজারে জাতির পিতার পদচিহ্ন নিয়ে ‘খুঁজে ফিরি পিতার পদচিহ্ন’
বিস্ময় ছোট বালিকা দেয়ালিকা চৌধুরী বলতে পারে ১৯৫ দেশের রাজধানীর নাম | Deyalika | Eye News
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’