মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৯:০১, ১৬ নভেম্বর ২০২২
মৌলভীবাজারে হাফ ম্যারাথন ১৮ নভেম্বর
![ছবি- আইনিউজ ছবি- আইনিউজ](https://www.eyenews.news/media/imgAll/2021April/মৌলভীবাজারে-হাফ-ম্যারাথন-২০২২-eyenews-2211161900.jpg)
ছবি- আইনিউজ
পর্যটন জেলা মৌলভীবাজারে আবারও অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘বেঙ্গল কনভেনশন হল মৌলভীবাজার হাফ ম্যারাথন-২০২২’। চা-বাগানের প্রান্ত ছুঁয়ে ১৮ নভেম্বর অনুষ্ঠিত হবে দৌড়বিদদের বহু কাংখিত এই আয়োজন।
এরই মধ্যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করেছে আয়োজক সংগঠন ‘মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটি’ ও ‘মৌলভীবাজার রানার্স ক্লাব’। চলছে অন্যান্য প্রস্তুতিও। এবারের দৌড় প্রতিযোগিতায় দেশ-বিদেশের ৬০০ রানার অংশগ্রহণ করবেন।
আয়োজকরা জানান- এবারের ম্যারাথনে চায়ের দেশ মৌলভীবাজার এবং পর্যটন জেলা মৌলভীবাজারের প্রাকৃতিক অপার সৌন্দর্য তুলে ধরা হবে।
পাশাপাশি মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের সামনে তুলে ধরা হবে।
ম্যারাথন শুরুর স্থান ও সময়
মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির অ্যাডমিন ইমন আহমেদ আই নিউজকে জানান, জেলা শহরের শ্রীমঙ্গল সড়কে বেঙ্গল কনভেনশন হল থেকে শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ৬ টায় ম্যারাথন শুরু হবে। সেখান থেকে বেরিরপার পয়েন্ট হয়ে শাহমোস্তফা রোড, প্রেসক্লাব মোড়, কোর্ট রোড হয়ে সরকারি কলেজের পাশ দিয়ে সোনাপুর-ইকোপার্কের সামনে দিয়ে কালেঙ্গা হয়ে দেওরাছড়া-প্রেমনগর চা-বাগানে যাবে। সেখান থেকে ইউটার্ন নিয়ে শহীদ মুকিত সড়ক হয়ে মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে শেষ হবে।
২১ দশমিক ১ কিলোমিটারের হাফ মারাথনে দৌড়িবিদেরা প্রেমনগর চা-বাগানে গিয়ে ফিরে আসবেন। আর ১০ কিলোমিটার মিনি ম্যারাথনের দৌড়িবিদেরা কালেঙ্গা গিয়ে ফিরে আসবেন। উভয় দলই মৌলভীবাজার স্টেডিয়ামে এসে দৌড় শেষ করবেন।
দেশ-বিদেশের ৬০০ রানার দৌড়বেন
ইমন আহমেদ জানান, ১৮ নভেম্বরের ম্যারাথনে দেশ-বিদেশের ৬০ নারী-পুরুষ দৌড়বেন। এতে থাকবেন কূটনীতিক, চিকিৎসক, সাংবাদিক, প্রকৌশৈলী, পুলিশ, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তাসহ নানা পেশার ব্যক্তিরা। থাকবেন সত্তোরোর্ধ্ব ব্যবসায়ী সোয়ান গ্রুপের চেয়ারম্যান খবির উদ্দিন খান।
তিনি বলেন, গত ৪ অক্টোবর থেকে ‘বেঙ্গল কনভেনশন হল মৌলভীবাজার হাফ ম্যারাথন-২০২২’ এর রেজিস্ট্রেশেন প্রক্রিয়া শুরু হয়। নিবন্ধন ফি ছিল ১ হাজার ৫০ টাকা। এর মাত্র তিনদিনের মধ্যে ৭ অক্টোবর আমাদের নির্ধারিত লক্ষ্যমাত্রা ৬০০ রেজিস্ট্রেশন শেষ হয়ে যায়। এরপর অনেকেই রেজিস্ট্রেশনের জন্য অনুরোধ করেছেন। কিন্তু শৃংখলার জন্য সেটা সম্ভব হয়। এতেই বুঝা যায় ম্যারাথনে মানুষের কি পরিমাণ আগ্রহ।
