Bilas Moulvibazar, Bilas

ঢাকা, শনিবার   ১৯ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৫ ১৪৩২

কামরুল হাসান শাওন, মৌলভীবাজার

প্রকাশিত: ২০:০৬, ২০ সেপ্টেম্বর ২০২২

মৌলভীবাজার সদরে শ্রেষ্ঠ শিক্ষক যারা

মৌলভীবাজার সদরের চার শ্রেষ্ঠ শিক্ষক

মৌলভীবাজার সদরের চার শ্রেষ্ঠ শিক্ষক

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২-এ উপজেলা পর্যায়ে মৌলভীবাজার সদর উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মো. মাজহারুল ইসলাম। শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবাদানের জন্য তাঁকে এ শ্রেষ্ঠত্বের মর্যাদা প্রদান করা হয়। তিনি বর্তমানে সদর উপজেলা নালীউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

এছাড়া উপজেলায় বিভিন্ন ক্যাটাগরিতে আরও তিন শিক্ষককে শ্রেষ্ঠ নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জারিকৃত প্রজ্ঞাপনে মৌলভীবাজার উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২২ এর ২১ ক্যাটাগরিতে ১২টি ক্যাটাগরিতে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়।

আরও যারা শ্রেষ্ঠ
মৌলভীবাজার সদর উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন মাহবুব আরা বেগম। তিনি শ্যামরার বাজার আপ্তাব উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন রাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মুর্শেদ আহমদ। শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা শ্যামরার বাজার আপ্তাব উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তানিয়া রশীদ।
শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় হয়েছে আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়। শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী হয়েছেন বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. সালেহ আহমদ। শ্রেষ্ঠ এস.এম.সি. হয়েছেন সৈয়ারপুর লক্ষ্মীবালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি পার্থ সারথী পাল। শ্রেষ্ঠ কাব শিক্ষক হয়েছেন উত্তর আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাহাব উদ্দিন।

প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে- প্রতি বছর জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ঘোষণা করা হয়। যা গত মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা অফিস মৌলভীবাজার।

এ বিষয়ে মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার  মো. শামসুর রহমান বলেন- ‘শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ অবদান রাখার কারণে যাচাই বাছাই করে শিক্ষক ও কর্মচারীদের শ্রেষ্ঠ নির্বাচিত করা হয়েছে। উপজেলার পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে। যারা নির্বাচিত হয়েছেন তারা আগামী ২২ সেপ্টেম্বর জেলা পযার্য়ে বাছাই হবে৷’

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

সৌদি আরবে মেয়েকে নির্যাতনের খবরে মায়ের আহাজারি-কান্না

গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি

গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়