কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ১৬:৪৭, ৯ নভেম্বর ২০২২
কমলগঞ্জে রাসোৎসবে উদ্বোধন শেষে এক শিল্পীর মৃত্যু
![মনিপুরি রাসলীলার নৃত্য। ছবি- প্রতিনিধি মনিপুরি রাসলীলার নৃত্য। ছবি- প্রতিনিধি](https://www.eyenews.news/media/imgAll/2021April/মনিপুরি-রাস-উতসবে-নৃত্যশিল্পীর-মৃত্যু-eyenews-2211091624.jpg)
মনিপুরি রাসলীলার নৃত্য। ছবি- প্রতিনিধি
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রাসোৎসবে দোহার নৃত্য শেষে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন রাসের নৃত্যশিল্পী ও অবসরপ্রাপ্ত উপ সহকারী কৃষি কর্মকর্তা পূর্ণ চন্দ্র সিনহা (৬০)।
মঙ্গলবার (০৮ নভেম্বর) রাত ১০ টায় উপজেলার মাধবপুর শিববাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।
পূর্ণ চন্দ্র সিনহা কমলগঞ্জ উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা ছিলেন। অতিসম্প্রতি তিনি স্বেচ্ছায় অবসরে চলে যান। তিনি ইসলামপুর ইউনিয়নের কালারায়বিলের বাসিন্দা। পূর্ণ চন্দ্র সিনহা মৃত্যুকালে স্ত্রী এক ছেলে-মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার অকাল মৃত্যুতে রাসোৎসব ও এলাকাজুড়ে গভীর শোকের ছায়া নেমেছে। আজ দুপুরে কালারায়বিল গ্রামে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শেষ শ্রদ্ধা নিবেদনের পর তার শেষকৃত্য সম্পন্ন হয়।
জানা যায়, সংস্কৃতি প্রতিমন্ত্রীর উপস্থিতিতে মণিপুরি ললিতকলা একাডেমির উদ্বোধনী অনুষ্ঠানে বাধ্যযন্ত্র বাজানোর পর অস্বস্তিবোধ করলে পূর্ণ চন্দ্র সিনহা শিববাজার জোড়ামন্ডপের পাশেই বোনের বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে মাটিতে লুটে পড়েন।
পরে স্থানীয়রা দ্রুত প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
তিনি মণিপুরি রাসোৎব উপলক্ষে টানা কয়েকদিন ধরে বাধ্যযন্ত্র বাজিয়ে প্রস্তুতি নিয়েছিলন।
ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ধীরেন্দ্র কুমার সিংহ জানান, পূর্ণ চন্দ্র সিংহ একজন সফল মানুষ ছিলেন। যিনি একাধারে ক্রীড়াবিদ, সংগঠক, কৃষিবিদ, ধর্মীয় পালাকীর্তনের সফল দোহার। তিনি মঙ্গলবার সন্ধ্যায় মণিপুরি ললিতকলা একাডেমির নতুন ভবনের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে করতাল নৃত্য করেছেন। তারপর বুকে ব্যথা শুরু হলে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
তিনি কৃষিবিদ সংগঠনের মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক এবং কমলগঞ্জ উপজেলা কমিটির সভাপতি ছাড়াও মণিপুরি নটপালা সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন।
কমলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক হৃদরোগে আক্রান্ত হয়ে নৃত্য শিল্পী মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, টানা বাধ্যযন্ত্র বাজানো ও বয়স বেশি হওয়ার কারণে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান পূর্ণ চন্দ্র সিনহা।
আইনিউজ/এইচএ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’