Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১০:৫৮, ১৫ সেপ্টেম্বর ২০২২
আপডেট: ১০:৫৯, ১৫ সেপ্টেম্বর ২০২২

কুলাউড়ায় পুলিশের ওপর বিএনপি নেতাকর্মীর হামলা

সমাবেশের সময় বিএনপির কিছু কর্মী স্টেশনের ভেতরে ঢুকে পড়ায় ঝামেলার সৃষ্টি হয়

সমাবেশের সময় বিএনপির কিছু কর্মী স্টেশনের ভেতরে ঢুকে পড়ায় ঝামেলার সৃষ্টি হয়

মৌলভীবাজারের কুলাউড়া রেলস্টেশনে জটলা করতে নিষেধ করায় বিএনপি নেতাকর্মীরা রেল পুলিশের সদস্যদের ধাওয়া দিয়ে রেলথানায় হামলার চেষ্টা করেছেন বলে অভিযোগ ওঠেছে। সেই সঙ্গে এ সময় পেশাগত দায়িত্ব পালনকালে স্থানীয় এক গণমাধ্যমকর্মীকে লাঞ্চিত করে তারা।

গতকাল বুধবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে কুলাউড়া স্টেশন চত্বরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সারা দেশে গুম, খুন ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বুধবার বিকেল চারটার দিকে পৌর শহরের উছলাপাড়া এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন কুলাউড়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কুলাউড়া রেলস্টেশনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশে দলের বিভিন্নপর্যায়ের নেতারা বক্তব্য দিচ্ছিলেন। এ সময় বিএনপির কিছু কর্মী স্টেশনের ভেতরে ঢুকে পড়লে রেলওয়ে থানার পুলিশের (জিআরপি) কয়েকজন সদস্য তাঁদের বাইরে চলে যেতে বলেন। একপর্যায়ে বিএনপির কর্মীরা তাঁদের ধাওয়া দিয়ে থানার ভেতরে নিয়ে যান।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, পুলিশকে ধাওয়া দেওয়ার সময় দৈনিক আনন্দবাজার পত্রিকার উপজেলা প্রতিনিধি সালাউদ্দিন মুঠোফোনে ঘটনার ভিডিও করছিলেন। বিএনপির দু-তিনজন কর্মী গিয়ে তাঁকে থাপ্পড় দেন এবং লাঞ্চিত করেন।

সদ্য বিলুপ্ত উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ময়নুল হক বলেন, তাঁরা শান্তিপূর্ণ মিছিল শেষ করে সমাবেশে বক্তব্যদিচ্ছিলেন। এ সময় সেখানে কী ঘটেছে, তা এখনো জানা যায়নি। আহত গণমাধ্যমকর্মীর চিকিৎসার দায়িত্ব তাঁরা নিয়েছেন। এঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

কুলাউড়া জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল করিম মুঠোফোনে আইনিউজকে বলেন, বিকেলে বিএনপির কিছু কর্মী কুলাউড়া রেলস্টেশনে ঢুকে জটলা সৃষ্টি করেন। এ সময় ট্রেন আসতে থাকায় রেল পুলিশের সদস্যরা নিরাপত্তার স্বার্থে তাঁদের স্টেশনের বাইরে চলে যেতে বলেন। এ নিয়ে তাঁরা পুলিশের ওপর চড়াও হন।

এ বিষয়ে আইনগত যথাযত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়