পুলক পুরকায়স্থ
প্রদীপ প্রজ্বালনে বর্ণিল রাখের উপবাস অনুষ্ঠিত
![রাখের উপবাসে প্রদীপ প্রজ্বলন। ছবি- লিংকন দাশ রায় রাখের উপবাসে প্রদীপ প্রজ্বলন। ছবি- লিংকন দাশ রায়](https://www.eyenews.news/media/imgAll/2021April/মৌলভীবাজারে-রাখের-উপবাস-পাল্লিত-eyenews1-2211131321.jpg)
রাখের উপবাসে প্রদীপ প্রজ্বলন। ছবি- লিংকন দাশ রায়
মন্দিরের আঙিনায় প্রত্যেক পুণ্যার্থীদের বসার জন্য নির্দিষ্ট স্থান করে দেওয়া হয়, যাতে আগতদের অগোছালোভাবে না বসে শৃঙ্খলার সঙ্গে বসতে পারেন। দুপুরের পর থেকে শুরু হয় প্রার্থনার প্রস্তুতি আর পুণ্যার্থীদের আগমন। সূর্য যত পশ্চিমে হেলে যেতে থাকে, ততই বাড়তে থাকে পুণ্যার্থীদের ভিড়।
এমন দৃশ্য দেখা যায় গতকাল শনিবার (১২ নভেম্বর) রাতে মৌলভীবাজারের সৈয়ারপুর লোকনাথ সেবাশ্রম প্রাঙ্গণে। যেখানে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে রাখের উপবাস অনুষ্ঠিত হয়।
সনাতনধর্মগুরু শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর হাজারো অনুসারী ও ভক্তরা তাঁর আরাধনায় নিমগ্ন থেকে এই রাখের উপবাস পালন করেন।
ফুল, ধান-দূর্বা, মাটির প্রদীপ, ঘি, ডাব, দুধ, ধূপদানি ও কলাগাছের খোল নিয়ে উন্মুক্ত ময়দানে সারিবদ্ধভাবে বসে যান সবাই। আপনজনের কল্যাণ কামনা করে প্রার্থনা করেন আগত লোকনাথ ভক্তরা। চলে মন্ত্রোচ্চারণ।
দেখা গেছে, সূর্যাস্তের সঙ্গে সঙ্গে বেজে ওঠে মন্দিরের ঘণ্টা। উলুধ্বনির মধ্য দিয়ে সবাই একযোগে জ্বালাতে শুরু করেন প্রদীপ। এসময় বাজনা, উলুধ্বনি, ধূপ পোড়ানো ধোঁয়া সব মিলিয়ে আশ্রম এলাকায় এক পৌরাণিক মহাজাগতিক অবস্থার বিরাজ করে।
রাখের উপবাসে আগত ভক্তবৃন্দ
পরে ভক্তরা যার যার জলন্ত প্রদীপ ও ধূপ পোড়ানো ধূপদানি মনুনদের জলে একে একে বিসর্জন করেন। প্রদীপ বিসর্জন শেষ হলে সারাদিনের উপবাস ভাঙা হয়। শেষ হয় রাখের উপবাসের সকল আনুষ্ঠানিকতা।
আয়োজক সুব্রত সরকার রাজ বলেন, '২০০২ সাল থেকে এই আশ্রমে শুরু হয় রাখের উপবাস। বিপদ-আপদ, রোগবালাই থেকে মুক্তি পেতে সনাতনধর্মগুরু শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর অনুসারী ও ভক্তরা এই ব্রত পালন করেন। কার্তিক মাসের ১৫ তারিখের পর বাকি সময়ের প্রতি শনি ও মঙ্গলবার এ ব্রত পালন করা হয়।'
কোথাও কোথাও এ উৎসবের নাম রাখের উপবাস, কার্তিক ব্রত, গোসাইর উপবাস কিংবা ঘৃত প্রদীপ প্রজ্বালনের উৎসবও বলে থাকেন বলে তিনি জানান।
ব্রত উদযাপনে আসা পুণ্যার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, এই ব্রতের আগের দিন সংযম করতে হয়। তারপর উপবাস থেকে ব্রত পালনের উদ্দেশ্যে সন্ধ্যার পূর্বেই ধূপ-প্রদীপ নিয়ে বসতে হয়। আরাধনায় বসে প্রদীপ জ্বালানোর পর কথা বলা বন্ধ করে দিতে হয়। সংযম, মনোব্রতের মাধ্যমে একাগ্রচিত্তে লোকনাথকে ডাকতে হয়। প্রদীপ জ্বলা যখন শেষ হয়, তখন মন্দির থেকে প্রসাদ গ্রহন করে পুণ্যার্থীরা উপবাস ভাঙেন।
লোকনাথ সেবাশ্রমের সাধারণ সম্পাদক চন্দন রায় বলেন, 'রাখের উপবাস উপলক্ষে হাজারো সনাতন ধর্মালম্বিদের সমাগম হয়েছে লোকনাথ সেবাশ্রম প্রাঙ্গণে। এবার ৪ শতাধিক পুণ্যার্থীরা ব্রত পালন করেন। অনুষ্ঠান সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে পালন করা হয়েছে।'
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- রেসকিউ সেন্টার থেকে ফের লাউয়াছড়ার বুকে গেলো লজ্জাবতি বানরগুলো
- লোকালয়ে রয়েল বেঙ্গল টাইগার, আতঙ্কে গ্রামবাসী
- ঘুমন্ত মানুষের ঘামের গন্ধে আসে এই সাপ, দংশনে নিশ্চিত মৃত্যু
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’