মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৮:৫০, ১১ অক্টোবর ২০২২
মৌলভীবাজারে ৫-১১ বছরের শিশুদের করোনা টিকাদান কর্মসূচি শুরু
![শহরের শিশু বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র ফজলুর রহমান শহরের শিশু বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র ফজলুর রহমান](https://www.eyenews.news/media/imgAll/2021April/মৌলভীবাজারে-করোনার-টিকাদান-কর্মসূচি-৫-৬-বছরের-শিশুদের-eyenews-2210111515.jpg)
শহরের শিশু বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র ফজলুর রহমান
মৌলভীবাজার জেলায় আজ থেকে শুরু হয়েছে উপজেলা পর্যায়ে ৫ থেকে ১১ বছরের শিশুদের করোনা টিকাদান কর্মসূচি।
আজ মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে শহরের শিশু বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র ফজলুর রহমান ও সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ।
সিভিল সার্জন জানান- জেলায় ৫ থেকে ১১ বছর বয়সী ২ লাখ ৯৮ হাজার শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (১১ অক্টোবর) প্রথমদিন মৌলভীবাজার পৌরসভার শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বড়হাট আবু শাহ দাখিল মাদ্রাসায় টিকা কার্যক্রম চলে। পৌর এলাকায় চলবে ২৭ অক্টোবর পর্যন্ত।
এছাড়া জেলার ই্উনিয়ন পর্যায়ে টিকা কার্যক্রমের দিন-তারিখ ও ব্যবস্থাপনা করবেন স্থানীয় জনপ্রতিনিধিরা। সেভাবে টিকা দেবে স্বাস্থ্য বিভাগ।
সদর উপজেলার টিকাদান কর্মসূচির শিডিউল-
স্বাস্থ্য অধিদপ্তরের করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব শামসুল হক আইনিউজকে জানান- জেলা ও উপজেলা পর্যায়ে ৫-১১ বছর বয়সী শিশুদের টিকাদান কর্মসূচি আজ থেকে শুরু হয়েছে। চলবে আগামী ১২ দিন। এরপর একদিন শুধু জেলা ও উপজেলা পর্যায়ের স্কুলের বাইরে থাকা ৫-১১ বছর বয়সী শিশুদের টিকার আওতায় আনতে সারা দেশে একযোগে কমিউনিটি পর্যায়ে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে।
সদর উপজেলার টিকাদান কর্মসূচির শিডিউল
শামসুল হক বলেন, প্রতিদিন সকাল ৯টা থেকে টিকা কার্যক্রম শুরু করার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান/ প্রতিনিধি, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বা পৌরসভা কর্তৃপক্ষ আলোচনা করে টিকাদান কার্যক্রমের সময় নির্ধারণ করবেন।
এর আগে সোমবার (১০ অক্টোবর) অধিদপ্তরের এক নির্দেশনায় জানানো হয়, বিশেষভাবে তৈরি করা পেডিয়াট্রিক ফর্মুলেশন ফাইজার বায়োএনটেক কমিউনিটি টিকা শিশুদের দেওয়া হবে। এই টিকার দুই ডোজ আট সপ্তাহের ব্যবধানে নিতে হয়। প্রথমে শিশুদের স্কুলকেন্দ্রিক টিকাদান শুরু হবে। পরবর্তীকালে তা কমিউনিটি পর্যায়ে দেওয়া হবে।
এর আগে এর আগে গতকাল সোমবার (১০ অক্টোবর) করোনা টিকা ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির লাইন ডিরেক্টর ডা. শামসুল হকের স্বাক্ষর করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়, শিশুদের বিশেষভাবে তৈরি ফাইজার টিকা দেওয়া হবে। সারা দেশের সোয়া দুই কোটি শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
জানা গেছে, ইতোমধ্যেই সুরক্ষা ওয়েব পোর্টালের মাধ্যমে এসব শিশুদের রেজিস্ট্রেশন শুরু হয়েছে। রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ১৭ ডিজিটের ডিজিটাল জন্ম নিবন্ধন নম্বর ব্যবহার করতে হবে। নিবন্ধনের পর করোনা টিকা কার্ড প্রদর্শন করে নিকটস্থ স্কুল ভ্যাক্সিনেশন সেন্টার ও পরবর্তী সময়ে কমিউনিটি পর্যায়ে (স্কুলবহির্ভূত শিশু) নিকটস্থ কেন্দ্র থেকে টিকা নিতে পারবে। কোনো কারণে শিশুর সুরক্ষা নিবন্ধন সম্ভব না হলেও লাইন লিস্টিংয়ের মাধ্যমে টিকা দেওয়া হবে।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দুর্গা পূজা, দেবী বরণে প্রস্তুত শারদ প্রাঙ্গণ | Durgapuja | Moulvibazar
বিশ্ব হার্ট দিবসে মৌলভীবাজারে ফ্রি হার্ট ক্যাম্প || Eye News || National Heart Day || Moulvibazar
মৌলভীবাজারে মঙ্গলঘট নিয়ে নারীদের শোভাযাত্রা
মৌলভীবাজারে ১৬৩ মেধাবী শিক্ষার্থী পেলো অপটিমিস্টের সাড়ে ১৭ লক্ষ টাকার আর্থিক সহায়তা || Eye News
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’