মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২০:১৫, ২৬ আগস্ট ২০২২
প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় চা শ্রমিকরা
প্রধানমন্ত্রীর বৈঠকে কী সিদ্ধান্ত আসবে, সেই অপেক্ষা করছেন চা শ্রমিকরা।- ছবি : শাহরিয়ার খান সাকিব
দৈনিক তিনশো টাকা মজুরির দাবিতে চা শ্রমিকদের ১৪তম দিনের মতো টানা কর্মবিরতি অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত তাদের দাবি পুরণ হয়নি। ফলে দীর্ঘদিন ধরে চা শিল্পে বিরাজ করছে অচালবস্থা।
শুক্রবার ১৪তম দিন মৌলভীবাজারের ৯২টি চা বাগান সহ দেশের ১৬৭টি চা বাগানে শ্রমিকরা কাজে যোগ দিননি। বন্ধ ফ্যাক্টরিগুলোও। তবে শনিবার (২৭ আগস্ট) চা-বাগানের মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকে কী সিদ্ধান্ত আসবে, সেই অপেক্ষা করছেন তারা। কোনো বিক্ষোভ কর্মসূচি দেখা যায়নি। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন চা শ্রমিক নেতারা।
চুক্তি নবায়ন ও দৈনিক তিনশো টাকা মজুরির দাবিতে গত ৯ আগস্ট থেকে ২ ঘন্টা করে কর্মবিরতি শুরু করেন চা শ্রমিকরা। ১৩ আগস্ট থেকে লাগাতার কর্মবিরতি শুরু হয়। এর মধ্যে প্রশাসন ও মালিকপক্ষের সাথে কয়েকদফা বৈঠক ও আলোচনা হলেও ৩০০ টাকা মজুরি নিশ্চিত না হওয়ায় কর্মবিরতি অব্যাহত রেখেছেন তারা।
শ্রমিকরা জানান, কেবলমাত্র প্রধানমন্ত্রীর নির্দেশনা পেলেই কাজে যোগ দেবেন তারা। শুক্রবার দুপুরে জেলার ৯২টি বাগানে পাঞ্চায়েত কমিটি বৈঠকে বসেন নিজ নিজ বাগানের নাচঘরে। ওই বৈঠকে মজুরী ও পরবর্তী শ্রমিক আন্দোলনের বিষয়ে আলোচনা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দেওরাছড়া চা বাগান পাঞ্চায়েত কমিটির সভাপতি সুবোদ কুর্মি। তবে তারা এখন অপেক্ষা করছেন প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায়।
এদিকে প্রধানমন্ত্রী শ্রমিকদের চলমান আন্দোলন নিয়ে চা বাগান মালিকদের সঙ্গে সভা করবেন শনিবার বিকাল ৪টা থেকে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গণমাধ্যমকে এ তথ্য জানান। প্রধানমন্ত্রীর সরকারি গণভবনে সভা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। তরুণ চা শ্রমিক নেতা মোহন রবিদাস আইনিউজকে বলেন- ৩০০ টাকা মজুরি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আমরা প্রধানমন্ত্রীর দিকে চেয়ে আছি।
উল্লেখ্য, গত ৯ আগষ্ট থেকে শ্রমিকরা ৩০০ টাকা মজুরীর দাবীতে ধর্মঘটে নামেন। ২ দফা মজুরী বাড়িয়ে ১৪৫টাকা করা হলে তা শ্রমিকরা প্রত্যাখান করেন। দাবী না মানায় চা শ্রমিকরা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে চা-বাগান শ্রমিকদের মজুরি বৃদ্ধির এই ইস্যুটি সমাধান হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। প্রথম দু’দিন ২ ঘণ্টা কর্মবিরতি পালনের পর ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন শুরু করেন। মজুরি বৃদ্ধিসহ অন্যান্য সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর মুখ থেকে আশ্বাস পেলে তারা কাজে ফিরে যাবেন।
আইনিউজ/এইচকে/এসকেএস
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
নৌযান বানিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি করেছেন ছোট কিশোর হাকিমুল || Eye News || Moulvibazar || Bout
চা শ্রমিক মা কিভাবে ছেলেকে পড়ালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, শুনুন সেই সংগ্রামের গল্প || Eye News
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
সিরিজ বোমা হামলা দিবসে মৌলভীবাজারে আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল || Eye News || Awami League || Moulvibazar
মৌলভীবাজারে জাতির পিতার পদচিহ্ন নিয়ে ‘খুঁজে ফিরি পিতার পদচিহ্ন’
বিস্ময় ছোট বালিকা দেয়ালিকা চৌধুরী বলতে পারে ১৯৫ দেশের রাজধানীর নাম | Deyalika | Eye News
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’