Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৭ ১৪৩২

হোসাইন আহমেদ, মৌলভীবাজার

প্রকাশিত: ১২:০৮, ২৬ অক্টোবর ২০২২

মনু নদী ভাঙ্গন রক্ষা প্রকল্প: ফের অনিয়ম তদন্তে পানি উন্নয়ন বোর্ড

মনু ব্যারেজ

মনু ব্যারেজ

“মনু নদের ভাঙন থেকে কুলাউড়া, রাজনগর ও মৌলভীবাজার সদর রক্ষা” প্রকল্পের অনিয়মের একাধিক প্রতিবেদন আসে দৈনিক যুগান্তরে। মেগা প্রকল্পের অনিয়ম তদন্তে এবার মাঠে এসেছে পানি উন্নয়ন বোর্ড।

গত ২০ অক্টোবর পানি উন্নয়ন বোডের্র একটি তদন্ত কমিটি মনু ভাঙ্গন প্রকল্পটি তদন্ত করতে আসেন। ইতিমধ্যে দুনীর্তি দমন কমিশন (দুদক) হবিগঞ্জ সমন্বিত কার্যালয় ও সরকারের অন্য আরেকটি সংস্থা ওই প্রকল্পের কাজ তদন্ত করেছে। কিন্তু এখন পর্যন্ত গুণগত মানের কাজ হচ্ছে না। হাজার কোটি টাকা কাজ তছরুফে ব্যস্থ নির্বাহী প্রকৌশলী।

এদিকে হাজার কোটি টাকার ওই প্রকল্পের কাজ বাস্তবায়নের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে করেছেন স্থানীয়রা। স্থানীয়রা আরও বলছেন, একের পর এক তদন্ত আসলেও কাজের কোনো পরিবর্তন হচ্ছে না। জেলার সচেতন মহল মনে করছেন, তদন্তের নামে অনেকটা বাণিজ্য হচ্ছে।

এবিষয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) মৌলভীবাজার পওর সার্কেলের তত্বাবধায়ক কে এম জহুরুল হক বলেন, ঢাকা থেকে বোর্ডের নির্দেশনায় একটি টিম এসে প্রকল্পের কাজ তদন্ত করে গেছেন। প্রতিবেদন জমা দেয়ার পূর্ব পর্যন্ত কিছু বলা যাচ্ছে না। তদন্তে একজন তত্ত্বাবধায়ক ছিলেন।

অতিরিক্ত মহাপরিচালক (পূর্ব রিজিয়ন) মো. মাহবুর রহমান এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির কথা স্বীকার করে বলেন, তদন্ত কাজ চলমান রয়েছে। অনিয়ম পেলে ব্যবস্থা নেয়া হবে।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন 

দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি

দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS

হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS

আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়