শ্রীমঙ্গল প্রতিনিধি
কমলগঞ্জে
সেং কুটস্নেম, খাসিয়াদের বর্ষ বিদায়ের এক বর্ণিল উৎসব
![ছবি- প্রণীত রঞ্জন ছবি- প্রণীত রঞ্জন](https://www.eyenews.news/media/imgAll/2021April/খাসিয়াদের-সেং-কুটস্নেম-উতসব-eyenews-2211241156.jpg)
ছবি- প্রণীত রঞ্জন
থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের শেষ দিন ধরে বিশ্বব্যাপী উদযাপন করা হলেও খাসিয়া সম্প্রদায়ের বর্ষ বিদায়ের রয়েছে নিজস্ব উৎসব। গতকাল বুধবার (২৩ নভেম্বর) নিজস্ব সংস্কৃতিতে বর্ষ বিদায়ের সেই উৎসব পালন করেছেন মৌলভীবাজারের কমলগঞ্জে বসবাসরত খাসিয়া সম্প্রদায়ের মানুষ। সেং কুটস্নেম নামের বর্ণাঢ্য উৎসবের মধ্য বছরকে বিদায় দিয়েছেন তারা।
বুধবার (২৩ নভেম্বর) সিলেট আদিবাসী ফোরামের ২৫ বছর পূর্তি উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জের মাগুরছড়া খাসিয়া পুঞ্জির মাঠে অনুষ্ঠিত হয় সধারণ সভা। সেই সভার সঙ্গে অনুষ্ঠিত হয় আদিবাসী খাসিয়া সম্প্রদায়ের ঐতিহ্যবাহী বর্ষবিদায় উৎসব “খাসি সেং কুটস্নেম”।
পাহাড়-টিলার বুকে পান গাছের পরতে পরতে যে জনগোষ্ঠীর জীবনগাঁথা ছড়িয়ে আছে- তারা হলো ‘খাসি’ সম্প্রদায়। এই সম্প্রদায়ের লোকজনের সখ্যতা সবুজ অরণ্য, টিলা আর পানপুঞ্জির সাথে। শহুরে নাগরিক জীবন থেকে দূরে অবস্থান করায় তাদের জীবনের অনেকাংশই মিশে থাকে পাহাড় আর টিলার মাঝেই। সেং কুটস্নেম উৎসবের মাধ্যমে তাই জীবনের দুঃখের সময়টুকুকেও হাসিমুখে বিদায় দেন খাসিয়ারা। আশায় বুক বাধেন নতুন সুন্দর দিনের জন্য।
দিনব্যাপী নিজেদের ঐতিহ্য, কৃষ্টি আর সংস্কৃতি প্রদর্শনের মধ্য দিয়ে হাসি-আনন্দে পুরনো দিনগুলিকে বিদায় দিয়ে নতুনকে আহ্বান করে নিলো আদিবাসী এই জনগোষ্ঠী।
কমলগঞ্জের মাগুরছড়া খেলার মাঠে বৃহত্তর সিলেটের খাসিয়া পুঞ্জির মান্রীদের সংগঠন খাসি সোশ্যাল কাউন্সিল সঙ্গে মতবিনিময়, আদিবাসী ফোরামের সাধারণ সভা এবং নানা খেলাধুলা ও খাসিয়াদের ঐতিহ্যবাহী নিজস্ব সংস্কৃতির নৃত্যের মাধ্যমে এ উৎসব হয়। দুপুর ১২টায় উৎসব শুরু হলেও মূল পর্বের অনুষ্ঠান হয় বেলা ২টায়।
ফুটবল মাঠের এক প্রান্তে বাঁশের খুঁটির ওপর সুপারি গাছের পাতার ছাউনি দিয়ে আলোচনা সভার মঞ্চ তৈরি করা হয়। সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর সিলেট আদিবাসী ফোরামের সহ-সভাপতি আনন্দ মোহন সিনহা।
প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দীন প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য দেন মাগুরছড়া খাসিয়াপুঞ্জির প্রধান জিডিসন প্রধান সুছিয়াং।
এসময় আরো উপস্থিত ছিলেন মাধবপুর ইউপি চেয়ারম্যার আসিদ আলী। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কবি সনাতন হামোম,সমরজিৎ সিংহ,সুনিল মৃধা,নিরঞ্জন দেব,পরিমল বাড়াইক,ভিম্পল সিনহা, মো. জাকারিয়া আহমদ প্রমূখ।
খাসিয়ারা তাঁদের নিজস্ব বর্ষপঞ্জির হিসাবে বছরের শেষ দিন ২৩ নভেম্বর ‘খাসি সেং কুটস্নেম’ উৎসব উদ্যাপন করেন। এবছর ১৫৮তম বর্ষকে বিদায় জানালো আদিবাসী খাসি সম্প্রদায়। উৎসব উপলক্ষে বর্ণিল সাজে খাসিয়া সম্প্রদায়ের ছেলে-মেয়েরা সেজে থাকে।
এ উৎসবের মাধ্যমে তাঁদের বিলুপ্তপ্রায় সংস্কৃতি ও খেলাধুলা তুলে ধরা হয়। খাসিয়াদের বর্ষবিদায় উৎসবের মূল আকর্ষণ ঐতিহ্যবাহী খাসি পোশাক পরে মেয়েদের নাচগান, তেলযুক্ত একটি বাঁশে উঠে ওপরে রাখা মুঠোফোন গ্রহণ, দুটি পুকুরে বড়শি দিয়ে মাছ শিকার, তির–ধনুক খেলা, গুলতি চালানো, নিজস্ব ভাষায় গান গেয়ে অতিথিদের আনন্দ দেওয়া হয়। বড় আকারে মেলাসহ নানা আয়োজনও এসময় করা হয়।
বৃহত্তর সিলেটে ৮০টির মতো খাসিয়াপুঞ্জি রয়েছে। প্রতিটি খাসিয়াপুঞ্জির খাসিয়ারা কমলগঞ্জ উপজেলার মাগুরছড়া খাসিয়াপুঞ্জির খাসি সেং কুটস্নেম, অর্থাৎ বর্ষবরণ ও বিদায় অনুষ্ঠানে অংশ নেন।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- রেসকিউ সেন্টার থেকে ফের লাউয়াছড়ার বুকে গেলো লজ্জাবতি বানরগুলো
- লোকালয়ে রয়েল বেঙ্গল টাইগার, আতঙ্কে গ্রামবাসী
- ঘুমন্ত মানুষের ঘামের গন্ধে আসে এই সাপ, দংশনে নিশ্চিত মৃত্যু
বিশ্বের মজার মজার গল্প আর তথ্য সম্বলিত আইনিউজের ফিচার পড়তে এখানে ক্লিক করুন
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’