Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ১৬:০৩, ২৭ আগস্ট ২০২২

মৌলভীবাজারে ৩ দোকানে নজিরবিহীন চুরির ঘটনা!

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সড়কের জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটেছে

মৌলভীবাজারের শ্রীমঙ্গল সড়কের জগন্নাথপুর এলাকায় এ ঘটনা ঘটেছে

মৌলভীবাজার জেলার জগন্নাথপুর এলাকায় ৩টি মুদি দোকানে মধ্যরাতে তালা ভেঙে নজিরবিহীন চুরির ঘটনা ঘটেছে। চোরের দল দোকানগুলো থেকে নগদ টাকাসহ ভোজ্য তেল, চাল, চিনি, গ্যাস সিলিন্ডারও নিয়ে গেছে।

শুক্রবার (২৬ আগস্ট) দিনগত রাত প্রায় আড়াইটার দিকে মৌলভীবাজারের শ্রীমঙ্গল সড়কের জগন্নাথপুর এলাকায় এই চুরির ঘটনা ঘটে।  

খবর পেয়ে শনিবার (২৭ আগস্ট) সকাল ১০টার দিকে মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল ঘটনাস্থলে পৌঁছের। দোকানগুলোর সিসি ক্যামেরার ফুটেজ পরিদর্শন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন এসআই মাহবুবুর রহমান।

স্থানীয় সূত্রে জানা যায়, জগন্নাথপুর এলাকার আশরাফুল উলুম মাদ্রাসার সামনের রুহিন স্টোর, মাদ্রাসা ক্যান্টিন, চা স্টলসহ ৩টি দোকানের তালা ভেঙে সাটার খুলে চোরের দল দোকানে প্রবেশ করে নগদ টাকা ও মালামাল নিয়ে যায়।

রুহিন স্টোরের মালিক শিপন আহমেদ জানান, চোর চক্র ভোজ্য তেল, চাল, চিনি, গ্যাস সিলিন্ডার ও দোকানে রাখা নগদ অর্থসহ মালামাল নিয়ে গেছে।

এদিকে এ ঘটনায় আশপাশের ব্যবসায়ী ও এলাকাবাসীর মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

মৌলভীবাজার সড়ক ব্যবহার করে জ্বালানি তেল-গ্যাস গেল ভারত

বড়লেখা সীমান্তে ৭ রোহিঙ্গা আটক

এ ব্যাপারে ইউনিয়ন পরিষদের সদস্য ইমরান আহমদ আইনিউজকে জানান, একই সঙ্গে ৩টি দোকানে চুরির ঘটনা নজিরবিহীন। এর সঙ্গে বড় কোনো চক্রের পাশাপাশি এলাকার কেউ জড়িত থাকতেও পারে। রাতে ওই সড়কে পুলিশি টহল নিয়মিত থাকলে চোর চক্র এত বড় ঘটনা ঘটানোর সাহস পেতো না।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক বলেন, ঘটনা তদন্তে কাজ করছে পুলিশ। অতীতেও বিভিন্ন ঘটনা তদন্ত করে উদঘাটন করতে পেরেছে পুলিশ। আশা রাখি এ ঘটনাও পুলিশি তদন্তে বেরিয়ে আসবে।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়