রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি:
রাজনগরে
মৃতদেহের সাথে ড্রাম বাঁধা ছিলো, এক পা ছিলো কলসির ভেতরে
রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মৌলভীচক গ্রামে এই ঘটনাটি ঘটে
মৌলভীবাজারের রাজনগরে পুকুর থেকে ৪ সন্তানের জননী এক নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তার মৃতদেহের সাথে রশি দিয়ে একটি ড্রাম বাঁধা ছিল, অন্য একটি পা ছিলো কলসির ভেতরে ঢুকানো।
বুধবার (৩১ আগস্ট) সকালে রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মৌলভীচক গ্রামে এই ঘটনাটি ঘটে। ওই নারীর নাম স্ত্রী মিনা বেগম (৪০)। তিনি মৌলভীচক গ্রামের কলিমুল্লাহর ছেলে লেচু মিয়া ওরফে লেইছ মিয়ার স্ত্রী।
ইতিমধ্যে পুলিশ মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। লাশ উদ্ধারের পর মৃত নারীর স্বামী ও শাশুরিকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়- রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের মৌলভীচক গ্রামের কলিমুল্লাহর ছেলে লেচু মিয়া ওরফে লেইছ মিয়ার সঙ্গে তার স্ত্রী মিনা বেগম (৪০)-এর মাঝে পারিবারিক কলহ চলছিল। এ নিয়ে মিনা বেগম স্বামীর বাড়ি থেকে তার বাবার বাড়ি কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের পাবই গ্রামে চলে যান।
কমলগঞ্জে ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় আদালতে মামলা
সেখানে বেশ কিছুদিন ছিলেন মিনা। ১০-১২দিন পূর্বে বিষয়টি স্থানীয় মুরব্বি ও ইউপি সদস্য মাহবুবুর রহমান মিলে মিমাংসা করে দেন। বিরোধ মিটে গেলে মিনা বেগম স্বামীর বাড়িতে চলে আসনে।
কিন্তু বুধবার (৩১ আগস্ট) সকালে মিনা বেগমের ছেলে হুমায়ূন ঘুম থেকে উঠে মা-কে না পেয়ে পুরো বাড়িতে খোঁজ করে। কোথাও না পেয়ে পুকুর ঘাটে গিয়ে মায়ের লাশ ভাসতে দেখে। তার চিৎকারে বাড়ির লোকজন জড়ো হন।
পরে বিষয়টি রাজনগর থানার পুলিশকে জানালে তারা গিয়ে লাশ পুকুর থেকে উদ্ধার করে। লাশ উদ্ধারের সময় দেখা যায় এক পা একটি কলসির মধ্যে ঢুকানো। গলা ও কোমরের সঙ্গে রশি বাধা। একটি ড্রামও অপর পায়ে বাধা ছিল।
পুলিশ বলছে, প্রাথমিক ভাবে এটিকে হত্যা হিসেবেই দেখছে তারা।
মৌলভীবাজারের বিশিষ্ট ব্যবসায়ী মাখা মিয়া আর নেই
পুলিশ লাশ উদ্ধার করার সময় স্থাানীয় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান ও ইউপি সদস্য মো. মাহবুবুর রহমানও উপস্থিত ছিলেন। তবে এঘটনায় এখনো কোন মামলা হয়নি।
এ ব্যাপারে ইউপি সদস্য মো. মাহবুবুর রহমান বলেন, মিনা বেগম ও তার স্বামীর মধ্যে পারিবারিক কলহ ছিল। কিছুদিন আগে আমিসহ স্থানীয় মুরব্বিরা মিলে তাদের সমস্যাটি আমরা মিমাংসা করে দেই। মিনা বেগম স্বামীর বাড়িও চলে আসেন। সকালে খবর পেয়ে গিয়ে দেখি তার মৃতদেহ পুকুরে ভাসছে।
নদী থেকে বোমা মেশিন দিয়ে অবৈধভাবে বালু-পাথর উত্তোলন
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রতন দেবনাথ বলেন, স্বামী স্ত্রীর মধ্যে পূর্বে বিরোধ ছিল। বিষয়টি মিমাংসা হয়ে গিয়েছিল। অবস্থা দেখে মনে হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মৌলভীবাজার মর্গে পাঠিয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী-শাশুরিকে থানায় আনা হয়েছে। তবে এখনো কোন মামলা হয়নি।
আইনিউজ/ফরহাদ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’