মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২১:২৫, ৭ সেপ্টেম্বর ২০২২
মৌলভীবাজারের তিন শাখায় যুবলীগের সিভি জমা দিলেন যারা
![দলীয় কার্যালয়ে সিভি গ্রহণ করছেন মৌলভীবাজার জেলা যুবলীগ নেতৃবৃন্দ। ছবি : আই নিউজ দলীয় কার্যালয়ে সিভি গ্রহণ করছেন মৌলভীবাজার জেলা যুবলীগ নেতৃবৃন্দ। ছবি : আই নিউজ](https://www.eyenews.news/media/imgAll/2021April/Moulvibazar-Juba-League_Eye-News-2209072112.jpg)
দলীয় কার্যালয়ে সিভি গ্রহণ করছেন মৌলভীবাজার জেলা যুবলীগ নেতৃবৃন্দ। ছবি : আই নিউজ
মৌলভীবাজার জেলার অধিনস্ত মৌলভীবাজার সদর উপজেলা শাখা, মৌলভীবাজার পৌর শাখা ও শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি সাধারণ সম্পাদক পদে কারিকুলাম ভিটা (সিভি) বা জীবনবৃত্তান্ত জমা গ্রহণ করেছে জেলা যুবলীগ।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) মৌলভীবাজার চৌমোহনায় দলীয় কার্যালয়ের দপ্তর শাখায় যুবলীগের ৮৬ নেতা তাদের সিভি জমা দিয়েছেন। সভাপতি পদে ২৬ জন এবং সাধারণ সম্পাদক পদে ৬০ জনের সিভি গ্রহণ করেন জেলা যুবলীগ সভাপতি নাহিদ আহমদ, সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক কয়ছর আহমদ, উপ-দপ্তর সম্পাদক তুষার আহমদ ও বিজন দে।
মৌলভীবাজার সদর উপজেলা যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক পদে জমা দিয়েছেন ১৫ জন। এরমধ্যে সভাপতি পদে ৮ জন হলেন - জাহিদুল আলম সুমেল, দীপাংশু চন্দ, মোহাম্মদ কামরুল ইসলাম, মো. তাজুল ইসলাম, সোহেল আহমদ, সিতার আহমদ, মো. মোস্তাক আহমদ ও জাহেদুল করিম মনু। সাধারণ সম্পাদক পদে ৭ জন হলেন - কামরুল ইসলাম মুন্না, মো. শায়েক হোসেন, মো. আকমল হোসেন, রাহাত আহমদ, মো. সাহিদুর রহমান, আলী হায়দার খান জহির ও মো. মামুন আহমদ চৌধুরী।
- এ সংক্রান্ত আরো খবর : মৌলভীবাজারে যুবলীগে ৬ পদে ৮৬ জনের সিভি জমা
মৌলভীবাজার পৌর যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক পদে জমা দিয়েছেন ১২ জন। এরমধ্যে সভাপতি পদে ৩ জন হলেন - খোকন চন্দ্র পাল, জাহাঙ্গীর আলম চৌধুরী শিমুল ও আব্দুল কাদের আলম। সাধারণ সম্পাদক পদে ৯ জন হলেন- মো. মাহবুবুর রহমান শাওন, শেখ বোরহান আহমদ, মো. রাশেদ আহমদ, শুভাংশু সোম (মুন্না), মো. তানিম আহমদ, শাহ নেওয়াজ, মো. রাসেল আহমদ, তানভীর হোসেন আনোয়ার ও মো. জুনেদ মিয়া।
আরো পড়ুন : মোমেনের মন্ত্রীত্ব থাকবে কিনা সেটা প্রধানমন্ত্রী দেখবেন
শ্রীমঙ্গল উপজেলা যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক পদে জমা দিয়েছেন ৫৯ জন। এরমধ্যে সভাপতি পদে ১৫ জন হলেন - মো. আব্দুল বারী বেলাল, সুজিত চন্দ্র শর্মা, মো. শহীদুর রহমান (শহীদ), শামীম আহমেদ, মো. মোমিনুল হোসেন (সোহেল), শরীফুল কবির রাকিব, মো. আব্দুল তোয়াহিদ আকাশ, মো. ওমর ফারুক, মো. সাবের আহমদ, মো. বদরুজ্জামান সেলিম, আবিদ হোসেন (তানভীর), মো. আবুল কাশেম কাছুম, সঞ্চয় সরকার, মো. মসুদুর রহমান মসুদ ও মো. শায়েখ খাঁন। সাধারণ সম্পাদক পদে ৪৪ জন হলেন- মনসুর রহমান রাহেল, মো. শহিদুল ইসলাম শিপন, মো. তানভীর আহেমদ, শাহ আলম, মো. মুহিবুল ইসলাম, মো. বদরুল আলম, মো. মাহবুব উল আলম (মামুন), মো. সাজন আহমেদ রানা, মো. সাইফুর রহমান, শহিদুর রহমান, কাশ্মির আহমেদ নাহিদ, মো. মোশাররফ হোসেন রাজিব, মো. রয়েল মিয়া, শাওন দেব, সাইফুর রহমান তারেক, মো. শাহান মিয়া, মো. কায়েছ আহমদ, মো. মোশাহিদ আহমদ, রাজু দেব বর্মন, মো. শেরজাহান (সেজু), আলী আমজদ ইমরান, মো. আব্দুল মোক্তাদির নাছের, প্রসূন কান্তি দত্ত পাপন, মো. ইমাদুল ইসলাম (রাজিব), শফিকুল ইসলাম জাবেদ, দেবদুলাল চক্রবর্ত্তী, মো. মোতাহার হোসেন (রাজন), ইমরান আহমদ (সুফিয়ান), সুমন মিয়া, কাওছার আলী আহেমদ, রাহুল দেব, মো. আকরামুল হক ইসকান, মো. সোয়েব আহমদ, মো. জুবেদ মিয়া, মকবুল হোসেন, মো. মোশাররফ হোসেন, মো. জহিরুল ইসলাম শাহিন, মো. সামিউর রহমান, আলী জাকোয়ান রিমেল, মো. নিজাম মিয়া, মাহাবুবুর রহমান রাব্বি, পংকজ কুমার নাগ, মো. শফিকুর রহমান ও মো. নুরুল আমিন।
উল্লেখ্য, গত ২ সেপ্টেম্বর বাংলাদেশ আওয়ামী যুবলীগ মৌলভীবাজার জেলা শাখা উপরোক্ত তিনটি শাখার শীর্ষ দুই পদে জীবন বৃত্তান্ত আহবান করে।
আইনিউজ/এইচকে
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সৌদি আরবে মেয়েকে নির্যাতনের খবরে মায়ের আহাজারি-কান্না
গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি
গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’