নিজস্ব প্রতিবেদক
আপডেট: ১৮:৪৮, ২৯ অক্টোবর ২০২২
শ্রীমঙ্গলে কুকুরের কামড় খেয়ে টিকা নিলেন ৩৫ জন
![কুকুরের কামড়ে এ পর্যন্ত অন্তত ৩৫ জন আহত হয়ে টিকা নিয়েছেন কুকুরের কামড়ে এ পর্যন্ত অন্তত ৩৫ জন আহত হয়ে টিকা নিয়েছেন](https://www.eyenews.news/media/imgAll/2021April/শ্রীমঙ্গলে-পাগলা-কুকুরের-কামড়ে-আহত-৩৫-eyenews-2210291748.jpg)
কুকুরের কামড়ে এ পর্যন্ত অন্তত ৩৫ জন আহত হয়ে টিকা নিয়েছেন
মৌলভীবাজারের চায়ের নগরীখ্যাত শ্রীমঙ্গলে একটি কুকুরের কামড়ে এ পর্যন্ত অন্তত ৩৫ জনের আহত হবার খবর পাওয়া গেছে। শনিবার (২৯ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল স্বাস্থ্যকেন্দ্রে আহত সবাইকে জলাতঙ্ক রোগের টিকা দেওয়া হয়েছে।
শনিবার (২৯ অক্টোবর) মৌলভীবাজার সিভিল সার্জন অফিস থেকে টিকাকর্মী পাঠিয়ে তাদেরকে টিকা প্রদান করা হয়।
জানা গেছে, শহর জুড়ে একটি কুকুরই সবাইকে কামড় দিয়েছে। তাই শহরবাসীকে সতর্ক করতে শহরে 'কুকুর হইতে সাবধান' মাইকিং করা হচ্ছে। যদিও উত্তেজিত জনতা আক্রমণকারী কুকুরটিকে ধাওয়া করে পিটিয়ে মেরে ফেলেছেন।
গতকাল শুক্রবার (২৮ অক্টোবর) দুপুর থেকে রাত পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ জন কুকুরের কামড়ে আহত হয়েছেন বলে জানিয়েছে উপজেলা প্রাণিসম্পদ অফিস। রাত সাড়ে ৯টা পর্যন্ত কুকুরের কামড় খেয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩৫ জন কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন।
কুকুরের কামড়ে আহত ব্যক্তিরা হলেন- খাইছড়া চা বাগানের লক্ষী তাতী (৮) ভাড়াউড়া চা বাগানের রাত্রী উন্নেসা (২৮), উত্তরসুর এলাকার রিহাব মিয়া (১৪), মিশন রোড এলাকার বিজয় দেবনাথ (১০), মুসলিম বাগ এলাকার আল আমিন (১২), সাগরদিঘি রোডের তৃষনা ঋষি (৭), মাস্টার পাড়ার আদিত্য দেব (৭), মিশন রোড এলাকার রিহান (৬), রাজু (২৫), আব্দুর রহমান (২৫), লালবাগ এলাকার আব্দুল আল শরীফ (৬), পশ্চিম ভাড়াউড়ার সিয়াম (১২), সবুজ বাগের শ্রাবন (৬), গোলগাও এলাকার মোফাজ্জল (১৩), লাহার পুর এলাকার খোকন দেব নাথ (৫০), রাধানগরের স্বপনা বেগম (৪০), পশ্চিম ভাড়াউড়ার ইদ্রিস মিয়া (২৫), রুপসপুরের শুভাস সুত্রধর (৫০), গদারবাজারের নশাই মিয়া (৪৫), কালিঘাট রোডের রুবেল দাশ (২৭), কামরুল হোসেন (৫৫), আ. মনি (১৫), ক্যাথলিক মিশন সড়কের হামিদা বেগম (৩০), গুহ রোডের বিজয় ঘোষ (৩০), আবু বক্কর সিদ্দিকি (১৩), হবিগঞ্জ সড়কের সুমন (৩২), উপজেলা সড়কের শাহদত আহম্মদ (৩৪), শাহীবাগ এলাকার রবিউল (১৫), সাইফুল ইসলাম (১৫), বনগাঁয় গ্রামের তাজুল ইসলাম (৩৫), ইছবপুর একাকার সৈকত দেব (২০, জালালাবাদ গ্যাস ফিল্ডের শান্তনু রায় (৪০) ও কালাপুর এলাকার জুনেদ আহম্মদ (২৩)।
ইতিমধ্যে চিকিৎসা নেয়া ব্যক্তিরা জানান, রাস্তা দিয়ে হেটে যাওয়ার সময়ই হঠাৎ করেই একটি কুকুর মানুষকে কামড় দিচ্ছে। লালা ঝরছিল ওই কুকুরের মুখ দিয়ে।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. রেদোয়ান আহসান উল্লাহ বলেন, কুকুরের কামড়ে একদিনে অনেক রোগী এসেছে। আমরা তাদের প্রাথমিক চিকিৎসা দিয়েছি।
মৌলভীবাজারের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মোর্শেদ আইনিউজকে বলেন- শ্রীমঙ্গলে টিকাকর্মী পাঠিয়ে আহতদের বিনামূল্যে টিকা দেয়া হয়েছে।
কুকুরটিকে আটকের চেষ্টা চলছে জানিয়ে উপজেলা স্বাস্ব্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, সম্ভবত কুকুরটি পাগল হয়ে গিয়েছিল।
- কানাইঘাটে জমি নিয়ে বিরোধের জেরে যুবককে কু পি য়ে জখম
- দাবি না মানলে ছাতকে অনির্দিষ্টকালের নৌ-পথ অবরোধের ঘোষণা
কুকুরের কামড়ের ভ্যাকসিনের দাম কত?
