মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২৩:১৮, ৭ নভেম্বর ২০২২
মৌলভীবাজারে পুলিশের ধাওয়ায় মোটরসাইকেল আরোহীর মৃ ত্যু র অভিযোগ
মৌলভীবাজারে ট্রাফিক পুলিশের ধাওয়ায় মোটরসাইকেল আরোহী এক তরুণের মৃ ত্যু র অভিযোগ উঠেছে। মৌলভীবাজার শহরতলীর জুগিডহর পৌর বাস টার্মিনাল এলাকায় সোমবার (৭ নভেম্বর) বিকেলে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে।
নিহত রফিকুল আমিন বোরহান (২০) মৌলভীবাজার সদর উপজেলার কুচারমহল এলাকার খসরু মিয়ার ছেলে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী শাহেদ আলী (৪২) গুরুতর আহত হয়েছেন।
স্বজনদের অভিযোগ- ট্রাফিক পুলিশের ধাওয়ায় বাসের নিচে চাপা পড়ে বোরহানের মৃ ত্যু হয়েছে।
এদিকে তরুণের মৃত্যুর ঘটনায় স্থানীয় মানুষ এবং এলাকাবাসীর মধ্যে ক্ষোভ-উত্তেজনা বিরাজ করছে। ঘটনার পরপরই অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে পৌর বাস টার্মিনাল এলাকার সড়ক অবরোধ করে এলাকাবাসী। পরে পুলিশ নি হ ত বোরহান ও স্থানীয় মানুষের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী, সিটিভি ফুটেজ এবং নি হ তে র স্বজনদের সূত্রে জানা যায়, বোরহান ও শাহেদ আলী মোটরসাইকেলে জুগিডহর এলাকায় যাচ্ছিলেন। তখন জুগিডহর ট্রাফিক পুলিশ তাদেরকে থামার সংকেত দিলে তারা তা অমান্য করে চলে যান। এতে মোটরসাইকেলটি থামাতে ২ ট্রাফিক পুলিশ সদস্য তাদের ধাওয়া করের।
দ্রুত গতিতে বোরহান জুগিডহর এলাকা পার হতে গিয়ে শেরপুর থেকে আসা একটি বাসে চাপা পড়েন।
এতে ঘটনাস্থলেই বোরহানের মৃ ত্যু হয়। গুরুতর আহত হন অপর মোটরসাইকেল আরোহী শাহেদ আলী। প্রত্যক্ষদর্শীদের অভিযোগ- ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যান ট্রাফিক পুলিশের দুই সদস্য।
মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার আই নিউজকে বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এজন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের স্বার্থে অভিযুক্ত পুলিশ সদস্যদের ক্লোজ করা হয়েছে। সাধারণত কোনো পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ তদন্ত করা হলে তাকে ক্লোজ করা হয়। অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।
আরো পড়ুন :কামাল হ ত্যা : ১৫ ঘণ্টায়ও মামলা হয়নি, রহস্য উদঘাটনে তৎপর পুলিশ
অভিযুক্ত পুলিশ সদস্যরা হলেন- কনস্টেবল অসিত কুমার ও তাওহীদ।
এদিকে সোমবার রাত সাড়ে ১০টায় কুচারমহলে নি হ ত বুরহানের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়েছে।
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’