নিজস্ব প্রতিবেদক
সবকিছু প্রস্তুত, ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হচ্ছে দুর্গাপূজা
![মৌলভীবাজারের আবাহন পূজা মন্ডপের দূর্গা প্রতিমা মৌলভীবাজারের আবাহন পূজা মন্ডপের দূর্গা প্রতিমা](https://www.eyenews.news/media/imgAll/2021April/মৌলভীবাজার-আবাহন-পূজামন্ডপ-প্রতিমা-দুর্গাপূজা-eyenews-2210012007.jpg)
মৌলভীবাজারের আবাহন পূজা মন্ডপের দূর্গা প্রতিমা
আর মাত্র কিছু মুহূর্তের অপেক্ষা। প্রস্তুত সবকিছু, ঠাকুরের গায়ে রং লাগানোর কাজ। ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গাপূজা। মহামারি করোনা আর সাম্প্রদায়িক আস্ফালনের দুই বছর পেরিয়ে পূর্ণ মেজাজে এবার উদযাপিত হবে দুর্গাপূজা। সকলের মাঝে তাই এবারের পূজা নিয়ে আগ্রহটা একটু বেশি।
নানান বিধিনিষেধের বেড়াজাল ছিঁড়ে এবার উৎসবের পুরোনো রঙে ফিরেছে শারদীয় দুর্গাপূজা। গত দুই বছর করোনা মহামারির কারণে কোনো উৎসবেই প্রাণ ছিল না। শুধু আচার-আনুষ্ঠাকিতার মধ্যেই সীমাবদ্ধ ছিল। দুর্গাপূজায়ও ছিল নানা নিষেধাজ্ঞা। ছিল বাড়তি সতর্কতা ও স্বাস্থ্যবিধি মানার বিষয়গুলোও। তবে এবার করোনার সংকট ও ভয় কাটিয়ে ফিরে এসেছে চিরচেনা সেই উৎসবের আমেজ।
আগামীকাল রোববার (২ অক্টোবর) মহাসপ্তমী, সোমবার (৩ অক্টোবর) মহাষ্টমী ও কুমারীপূজা, মঙ্গলবার (৪ অক্টোবর) মহানবমী শেষে এবং বুধবার (৫ অক্টোবর) বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের দুর্গোৎসব।
শুক্রবার (৩০ সেপ্টেম্বর) পঞ্চমীর সন্ধ্যায় বোধনের মধ্য দিয়ে দেবীর আগমনের ধ্বনি শোনা গেছে। সারাদেশের পূজা মণ্ডপগুলোতে অনুষ্ঠিত হয়েছে দেবীর বোধন। এর মধ্য দিয়ে দক্ষিণায়নের নিদ্রিত দেবী দুর্গার নিদ্রা ভাঙার বন্দনা করা হয়। মণ্ডপে-মন্দিরে পঞ্চমীতে সায়ংকালে তথা সন্ধ্যায় এই বন্দনা অনুষ্ঠিত হয়।
দুর্গোৎসব উপলক্ষে পৃথক বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা হিন্দু ধর্মাবলম্বীসহ দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। শুভেচ্ছা জানিয়েছেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এবং মহানগর সর্বজনীন পূজা কমিটিসহ হিন্দু সম্প্রদায়ের নেতারাও।
সনাতন পুরাণ মতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা এবার গজে (হাতি) চড়ে মর্ত্যলোকে আসবেন। সেই হিসেবে বসুমতি শস্যে পরিপূর্ণ হয়ে উঠার কথা। দেবী বিদায় নেবেন নৌকায় চড়ে, যার ফল সমৃদ্ধি। এ প্রেক্ষাপটে এবারের দুর্গোৎসব শুভফলই বয়ে আনবে বাঙালির জীবনে।
জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে
তবে এবার পূজায় জঙ্গি হামলার আশঙ্কা রয়েছে বলে গত বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) এক কর্মসূচিতে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম। তিনি বলেছেন, 'এবার দুর্গাপূজা ঘিরে জঙ্গি হামলার শঙ্কা একেবারে উড়িয়ে দেওয়া হচ্ছে না।'
তাই এবারের দুর্গাপূজা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। পূজামণ্ডপগুলোতে পুলিশ, আনসার, র্যাব ও বিজিবি সদস্য মোতায়েনের পাশাপাশি প্রতিটি মণ্ডপে থাকবে নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী। নিরাপত্তার বাড়তি প্রস্তুতি হিসেবে সাদা পোশাকে গোয়েন্দা সংস্থাগুলোর সদস্য মোতায়েনের পাশাপাশি আর্চওয়ে গেট, মেটাল ডিটেক্টরসহ অন্য আয়োজনও থাকবে।
মন্ডপে শুরু মানুষের আনাগোনা
সরেজমিনে আজ সন্ধ্যার পর মৌলভীবাজারের বেশ কিছু পূজা মন্ডপ ঘুরে দেখা যায় মন্ডপ আসতে শুরু করেছেন বিভিন্ন বয়সী মানুষ। আবাহনের মন্ডপে শ্রী কৃষ্ণের সুউচ্চ বিশ্ব রূপ দর্শন করে ছুটছেন ত্রিনয়নীর বুর্জ খলিফার আদলে তৈরি মন্ডপে।
কেউ কেউ ষষ্ঠীর দিনেই এসেছেন দূর দূরান্তের জেলা থেকে। কেউবা বেরিয়েছেন দুইদিনের সফরে। তেমনি একজন হৃদয় দাস অনিক। শায়েস্তাগঞ্জ থেকে নোহা গাড়িতে করে সদলবলে তাদের দেখা গেলো হরিজন সম্প্রদায়ের মন্ডপে। জানালেন ষষ্ঠীর দিন (আজ) মৌলভীবাজারের মন্ডপগুলো একবার দেখে কালকে পাঁচগাঁওর লাল বর্ণের দূর্গা এবং পরে যাবেন কাদিপুর শিববাড়িতে। ষষ্ঠীর দিন মানুষ কম থাকে বলে দেখতে সুবিধা হয় বলে জানান অনিক।
সন্ধ্যার পর থেকে মহেশ্বরী মন্ডপেও একটু একটু করে বাড়ছে মানুষের আনাগোনা।
শহরে বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য
আজ থেকে ষষ্ঠীর মধ্য দিয়ে পূজা শুরু হওয়ায় বিকেল থেকেই শহরের মন্ডপগুলোর আশপাশে অবস্থান নিতে দেখা যায় পুলিশ সদস্যদের। মূলত যেকোন নাশকতা এড়াতে এবছর মন্ডপগুলোতে বেশি পরিমাণ পুলিশ নিয়োজিত করা হয়েছে।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
সবচেয়ে সুন্দরী নারীদের দেশ ।। Most beautiful woman in the world ।। Eye News
যে গ্রামে পুরুষ ছাড়া অন্তঃসত্ত্বা হচ্ছেন নারীরা | Women are pregnant without men | Kenyan Girls | Eye News
চুল বেঁধে ঘুমিয়ে নিজের যে ক্ষতি করছেন ।। Hair loss problems
পায়খানা ও প্রস্রাব দীর্ঘক্ষণ চেপে রাখলে যে ক্ষতি হয়??
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’