মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২০:২৬, ১ ডিসেম্বর ২০২২
মৌলভীবাজার ইমজার সভাপতি তমাল, সম্পাদক আহমদ আফরোজ
![মৌলভীবাজার ইমজার সভাপতি নির্বাচিত ফেরদৌস আহমেদ, সম্পাদক আফমদ আফরোজ এবং কোষাধক্ষ রাহেল। মৌলভীবাজার ইমজার সভাপতি নির্বাচিত ফেরদৌস আহমেদ, সম্পাদক আফমদ আফরোজ এবং কোষাধক্ষ রাহেল।](https://www.eyenews.news/media/imgAll/2021April/মৌলভীবাজার-ইমজা-eyenews-2212012026.jpg)
মৌলভীবাজার ইমজার সভাপতি নির্বাচিত ফেরদৌস আহমেদ, সম্পাদক আফমদ আফরোজ এবং কোষাধক্ষ রাহেল।
মৌলভীবাজার ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের (ইমজা) সভাপতি নির্বাচিত হয়েছেন তমাল ফেরদৌস দুলাল (মাছরাঙা টেলেভিশন)। তিনি পেয়েছেন ১০ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সৈয়দ মহসিন পারভেজ পেয়েছেন ৯ ভোট।
অপর প্রার্থী সালেহ এলাহী কুটি সহকর্মীদের কাছে আগে থেকেই নিজের প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন। যদিও তিনি নির্বাচন কমিশনের কাছে নিজের প্রার্থীতা প্রত্যাহার করেননি।
আজ (৩০ নভেম্বর) মৌলভীবাজার ইমজার সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। দুপুরে প্রথম পর্বে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি আহমেদ ফারুক মিল্লাদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এবং সাধারণ সম্পাদকের বক্তব্য ও আয়ব্যয়ের হিসাবনিকাশ উপস্থাপান করেন বিদায়ী সাধারণ সম্পাদক বকশি মিছবাহুর রহমান।
দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় নির্বাচন। এতে একমাত্র সভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। অন্যান্য সকল পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন- সহ-সভাপতি (এক) পদে আহমেদ ফারুক মিল্লাদ (একাত্তর টিভি ) ও সহ-সভাপতি (দুই) পদে ইমন দেব চৌধুরী (বৈশাখী টিভি)। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আহমদ আফরোজ (যমুনা টিভি)।
সহ-সাধারণ সম্পাদক পদে জাফর খাঁন (বিজয় টিভি) ও সঞ্জয় কুমার দে (মাইটিভি)। কোষাধ্যক্ষ পদে মাহবুবুর রহমান রাহেল ( এশিয়ান টিভি)।
সদস্য পদে এম এ সালাম (চ্যানেল আই), পান্না দত্ত ( ডিবিসি টিভি), শাহ অলিদুর রহমান ( সময় টিভি) ও হাসানাত কামাল (বিটিভি )।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন রজত কান্তি গোস্বামী। নির্বাচন কমিশনার ছিলেন আকমল হোসেন নিপু ও নজরুল ইসলাম মুহিব কর্মকর্তারা নির্বাচিত হন।
প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন রজত কান্তি গোস্বামী। নির্বাচন কমিশনার ছিলেন আকমল হোসেন নিপু ও নজরুল ইসলাম মুহিব।
নবনির্বাচিত ইমজার সভাপতি তমাল ফেরদৌস দুলাল প্রায় ৩০ বছর যাবত সাংবাদিকতার সাথে জড়িত রয়েছেন। তিনি দৈনিক যুগভেরী, দৈনিক রূপালী, দৈনিক আমাদের সময় ও দৈনিক ইত্তেফাক পত্রিকায় কাজ করেছেন।
বর্তমানে তিনি মাছরাঙা টেলিভিশনের মৌলভীবাজার জেলা প্রতিনিধি, দৈনিক দেশবাংলা পত্রিকার স্টাফ রিপোর্টার ও অনলাইন নিউজ পোর্টাল সিলেটভিউ২৪ এর নিজস্ব প্রতিবেদক হিসেবে কাজ করছেন।
আইনিউজ/এইচএ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
আশ্চর্য এন্টার্কটিকা মহাদেশের অজানা তথ্য | Antarctica continent countries | facts। Eye News
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’