আয়োজকরা জানান ম্যারাথনের সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এই হাফ ম্যারাথনকে সুশৃংখল, সুন্দর ও সফল করতে ১২০ জন স্বেচ্ছাসেবক কাজ করবেন। এক কিলোমিটার পরপর পানির বুথ, সড়কের বিভিন্ন মোড়ে দৌড়ের দিকনির্দেশনা, প্রাথমিক চিকিৎসার কাজে তাঁরা নিয়োজিত থাকবেন। থাকবে পর্যাপ্ত পানির ব্যবস্থা।
ম্যারাথনে থাকবে পর্যটন ও মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত টি শার্ট ও মেডেল
সাইক্লিং কমিউনিটির সঞ্জীব মীতৈ বলেন, ম্যারাথনে দেশ-বিদেশের পর্যটকদের কাছে চায়ের দেশ মৌলভীবাজারের সৌন্দর্য তুলে ধরা হবে। এই জেলার প্রকৃতি ও পর্যটনের পাশাপাশি মুক্তিযুদ্ধের ইতিহাস ও স্মৃতি বিজড়িত স্থান তুলে ধরা হবে।
ম্যারাথনে দৌড়বিদদের অত্যন্ত আকর্ষণীয় টি শার্ট ও মেডেল দেয়া হবে। এতে মৌলভীবাজার জেলার মানচিত্রের ভেতর বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিসৌধের ছবি সংবলিত টি শার্ট ও মেডেল তৈরি করা হয়েছে। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সাত বীরশ্রেষ্ঠের একজন। মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ধলই সীমান্তে তিনি সম্মুখযুদ্ধে বীরত্বের সাথে লড়াই করে শহীদ হন। সেখানে হামিদুর রহমানের স্মৃতিসৌধ রয়েছে।
সঞ্জীব মীতৈ জানান, ম্যারাথন উপলক্ষে তৈরি করা হয়েছে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানকে নিয়ে ভিডিও ডকুমেন্টারি।
স্থবিরতাকে ভেঙে নতুন উদ্যমে এগিয়ে যেতে এই উদ্যোগ
মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির অ্যাডমিন ইমন আহমেদ বলেন, এটা আমাদের তৃতীয় ম্যারাথন প্রতিযোগিতা আয়োজন। করোনার সময় সব স্থবির হয়ে পড়ে। অনেকের মধ্যে মানসিক বিষণ্নতা-হতাশা দেখা দেয়।
সকল অবসাদ আর স্থবিরতা কাটিয়ে নতুন উদ্যমে সামনে এগিয়ে চলার প্রত্যয়ে এবারের আয়োজন।
সাইক্লিং কমিউনিটির সঞ্জীব মীতৈ বলেন, সুস্থ জীবনের জন্য নিয়মিত শরীর চর্চার বিকল্প নেই। নিয়মিত দৌড়ালে শরীর সুস্থ এবং মন উৎফুল্ল থাকে। কাজের গতি বাড়ে। উৎপাদনশীলতাও বাড়ে। আমরা ম্যারাথনের মাধ্যমে এই বার্তা ছড়িয়ে দিতে চাই।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- রেসকিউ সেন্টার থেকে ফের লাউয়াছড়ার বুকে গেলো লজ্জাবতি বানরগুলো
- লোকালয়ে রয়েল বেঙ্গল টাইগার, আতঙ্কে গ্রামবাসী
- ঘুমন্ত মানুষের ঘামের গন্ধে আসে এই সাপ, দংশনে নিশ্চিত মৃত্যু
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’