কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
লাউয়াছড়া সড়কে গাছ ফেলে ১০ মিনিটে ৫ লাখ টাকার মালামাল ডাকাতি!
![ডাকাতদল মুঠোফোন ও নগদ টাকাসহ প্রায় ৫ লাখ মালামাল নিয়ে গেছে ডাকাতদল মুঠোফোন ও নগদ টাকাসহ প্রায় ৫ লাখ মালামাল নিয়ে গেছে](https://www.eyenews.news/media/imgAll/2021April/কমলগঞ্জে-সড়কে-গাছ-ফেলে-ডাকাতি-eyenews-2209261919.jpg)
ডাকাতদল মুঠোফোন ও নগদ টাকাসহ প্রায় ৫ লাখ মালামাল নিয়ে গেছে
মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া সড়কে ডাকাতরা গাছ ফেলে যানবাহনে ডাকাতি করেছে বলে খবর পাওয়া গেছে। মাত্র দশ মিনিটেই সড়ক অবরোধ করে ১৪-১৫ জনের একটি মুখোশ পরিহিত ডাকাতদল ২০-২৫টি সিএনজি অটো, প্রাইভেট কার ও পিকআপ থেকে মুঠোফোন ও নগদ টাকাসহ প্রায় ৫ লাখ মালামাল নিয়ে গেছে।
ডাকাতির সময় ডাকাতরা যাত্রী ও গাড়ির চালকদের মারধর করেন। ডাকাতদের মারধোরে ৫জন যাত্রী আহত হবার খবর পাওয়া গেছে।
গত রোববার (২৫ সেপ্টেম্বর )রাত সাড়ে ১১টায় কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের লাউয়াছড়া জাতীয় উদ্যানের মুজিবের টিলা এলাকায় ঘটনাটি ঘটে।
জানা যায়, গত রোববার রাতে ডাকাতের কবলে পড়া একাধিক ভুক্তভোগীরা জানায়, রাত সাড়ে ১১টার দিকে গাছ ফেলে সড়ক অবরোধ করে ১৪-১৫ জনের একটি ডাকাতদল। প্রথমে এক এক করে গাড়ি থামাতে শুরু করে। এরপর ডাকাতদলের সদস্যরা মুখোশ পরা অবস্থায় দেশীয় অস্ত্র নিয়ে আটকে পড়া সিএনজি, প্রাইভেট কার, মাইক্রোবাস, পিকআপে হামলা চালায়।
মাত্র ১০ মিনিটে বিভিন্ন যানবাহনের যাত্রী ও চালকদের মারধোর করে হাতে থাকা দামী মুঠোফোন, নগদ টাকাসহ প্রায় ৫ লাখ টাকার মূল্যবান জিনিসপত্র ছিনিয়ে নিয়ে চলে যায় ডাকাতরা। অনেক যাত্রী ও চালক মালামাল না দেয়ায় তাদেরকে গামছা দিয়ে হাতে পায়ে বেধেঁ রেখেছিল বলে ডাকাত আক্রান্ত ব্যবসায়ী আলাহ উদ্দীন জানান।
তারা আরো বলেন, কমলগঞ্জে এমন ঘটনা আগে কখনো হয়নি, এখন হচ্ছে। আইন শৃঙ্খলা চরম অবনতির কারণেই এসব হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক আক্রান্ত ব্যক্তি জানান, শ্রীমঙ্গল থেকে কমলগঞ্জে সিএনজি অটোতে করে ফিরছিলেন। ঘটনাস্থলে এসে হঠাৎ দেখেন কিছু যানবাহন আটকানো আছে। এর মধ্যেই মুখোশ পড়া ২ জন আমার গাড়িতে হামলা চালায়। তারা হাতে থাকা মুঠোফোন ও সঙ্গে থাকা জিনিসপত্র দিতে বলে। দা দিয়ে কুপ মারার ভয় দেখিয়ে সবকিছু নিয়ে যায়।
এদিকে ঘটনার খবর পেয়ে রাত সাড়ে ১২টায় প্রথমে শ্রীমঙ্গল থানা ও পরে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গেলে ডাকাতদল তার আগেই পালিয়ে যায়। পুলিশ সড়কে রাখা গাছ কেটে সরিয়ে রাত ১টায় আটকা পড়া যানবাহন নিজ নিজ গন্তব্য পৌছে দিতে সহায়তা করে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান ডাকাতির ঘটনা স্বীকার করে বলেন, ডাকাতির ঘটনায় আক্রান্তরা কোন মামলা দিতে আগ্রহী না। ফলে এ নিয়ে সঠিক তদন্ত ও করা যায় না।
তারপরও এসব ঘটনা তদন্ত করে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলেও জানান তিনি।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সৌদি আরবে মেয়েকে নির্যাতনের খবরে মায়ের আহাজারি-কান্না
গ্রিসের বস্তিতে বাংলাদেশীদের মানবেতর জীবন, অধিকাংশই সিলেটি
গ্রিসে পাঁচ বছরের ভিসা পাবে বাংলাদেশিরা
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’