টিকা বিনা মূল্যে দিলেও আরেকটি ইনজেকশন অনেক টাকা দিয়ে কিনতে হচ্ছে। প্রায় ৯০০ টাকা এই ইনজেকশনের দাম। এটি বিনা মূল্যে দিলে ভালো হতো। কুকুরের কামড়ের রোগীকে চার দফায় হাসপাতালে টিকা নিতে যেতে হয়।
কুকুরের লালায় কী ভাইরাস থাকে?
চিকিৎসাবিজ্ঞান বলছে- র্যাবিস ভাইরাসের জীবাণু দ্বারা মানুষ আক্রান্ত হলে যে রোগ লক্ষণ প্রকাশ পায় তাকে বলা হয় জলাতঙ্ক রোগ। এটি একটি মারাত্মক রোগ। যা একবার হলে রোগীকে বাঁচানো বেশ কঠিন হয়ে পড়ে। বা বাঁচানো সম্ভব হয় না। কুকুরে কামড়ালে এ ভাইরাসের জীবাণু থেকে জলাতঙ্ক রোগ হয়।
তবে বর্তমানে এর উন্নত চিকিৎসার সুযোগ রয়েছে। কুকুরে কামড়ানোর সাথে সাথে ডাক্তারের পরামর্শ মতে ভ্যাকসিন নেয়া শুরু করলে ভয়ের কিছু নেই। কুকুর, শেয়াল, বিড়াল, বানর, গরু, ছাগল, ইঁদুর, বেজি (নেউল), র্যাবিস জীবাণু দ্বারা আক্রান্ত হলে এবং মানুষকে কামড়ালে এ রোগ হয়। এসব জীব জানোয়ারের মুখের লালায় র্যাবিস ভাইরাস জীবাণু থাকে। এ লালা পুরানো ক্ষতের বা দাঁত বসিয়ে দেয়া ক্ষতের বা সামান্য আঁচড়ের মাধ্যমে রক্তের সংস্পর্শে আসলে রক্তের মাধ্যমে শরীরে ছড়িয়ে পড়ে এবং জলাতঙ্ক রোগ সৃষ্টি হয়।
মনে রাখবেন কুকুরে কামড়ালেই জলাতঙ্ক রোগ হয় না। যদি কুকুরটির বা কামড়ানো জীবটির লালায় র্যাবিস জীবাণু না থাকে। আমাদের দেশে শতকরা ৯৫ ভাগ জলাতঙ্ক রোগ হয় কুকুরের কামড়ে।
কীভাবে বুঝবেন কুকুরটি জীবাণুতে আক্রান্ত
দংশিত কুকুরটিকে হত্যা না করে ১০ দিন বেঁধে চোখে চোখে রাখতে হবে। যদি কুকুরটি ১০ দিনের মধ্যে পাগল না হয় বা মারা না যায় তবে বুঝতে হবে কুকুরটি জলাতঙ্ক রোগের র্যাবিস জীবাণু দ্বারা আক্রান্ত নয়। এতে কামড়ানো মানুষটিকে চিকিৎসার প্রয়োজন নেই।
আর যদি কুকুরটি অসুস্থ হয়ে যায় বা পাগল হয়ে যায় অথবা মারা যায় অথবা নিখোঁজ হয়ে যায় তাহলে কামড়ানো মানুষটির চিকিৎসা করানো অবশ্যই দরকার।
এই লক্ষণ প্রকাশ পেলে বুঝতে হবে কুকুরটি জলাতঙ্ক জীবাণুতে আক্রান্ত
- কুকুরটি পাগল হয়ে গেলে
- মুখ থেকে অত্যধিক লালা নিঃসৃত হলে
- উদ্দেশ্যহীনভাবে ছোটাছোটি করলে বা পাগলামী করলে
- ঘন ঘন ঘেউ ঘেউ করলে
- সামনে যা কিছু পায় তাতেই কামড়ানোর প্রবণতা দেখালে।
- কোনো কোনো কুকুরের ক্ষেত্রে চুপচাপ থাকে। বাহিরের আলো সহ্য করতে পারে না। তাই ঘরের কোনে অন্ধকারে ঘুমিয়ে থাকে। তবে সাধারণভাবে আক্রান্ত কুকুরটি ১০ দিনের মধ্যে মারা যায়।
- খাবার জল গ্রহণ করে না।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’