নিজস্ব প্রতিবেদক
শেখ হাসিনার হাতে থাকলে,পথ হারাবে না বাংলাদেশ, রাসলীলায় খালিদ এমপি
![সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী খালিদ এমপি সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী খালিদ এমপি](https://www.eyenews.news/media/imgAll/2021April/কে-এম-খালিদ-মনিপুরী-রাসলীলা-eyenews-2211091159.jpg)
সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী খালিদ এমপি
বঙ্গবন্ধু হ ত্যা কা ণ্ডে জিয়াউর রহমান জড়িত ছিল অভিযোগ করে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী খালিদ এমপি বলেছেন, শেখ হাসিনাকে কয়েকবার হত্যার চেষ্টা করা হয়েছে। নেই চেষ্টায় জিয়াউর রহমানের পরিবারের সদস্য জড়িত ছিল। তবে রাখে আল্লাহ,মারে কে ? তিনি আজো বেঁচে আছেন। তিনি বেঁচে আছেন বলেই আপনাদের ললিতকলা একাডেমি প্রতিষ্টিত হয়েছে। না হলে ললিতকলা নির্মিত হতো না। আমরা বিশ্বাস করি শেখ হাসিনার হাতে যতদিন দেশ থাকলে,পথ হারাবে না বাংলাদেশ।
মঙ্গলবার (৮ নভেম্বর) বিকাল ৪টায় কমলগঞ্জে মনিপুরী মহারাস লীলার উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন সংস্কৃতি মন্ত্রণালয় প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। মনিপুরী ললিতকলা একাডেমি ভবনের হল রুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেনসংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মো. আবুল মনসুর। সঞ্চালনা করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খালিদ আরো বলেন, কমলগঞ্জে মতো এতো প্রত্যন্ত এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য এতো দৃষ্টি নন্দন ললিতকলা একাডেমি নির্মিত হয়েছে তা কল্পনার বাইরে ছিল। যেখানে কল্পনা হার মানে, সেখানেই শেখ হাসিনা বাস্তব হয়ে দেখা দেন। এই স্থাপত্যটি দেখে আমার মনটা ভরে গেছে।
এদিন রাসলীলার উদ্বোধনী অনুষ্ঠানে গেষ্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুস শহীদ এমপি। সম্মানিত অতিথি হিসেবে ছিলেন সাংসদ অসীম কুমার উকিল।
বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদের চেয়ারম্যান মিসবাহউর রহমান, জেলা পুলিশ সুপার জাকারিয়া ও কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন ও কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক রফিকুর রহমান প্রমূখ।
উল্লেখ্য, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুরে সংষ্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে প্রায় ১৮ কোটি ৪ লক্ষ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট নবনির্মিত মণিপুরী ললিতকলা একাডেমি প্রশিক্ষণ সেন্টার, প্রশাসনিক ভবন, গেস্ট হাউজ ও ডরমিটরি ভবনের নির্মিত হয়েছে।
আইনিউজ/এইচএ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’