রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ১৭:৪৮, ৫ নভেম্বর ২০২২
সাংবাদিক হোসাইনের উপর হামলার প্রতিবাদে রাজনগরে মানববন্ধন
![যুগান্তর স্বজন সমাবেশ’র আয়োজনে রাজনগরে মানববন্ধন যুগান্তর স্বজন সমাবেশ’র আয়োজনে রাজনগরে মানববন্ধন](https://www.eyenews.news/media/imgAll/2021April/মৌলভীবাজারে-সাংবাদিকের-উপর-হামলা-eyenews-2211051732.jpg)
যুগান্তর স্বজন সমাবেশ’র আয়োজনে রাজনগরে মানববন্ধন
দৈনিক যুগান্তরের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য হোসাইন আহমদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে রাজনগরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে।
শনিবার (৫ নভেম্বর) সকালে ‘যুগান্তর স্বজন সমাবেশ’র আয়োজনে উপজেলা পরিষদ ফটকে সামনের সড়কে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
যুগান্তর স্বজন সমাবেশের রাজনগর উপজেলা সভাপতি ও শিক্ষক রেজওয়ানুল হক পিপুলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফুয়াদ আহমদ মুরাদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন, রাজনগর প্রেসক্লাবের সভাপতি আউয়াল কালাম বেগ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সদস্য সচিব ও সাংবাদিক শংকর দুলাল দেব, রাজনগর আইডিয়েল হাই স্কুলের সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম মামুন, রাজনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন, তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক আহমদউর রহমান ইমরান, যুগান্তর স্বজন সমাবেশের সদস্য ফয়ছল আহমদ প্রমুখ।
এসময় বক্তারা বলেন, গত ২৯ অক্টোবর রাতে একদল সন্ত্রাসী সাংবাদিক হোসাইন আহমদ সরকারের উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্পে সংশ্লিষ্টদের দুর্নীতি ও সেচ্চাচারিতার সংবাদ জনগণের কাছে তুলে ধরেছেন। বিভিন্ন সময় তাকে থামিয়ে দেয়ার চেষ্টা করা হয়েছে। রাষ্ট্র ও সরকারের ভাবমূর্তি রক্ষার স্বার্থে সাংবাদিকরা অনিয়ম রোধে কাজ করেন। অথচ সরকারের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে সন্ত্রাসীরা নিজেদের স্বার্থে আঘাত লাগলেই সাংবাদিকদের উপর হামলা-নির্যাতন চালায়। অবিলম্বে এসব দূবৃত্তায়ন বন্ধ না হলে দেশের উন্নয়ন ভাধাগ্রস্ত হতে বাধ্য। হামলার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবী জানান বক্তারা।
হামলার প্রতিবাদে মৌলভীবাজার প্রেসক্লাবের বিবৃতি
হোসাইন আহমদের ওপর হামলার ঘটনায় বিবৃতি দিয়েছে মৌলভীবাজার প্রেসক্লাব। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘটনায় নিন্দা ও দুঃখ প্রকাশ করা হয়।
বিবৃতিতে বলা হয়- ‘মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য ও দৈনিক যুগান্তর পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি হোসাইন আহমদ গত ২৯ অক্টোবর রাতে দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। মৌলভীবাজার শহরের গুরুত্বপূর্ণ এম সাইফুর রহমান সড়কের প্রধান ডাকঘরের কাছে এ বর্বর হামলার ঘটনা ঘটেছে। আহত হোসাইন আহমদ ধারণা করছেন সংবাদ সংক্রান্ত ঘটনার প্রেক্ষিতে হামলার শিকার হয়েছেন। এ ধরণের ঘটনা খুবই দুঃখজনক ও নিন্দনীয়। একজন সংবাদ কর্মীর ওপর এমন বর্বরোচিত হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য অন্তরায় বলে আমরা মনে করি। মৌলভীবাজার প্রেসক্লাবের কার্যকরী পরিষদসহ সাংবাদিকবৃন্দ এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে এই ঘটনায় জড়িত প্রকৃত অপরাধীদের চিহ্নিতপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’
স্বজন সমাবেশ মৌলভীবাজার জেলা শাখার মানববন্ধন
দৈনিক যুগান্তরের মৌলভীবাজার জেলা প্রতিনিধি এবং মৌলভীবাজার প্রেসক্লাবের স্থায়ী সদস্য সাংবাদিক হোসাইন আহমদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে যুগান্তর স্বজন সমাবেশ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে।
স্বজন সমাবেশ মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে ১ নভেম্বর সকাল ১১টায় মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এতে দোষীদের চিহ্নিত করে শাস্তি দাবি করেন বক্তারা।
অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিক হোসাইনের ওপর হামলা
দৈনিক যুগান্তরের মৌলভীবাজার জেলা প্রতিনিধি ও মৌলভীবাজার প্রেসক্লাবের স্থায়ী সদস্য সাংবাদিক হোসাইন আহমদের ওপর সন্ত্রাসী হামলায় থানায় অভযোগ দায়ের হয়েছে। গত রবিবার (৩০ অক্টোবর) বিকেলে মৌলভীবাজার মডেল থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার রাতে হোসাইন আহমদ তার ব্যবসায়ীক প্রতিষ্ঠান থেকে শহরের পশ্চিমবাজার যাওয়ার উদ্দেশ্যে মোটর সাইকেল যোগে রওয়ানা হয়ে রাত আনুমানিক ৯টার সময় সেন্ট্রাল রোডে (এম সাইফুর রহমান সড়ক) মৌলভীবাজার প্রধান ডাকঘরের সামনে পৌঁছালে তিনটি মোটর সাইকেল ও একটি সাদা রঙের কার তার গতিরোধ করে। সাইকেল থেকে অজ্ঞাতনামা ৫-৬ জন ব্যক্তি লাথি দিয়ে চলন্ত মোটর সাইকেল থেকে ফেলে অতর্কিতভাবে মারধর শুরু করে। প্রাইভেটকারে থাকা অজ্ঞাতনামা ৩/৪ জন ব্যক্তি গাড়ি থেকে নেমে দেশিয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায়। হামলায় তার উভয় পায়ের উরু গুরুতর জখম হয়। পরে তিনি প্রাণরক্ষার্থে দৌঁড়ে পার্শ্ববর্তী একটি দোকানে আশ্রয় নেন। এসময় আশেপাশের লোকজন জড়ো হলে হামলাকারীরা পালিয়ে যায়।
অভিযোগ সূত্রে আরও জানা যায়, সম্প্রতি তিনি মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের অনিয়ম ও দূর্নীতি নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় একাধিক অনুসন্ধানী প্রতিবেদন করেন। এই প্রতিবেদনের প্রেক্ষিতে সংক্ষুব্ধ কোনো একটি পক্ষ তার উপর হামলা করতে পারে বলে তিনি ধারণা করছেন।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ ইয়াসিনুল হক বলেন, এব্যাপারে থানায় সাংবাদিক হোসাইন আহমদ একটি লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- ২০ হাজার গানের জনক গাজী মাজহারুল আনোয়ার ও তার কীর্তি
- প্রেম-ভালোবাসার ১০ উপকারিতা : শ্রেষ্ঠ কিছু প্রেমের গল্প
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’