শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
আন্দোলনের পর এবার চা পাতার গুণগত মান নিয়ে ওঠছে প্রশ্ন
![কমলগঞ্জের দেওরাছড়া চা বাগান থেকে ছবিটি তোলেছেন শ্যামলাল গোসাঁই কমলগঞ্জের দেওরাছড়া চা বাগান থেকে ছবিটি তোলেছেন শ্যামলাল গোসাঁই](https://www.eyenews.news/media/imgAll/2021April/চা-পাতার-গুণগত-মান-নিয়ে-প্রশ্ন-eyenews-2209081336.jpg)
কমলগঞ্জের দেওরাছড়া চা বাগান থেকে ছবিটি তোলেছেন শ্যামলাল গোসাঁই
চা শ্রমিকদের লাগাতার ধর্মঘট, মানববন্ধন আর আন্দোলনে প্রায় ১৯ দিন বন্ধ ছিলো বাগানে পাতা তোলার কাজ। ফলে এর কিছুটা প্রভাব পড়েছে চায়ের মানেও। শ্রীমঙ্গলে চা পাতার নিলামে প্রশ্ন ওঠেছে চা পাতার গুণগত মান নিয়ে।
১০ম বারের মতো চায়ের রাজধানীখ্যাত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে চা পাতার নিলাম অনুষ্ঠিত হয়েছে। গত কয়েকদিন আগে শ্রমিক আন্দোলনের কারণে চায়ের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে।
গতকাল বুধবার (৭ সেপ্টেম্বর) শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রের অস্থায়ী অফিস জেলা পরিষদ অডিটোরিয়ামের হলরুমে এ নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে শ্রীমঙ্গলের ৪টি ব্রোকারস হাউজ এবং প্রায় ৪০ জন বায়ার অংশগ্রহণ করেন। নিলামে মোট ৮৫ হাজার ৭শ ৪৭ কেজি চা পাতা উঠে। যার বাজারমূল্য আনুমানিক ১৪ কোটি ৫ লাখ ৭৬ হাজার টাকা। কিন্তু নিলামের চা পাতা কোয়ালিটি ভালো না থাকায় বিক্রি হয় আনুমানিক ৪০ হাজার কেজি চা পাতা। যার আনুমানিক বাজারমূল্য ৬ কোটি ৮০ লাখ টাকা।
গত ২৪ আগস্ট নিলামে ১ লাখ ১১ হাজার ৩৫০ দশমিক ৪০ কেজি চা পাতা নিলামে উঠে। এর আগে গত ১০ আগস্ট নিলামে উঠে ২ লাখ ৪ হাজার ৪৫০ কেজি পাতা। বিক্রি হয় ৮০ হাজার ২৫০ কেজি চা পাতা। যার বাজারমূল্য ছিল ১ কোটি ৩৫ লাখ ৩৩ হাজার ৫শত টাকা।
এদিকে দেশে গত বছর রেকর্ড পরিমাণ চা উৎপাদন হয়, প্রায় ৯৬.৫১ মিলিয়ন কেজি। এবছর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১শ মিলিয়ন কেজি। চায়ের সিংহভাগ উৎপাদিত হয় মৌলভীবাজার জেলায়।
- চা শ্রমিকদের দেয়া চুড়ি পড়ে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী
- বঙ্গবন্ধুর মতোই বঙ্গবন্ধু কন্যাকে পাশে চান চা শ্রমিকরা
শ্রীমঙ্গল টি ট্রেডার্স এন্ড প্লান্টার্স এসোসিয়েশনের সভাপতি সৈয়দ মুনির বলেন, ভারত থেকে বৈধ ও অবৈধ পথে নিম্ন মানের চা দেশে আসায় চায়ের গুণগতমান নষ্ট হচ্ছে এবং দেশীয় চা শিল্প হুমকির মুখে পড়ছে। শ্রমিক আন্দোলনের কারণেও পাতা বেড়ে চায়ের মান নষ্ট হয়েছে। এ থেকে উত্তরণে সময় লাগবে।
তিনি বলেন, চা শ্রমিকদের মজুরী বাড়ায় এখন চায়ের মূল্যও বৃদ্ধি পাবে। কারণ এখন চা উৎপাদনের খরচ বেড়ে যাবে।
শ্রীমঙ্গলস্থ টি ট্রেডার্স অ্যান্ড প্ল্যান্টার্স এসোসিয়েশন সদস্য সচিব জহর তরফদার জানান, জেলার ৪০টিরও বেশি চা বাগানের পাতা নিলাম হচ্ছে এখানে। বিশেষভাবে বড় গ্রুপের মধ্যে সিটি গ্রুপ এখানে চা পাতা দিচ্ছে। এছাড়াও আমরা ইস্পাহানী, ফিনলে, ডানকান, সাতগাঁও চা, এনটিসি তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে তারা যেন তাদের চা পাতা শ্রীমঙ্গলের এই নিলাম কেন্দ্রে ব্রোকারস হাউজের মাধ্যমে বিক্রির ব্যবস্থা করেন।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’