মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৪:৪৮, ৩ সেপ্টেম্বর ২০২২
মৌলভীবাজারে
বেশি ভাড়ার প্রতিবাদ করায় পলিটেকনিক ছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে জখম
আহত শিক্ষার্থী সৌরভ এবং আক্রমণকারী সিএনজি ড্রাইভার (বাঁয়ে নিচে)
অতিরিক্ত ভাড়া চাওয়ার প্রতিবাদ করায় মৌলভীবাজার পলিটেকনিক ইন্সটিটিউটের এক ছাত্রের উপর ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে বসলেন সিএনজি ড্রাইভার। আক্রমণে ধারালো অস্ত্রের আঘাতে ওই পলিটেকনিক শিক্ষার্থী মুখের পাশে মারাত্মক জখম হয়েছে।
আক্রমণের শিকার ওই শিক্ষার্থীর নাম সৌরভ দেব। তিনি পলিটেকনিক ইন্সটিটিউট এর প্রথম পর্বের ফুড টেকনোলজি এর ছাত্র। তার গ্রামের বাড়ি হবিগঞ্জের মাধবপুর উপজেলায়। সৌরভ শিমলতলা এলাকায় ছাত্রাবাসে থেকে মৌলভীবাজার পলিটেকনিক ইন্সটিটিউটে পড়াশোনা করছেন।
ইন্সটিটিউটের শিক্ষার্থী ও এলাকা সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার (২ সেপ্টেম্বর) সন্ধার পর মৌলভীবাজার চৌমুহনী থেকে শিমুলতলা আসার পথে রাত সাড়ে আটটার দিকে এই ঘটনাটি। আক্রমণের শিকার সৌরভ চৌমুহনী থেকে সিএনজিতে করে শিমুলতলা বাজারে নিজের ছাত্রাবাসে যাচ্ছিলেন। গাড়ি থেকে নামার পর সিএনজি ড্রাইভার নির্ধারিত ভাড়ার চেয়ে বেশি ভাড়া চাইলে শিক্ষার্থী সৌরভ এর প্রতিবাদ জানায়। তখন সিএনজি ড্রাইভারের সাথে থাকা একজন সৌরভকে জোরে লাথি দিয়ে মাটিতে ফেলে দেয়। অন্যজন তখন ধারালো অস্ত্র নিয়ে সৌরভের উপর আক্রমণ করে।
এলাকাবাসী ও ইন্সটিটিউটের শিক্ষার্থীরা বলছেন- ওই সিএনজি ড্রাইভার গাড়ি চালানোর পাশাপাশি ছিনতাইয়ের সাথেও জড়িত। ছিনতাইকারীদের হামলায় ওই শিক্ষার্থীর মুখ ও গলার পাশে আটটি জায়গায় ক্ষত হয়। পরে আহত সৌরভকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে ক্ষতস্থানে সেলাই করে দেন কর্তব্যরত চিকিৎসক। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সৌরভ।
উত্তপ্ত পলিটেকনিক ইন্সটিটিউট
এদিকে এই ঘটনার পর থেকে উত্তপ্ত পলিটেকনিক ইন্সটিটিউট।
পলিটেকনিক ইন্সটিটিউটের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র প্রশান্ত দেব (অন্তু) আইনিউজকে বলেন- শনিবার সাড়ে আটটার দিকে ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকেই ক্যাম্পাস উত্তপ্ত। শিক্ষার্থীরা আক্রমণকারী ওই ড্রাইভারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করছেন।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’