শ্রীমঙ্গল প্রতিনিধি
আপডেট: ১৯:২১, ২৪ সেপ্টেম্বর ২০২২
মৌলভীবাজারে দুর্গাপূজায় প্রস্তুত হাজার পূজা মণ্ডপ
শ্রীমঙ্গল শহরের রুপশপুর সার্বজনীন দুর্গা বাড়ি থেকে।
আর কয়েকদিন পরেই সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসব উপলক্ষে প্রতিমা তৈরি শেষ করে এখন চলছে রংতুলির আঁচড়ে সাজিয়ে নেওয়ার শেষ মুহূর্তের কাজ। এরপর হবে সাজসজ্জা। এসব কাজে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা শিল্পীরা। শেষ মুহূর্তে চলছে দেবী সাজাতে শিল্পীদের রঙ তুলির কারুকাজ।
এদিকে, জেলা-উপজেলা ও শহর সেজে উঠছে উৎসবের রোশনাইয়ে। মণ্ডপ তৈরির কাজেও এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
সনাতন ধর্মাবলম্বীরা জানান, ১ অক্টোবর শুরু হবে দুর্গাপূজা। শেষ হবে ৫ অক্টোবর। মৌলভীবাজার জেলায় সার্বজনীন ও ব্যক্তিগত মিলিয়ে ১ হাজার ৭ টি মণ্ডপে শারদীয় দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। গত দুই বছর করোনার কারণে বিধিনিষেধের মধ্য দিয়ে সীমিত পরিসরে উৎসবটি পালন করা হয়। তাই এবারের আয়োজন হচ্ছে বেশ ঘটা করে। এক মাস ধরে মণ্ডপগুলোতে চলছে প্রতিমা তৈরির কাজ।
এছাড়াও জেলার সবচেয়ে বড় পূজা মণ্ডপগুলো হলো- মৌলভীবাজার সদরের ত্রিনয়নী, মহেশ্বরী, আবাহনী, কুলাউড়ার কাদিপুর-শিববাড়ী মন্দির ও রাজনগর উপজেলার পাঁচগাও দূর্গা মন্দির।
এবছর মৌলভীবাজার জেলায় ১০০৭টি মন্ডপে পূজার ব্যয় আনুমানিক প্রায় ২০ থেকে ২২ কোটি টাকা ব্যয় হবে বলে জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক মহিম দে মধু।
মহিম দে মধু বলেন, আমরা পূজা উদযাপন পরিষদ থেকে জেলায় মিটিং ডেকে প্রত্যেক উপজেলার কমিটিকে বলেছি, প্রত্যেক মণ্ডপে তাদের পক্ষ থেকে দুইজন করে সেচ্ছাসেবক সদস্য থাকবে। এটা পূজা মণ্ডপের জন্য নিজস্ব পাহারা থাকবে। গতবছরের কুমিল্লার ঘটনার পর, এবারের পূজায় আইনশৃঙ্খলা বাহিনী খুবই তৎপর রয়েছেন। বিভিন্ন উপজেলায় খোঁজখবর রাখা হচ্ছে, কোন সমস্যা আছে কি-না।
মৌলভীবাজারের ত্রিনয়নী শিববাড়িতে এবারের আকর্ষণ সবচেয়ে উঁচু পূজা মণ্ডপ
তাছাড়া, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মৌলভীবাজার জেলার তথ্য অনুসারে এবছর জেলার ১০০৭টি পূজা মন্ডপে শুধু মূর্তি গড়া বাবদ ব্যয় হবে আনুমানিক প্রায় ৩ কোটি ৫২ লক্ষ ৪৫ হাজার টাকা। এদিকে দুর্গাপূজা উপলক্ষে সরকার থেকে প্রত্যেকটি পূজা মণ্ডপে ৫০০ কেজি করে চাল দেওয়া হবে। যা, টাকার সমপরিমাণে আনুমানিক প্রায় ১৭ হাজার ৫০০ টাকা।
এবছর মৌলভীবাজার জেলায় মোট পূজা সার্বজনীন ৮৭১টি এবং ব্যক্তিগত ১৩৬টি পূজা অনুষ্ঠিত হবে। আগামী পহেলা অক্টোবর শনিবার মহাষষ্ঠীর মধ্যে দিয়ে শুরু হয়ে ৫ অক্টোবর বুধবার মহাদশমীতে শেষ হবে শারদীয় দূর্গাৎসব। এবছর দেবী দুর্গার গজে আগমন ও দেবীর নৌকায় গমন।
- জুড়ীর ৭৩টি মন্ডপে সাজ সাজ রবে চলছে দুর্গাপূজার প্রস্তুতি
- কাদিপুরের মণ্ডপে এবারের আকর্ষণ এক হাজার হাতের দুর্গা প্রতিমা
এদিকে, কুলাউড়ার কাদিপুর শিববাড়িতে এবারের দুর্গাপূজায় সিমেন্টের তৈরি এক হাজার হাতের দেবী দুর্গা স্থাপিত হয়ে পূজিত হবেন। বিশালাকার এ মূর্তি এবছর কাদিপুর শিববাড়ি মন্দিরের মূল আকর্ষণ। আগামী ১ অক্টোবর মহাষষ্ঠীর পূর্বেই আনুসঙ্গিক সব কাজ শেষ হবে। সিমেন্টের তৈরি এই দুর্গা প্রতিমা প্রায় ২৩ ফুট উঁচু।
মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, আসন্ন শারদীয় দূর্গা পূজা উপলক্ষে আমাদের সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় জেলা পুলিশের যে সক্ষমতা আছে, সেটা সর্বোচ্চ ব্যবহার আমরা করবো। জেলা ও উপজেলার পূজা কমিটির সাথে আমরা মিটিং করেছি একাধিকবার। আমরা জেলার পূজা মণ্ডপ গুলোতে সিকিউরিটি সরঞ্জাম দিয়েছি, মণ্ডপে দু'জন সেচ্ছাসেবক এর জন্য দুইটা হলুদ সিকিউরিটি জ্যাকেট দিয়েছি সাথে তাদেরকে স্পেশাল প্ল্যাস্টিকের লাঠি দিয়েছি। আমাদের পক্ষ থেকে জেলায় সাড়ে ছয় শত পুলিশ মোতায়েন থাকবে। তাছাড়া প্রায় সাত হাজার আনসার ও মাঠে থাকবে র্যাব।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’