মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৬:৪৭, ৭ সেপ্টেম্বর ২০২২
মৌলভীবাজারে ভোক্তা অধিকার আইনে অভিযোগ দিয়ে পুরস্কার!
![](https://www.eyenews.news/media/imgAll/2021April/Vukta-2209071646.jpg)
মৌলভীবাজারে ফুসকা ঘরের বিরুদ্ধে অভিযোগ করে আর্থিক পুরস্কার পেলেন অভিযোগকারি। একই সাথে সফট ড্রিংক, খাদ্য পণ্য, পেট্রোলসহ বিভিন্ন পণ্যের ছয়টি দোকানের বিরুদ্ধে অভিযোগ করে আর্থিক পুরস্কার পেয়েছেন অভিযোগকারীরা।
নির্ধারিত দামে থেকে অতিরিক্ত দামে কাগজ বিক্রয় করা, অতিরিক্ত দামে মেডিকেল সামগ্রী বিক্রয় করাসহ বিভিন্ন অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ে অভিযোগ করেন ছয়জন। অভিযোগকারীর লিখিত অভিযোগে ছয়জন পেলেন ৩ হাজার ২ শত ৫০ টাকা।
বুধবার (৭ সেপ্টেম্বর) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়ে অভিযোগকারী এবং অভিযুক্তের উপস্থিতিতে এবং অভিযোগ প্রমাণিত হওয়ার সাপেক্ষে ছয়টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়। এ আইন অনুযায়ী জরিমানার ২৫% টাকা ছয়জন অভিযোগকারীকে মোট ৩ হাজার ২ শত ৫০ টাকা দেওয়া হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজারের সহকারি পরিচালক আল-আমিন এ তথ্য নিশিচত করেন।
তিনি জানান, লিখিত অভিযোগর প্রেক্ষিতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়। সদর উপজেলার কুসুমবাগে আব্দুল হাদী খান, রিকতা কনফেকশনারীনের বিরুদ্ধে অতিরিক্ত দামে সফট ডিংকস বিক্রি করায় উক্ত প্রতিষ্ঠানের মালিক জিতেন্দ্র বৈদ্য তার বিরুদ্ধে আনিত অভিযোগ স্বীকার করায় তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
আইন অনুযায়ী অভিযোগকারী আব্দুল হাদী খানকে জরিমানার ২৫% ৫ শত টাকা তাৎক্ষণিক প্রদান করা হয়। প্রতিশ্রুতি অনুযায়ী খাদ্য পণ্য বিক্রয় না করায় মৌলভীবাজার জেলার সদর উপজেলার কোর্ট রোডে অবস্থিত ফুসকা ঘরের বিরুদ্ধে মো. ইকবাল হোসেন লিখিত অভিযোগ দায়ের করেন। প্রতিষ্ঠানের মালিক মো. ফারুক তার বিরুদ্ধে অভিযোগ স্বীকার করায় তাকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
আইন অনুযায়ী অভিযোগকারী জনাব মো. ইকবালকে জরিমানার ২৫%৫ শত টাকা তাৎক্ষণিক প্রদান করা হয়। একই ভাবে শেরপুর বাজারে অবস্থিত শেরপুর ট্রেডার্স এর বিরুদ্ধে তারেক আহমেদ কর্তৃক সরকার নির্ধারিত মূল্য থেকে অতিরিক্ত দামে পেট্রোল বিক্রয় করার অভিযোগ আনায় অভিযুক্ত প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং আইন অনুযায়ী অভিযোগকারী তারেক আহমেদকে ৫ শত টাকা প্রদান করা হয়। পুরাতন হাসপাতাল রোডে অবস্থিত নিউ সেন্ট্রাল লাইব্রেরী এন্ড ষ্টেশনার্স এর বিরুদ্ধে ঝলক ঘোষ অতিরিক্ত দামে কাগজ বিক্রয় করার অভিযোগ আনায় অভিযুক্ত প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং আইন অনুযায়ী অভিযোগকারী ঝলক ঘোষকে ৫ শত টাকা প্রদান করা হয়।
অতিরিক্ত দামে মেডিকেল সামগ্রী বিক্রয় করায় শ্রীমঙ্গল রোডে অবস্থিত ইউনুস সার্জিকেল ফার্মেসীর বিরুদ্ধে রুহুল আমিনের অভিযোগের প্রেক্ষিতে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং আইন অনুযায়ী অভিযোগকারী রুহুল আমিনকে ৭ শত ৫০ টাকা প্রদান করা হয়।
এছাড়াও বেরিরপাড় পয়েন্টে অবস্থিত কার্তিক ষ্টোরের বিরুদ্ধে মাসনুন আল আমিন অতিরিক্ত দামে সফট ড্রিংকস বিক্রয় করার অভিযোগ আনায় অভিযুক্ত প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা জরিমানা করা হয় এবং আইন অনুযায়ী অভিযোগকারী মাসনুন আল আমিনকে ৫ শত টাকা প্রদান করা হয়।
আইনিউজ/এসকেএস
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
মৌলভীবাজারে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা || Eye News || Moulvibazar News
ওজনে ডিজেল কম, ফিলিং স্টেশনকে চল্লিশ হাজার টাকা জরিমানা || Eye News || Moulvibazar || Filling Station
দুর্গা পূজা, দেবী বরণে প্রস্তুত শারদ প্রাঙ্গণ | Durgapuja | Moulvibazar
কৃষক হালচাষ করে, উৎসবে মেতে পেছনে পেছনে ঘুরে বেড়ায় ফিঙে পাখির দল | Drongo Birds | Farmer | Eye News
শিশু কিশোরদের জন্য ফেসবুকের নতুন ‘নিয়ন্ত্রণ’ ফিচার
নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি
আড়ি পাতা বন্ধে মেসেঞ্জারে আসছে হোয়াটসঅ্যাপের সুবিধা
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’