Bilas Moulvibazar, Bilas

ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৩, ১ অক্টোবর ২০২২

কুলাউড়ায়

দেড় বছর ধরে অনুপস্থিত স্বাস্থ্য সহকারী, জানা গেল তিনি লন্ডনে!

চাকরিতে থেকে বরখাস্ত স্বাস্থ্য সহকারী মো. জাকিরুল ইসলাম

চাকরিতে থেকে বরখাস্ত স্বাস্থ্য সহকারী মো. জাকিরুল ইসলাম

কুলাউড়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় দেড় বছর ধরে কর্মস্থলে অনুপস্থিত একজন স্বাস্থ্য সহকারী কর্মচারীকে অসদাচরণ ও পলায়নসহ বিভিন্ন অভিযোগে চাকরি থেকে বরখাস্ত করেছে স্বাস্থ্য বিভাগ। তবে দেড় বছর ধরে অনুপস্থিতের কারণ তদন্তে গিয়ে জানা গেলো তিনি এই চাকরি রেখে কাউকে না জানিয়েই চলে গেছেন লন্ডনে।

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চাকরিতে থেকে বরখাস্ত ওই ব্যক্তির নাম মো. জাকিরুল ইসলাম।

মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদের সাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়।

সাক্ষরিত আদেশ সূত্রে জানা যায়, স্বাস্থ্য সহকারী মো. জাকিরুল ইসলাম ২০২১ সালের মার্চ মাস থেকে ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত হয়ে যান। পরে তার কোনো খোঁজ না পাওয়ায় মার্চের শেষের দিকে ডাক যোগে তার বাড়িতে তাকে কারণ দর্শানোর নোটিশ প্রের‌ণ করা হয়। তাতেও তার কোনো সাড়া মেলেনি।

পরে তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করে বিভাগীয় মামলা দায়ের করে স্বাস্থ্য বিভাগ। তদন্তে তার অবস্থান লন্ডনে শনাক্ত করা হয়। পরে সোমবার (২৬ সেপ্টেম্বর) তার অনুপস্থিত, অসদাচরণ ও পলায়নের অভিযোগে তাকে চাকরি থেকে বরখাস্ত করে স্বাস্থ্য বিভাগ।

এ বিষয়ে সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ বলেন, প্রায় দেড় বছর ধরে অবৈধভাবে স্বাস্থ্য বিভাগের অনুমতি ছাড়া বিদেশে অবস্থান করায় সরকারি চাকরির নীতিমালা অনুযায়ী জাকিরুলকে গত সোমবার চাকরি থেকে বরখাস্ত করা হয়।

যদিও জাকিরুল ইসলাম লন্ডনে থাকায় তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দুর্গা পূজা, দেবী বরণে প্রস্তুত শারদ প্রাঙ্গণ | Durgapuja | Moulvibazar

বিশ্ব হার্ট দিবসে মৌলভীবাজারে ফ্রি হার্ট ক্যাম্প || Eye News || National Heart Day || Moulvibazar

মৌলভীবাজারে মঙ্গলঘট নিয়ে নারীদের শোভাযাত্রা

মৌলভীবাজারে ১৬৩ মেধাবী শিক্ষার্থী পেলো অপটিমিস্টের সাড়ে ১৭ লক্ষ টাকার আর্থিক সহায়তা || Eye News

আরও পড়ুন
Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়