সাজু মারছিয়াং
আপডেট: ২০:৩৬, ২৫ নভেম্বর ২০২২
কুলাউড়ার খাসি পুঞ্জিতে নাগরিক প্রতিনিধিদের সরেজমিন পর্যেবক্ষণ
কুলাউড়ার খাসি পুঞ্জিতে নাগরিক প্রতিনিধিদের সরেজমিন পর্যেবক্ষণ
মৌলভীবাজারের ডলুছড়া খাসি পুঞ্জিতে বনবিভাগ কর্তৃক আদিবাসী খাসি জনগোষ্ঠীর বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ও মিথ্যা মামলা দেওয়াসহ অন্যান্য হয়রানিমূলক আচরণ প্রসঙ্গে বিস্তারিত জানতে কাপেং ফাউন্ডেশন আয়োজিত একটি নাগরিক প্রতিনিধি দল সরেজমিন পর্যেবক্ষণ করেন।
দীর্ঘদিন যাবত মৌলভীবাজার জেলার আদিবাসী খাসি জনগোষ্ঠীর বসবাসের এলাকায় পানজুম গাছ কাটা, জমি দখল করা এবং আদিবাসী জনগোষ্ঠীর মানুষজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করাসহ নানা ধরনের হয়রানির ঘটনা ঘটছে। এ বিষয়ে কাপেং ফাউন্ডেশনের উদ্যোগে উদ্বিগ্ন নাগরিক সমাজের একটি প্রতিনিধিদল গত বুধবার (২৩ নভেম্বর) ও বৃহস্পতিবার (২৪ নভেম্বর) মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের ডলুছড়া ও মুরইছড়া পানপুঞ্জি এবং শ্রীমঙ্গলের ত্রিপুরাপল্লী পরিদর্শন করেন। সেখানে তাঁরা এই তিন এলাকার বসবাসরত আদিবাসী জনগোষ্ঠীর মানুষদের সঙ্গে কথা বলেন। তাঁদের সমস্যা ও নানাভাবে হয়রানীর বিস্তারিত শোনেন।
- আরো পড়ুন : পানজুম ধ্বংস হলে খাসি জনগোষ্ঠী যাবে কোথায়?
এ সময় ঢাকা থেকে আসা ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফারহা তানজীম তিতিল, কবি ও মানবাধিকারকর্মী শাহেদ কায়েস, বাংলাদেশ আদিবাসী ফোরামের ভূমি ও আইনবিষয়ক সম্পাদক উজ্জ্বল আজিম, কাপেং ফাউন্ডেশন-এর প্রকল্প সমন্বয়কারী হেলেনা তালাং, বাংলাদেশ আদিবাসী নারী নেটওয়ার্ক-এর সমন্বয়কারী ফাল্গুনী ত্রিপুরা, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ-এর সভাপতি অলিক মৃ, প্রতিদিনের বাংলাদেশ-এর সাংবাদিক বহ্নি ফারহানা, বিডিনিউজ২৪.কম-এর সাংবাদিক মেহেরুন নাহার মেঘলা, বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট মো. আবুল হাসান, বৃহত্তর সিলেট ত্রিপুরা উন্নয়ন পরিষদ সভাপতি জনক দেববর্মা, বাপার কেন্দ্রীয় সহ-সম্পাদক ও কুবরাজ আন্ত:পুঞ্জি উন্নয়ন সংগঠন এর সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলী তালাং, দৈনিক ভোরের কাগজ কুলাউড়া প্রতিনিধি আব্দুল কুদ্দুস, খাসি স্টুডেন্টস্ ইউনিয়নের সভাপতি জনি লাংবাং, বেলকুমা, কুকিজুরি, লুতিজুরি ও অন্যান্য পুঞ্জির প্রতিনিধি, এছাড়া স্থানীয় যুব ও ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) নাগরিক প্রতিনিধিদলের নেতৃবৃন্দরা সকালে জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সঙ্গে সাক্ষাত করে তাঁকে বিস্তারিত অবহিত করেন। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান। দুপুরে তাঁরা বৃহত্তর সিলেট আদিবাসী অধিকার সুরক্ষা নাগরিক কমিটির সভাপতি এডভোকেট ডাডলি ডেরিক প্রেন্টিস-এর সঙ্গে এই বিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন।
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
প্রকৃতির সন্তান খাসি - খাসিয়া জনগোষ্ঠী | Eye News
ঐতিহ্যবাহী পোষাকে ‘খাসি’ মেয়েদের নৃত্য | আদিবাসি খাসি জনগোষ্ঠী | Eye News
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’