Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ১৪ এপ্রিল ২০২৫,   বৈশাখ ১ ১৪৩২

আই নিউজ বিজ্ঞাপন ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৯, ৩০ নভেম্বর ২০২২
আপডেট: ২১:৩২, ২৭ জানুয়ারি ২০২৩

বিজ্ঞাপন

মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও)

আপনি মৌলভীবাজার জেলার বাসিন্দা। হঠাৎ করেই আপনি নিজে বা কাছের কেউ বুকে ব্যথা অনুভব করলেন। জানবেন কীভাবে আপনি হার্ট অ্যাটাকে আক্রান্ত কীনা! নাকি গ্যাস্ট্রিক বা অন্য কোনো ব্যথায় ভুগছেন।দ্রুত ডায়াগনোসিস ও চিকিৎসা দরকার। যাবেন কোথায়! যেখানে পাওয়া যাবে বিশেষজ্ঞ চিকিৎসক এবং সিসিইউ, আইসিইউ সুবিধা?

চিন্তার কোনো কারণ নেই। মৌলভীবাজারে হৃদরোগের একমাত্র বিশেষায়িত হাসপাতাল- লাইফ লাইন। যেখানে আছে উন্নত কার্ডিয়াক ম্যানেজম্যান্ট সিস্টেম। আপনি হৃদরোগ বা হার্ট অ্যাটাকে আক্রান্ত কিনা দ্রুত জানতে পারবেন। আছে সিসিইউ, আইসিইউ সুবিধাও। 

এ বিষয়ে বিস্তারিত জানার আগে দেখে আসুন এই ভিডিওটি।

ভিডিও  : মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call

লাইফ লাইন হাসপাতালের পরিচালকেরা আই নিউজকে বলেন, ‘কোনো রোগী যখন আমাদের হাসপাতালে আসেন। আমাদের চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী সকলে সর্বাত্মক আন্তরিকতা দিয়ে তাকে সুস্থ করে তোলার চেষ্টা করেন, চিকিৎসা দেন। এমনকি পরিচালকেরাও তৎপর থাকেন। সার্বক্ষণিক খুঁজ-খবর রাখেন। অনেকে নির্ঘুম রাত কাটান।

নতুন জীবন ফিরে পেয়েছেন ২৫০০ মানুষ 

হাপাতাল কর্তৃপক্ষ জানান- এই হাসপাতালটি প্রতিষ্ঠার পর উন্নত কার্ডিয়াক ম্যানেজম্যান্টের কারণে মৌলভীবাজারের অন্তত ২৫০০ মানুষের জীবন রক্ষা হয়েছে। যারা হৃদরোগে আক্রান্ত হওয়ার পর নিশ্চিত মৃত্যু থেকে ফিরে এসেছেন। তারা লাইফ লাইন হাসপাতালে তাৎক্ষণিক চিকিৎসা না পেলে সিলেট বা ঢাকার যাওয়ার পথে নিশ্চিত জীবন প্রদীপ নিভে যেত। অতীতে মৌলভীবাজারের অসংখ্য মানুষ হৃদরোগে মারা গেছেন। চিকিৎসা না পেয়ে যাদের পথেই মৃত্যু ঘটেছে। 

লাইফ সাপোর্ট
মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মধ্যে লাইফ লাইন একমাত্র হাসপাতাল যেখানে লাইফ সাপোর্ট ব্যবস্থা আছে। হাসপাতালে হৃদরোগে আক্রান্ত রোগী পৌঁছানোর আধাঘণ্টার মধ্যে ক্লট ডিসলবিং ওষুধ (স্ট্রেপটোকাইনেজ ইনজেকশন) দিয়ে প্রাণ রক্ষা করা হয়। একমাত্র এখানে দেওয়া হয় প্রাণরক্ষাকারী সেই ‘স্ট্রেপটোকাইনেজ’ ইনজেকশন। আবার ভুল রোগীকে এই ইনজেকশন দিলে উল্টো ঘটনাও ঘটতে পারে। এজন্য লাইফ লাইনে আছেন বিশেষজ্ঞ ও দক্ষ চিকিৎসক, নার্স ও স্বাস্থকর্মী।

ইমার্জেন্সি চিকিৎসা সেবা
লাইফ লাইন হাসপাতালে প্রায় ছয় হাজার মানুষ জরুরি চিকিৎসা সেবা পেয়েছেন বলে জানান কর্তৃপক্ষ। এখানে রয়েছে দিনরাত ২৪ ঘন্টা সার্বক্ষণিক ইমার্জেন্সি চিকিৎসা।  

এ অবস্থায় লাইফ লাইন হাসপাতাল হয়ে উঠেছে মৌলভীবাজারের মানুষের জীবন বাঁচানোর এক চিকিৎসা কেন্দ্র।

লাইফ লাইন হাসপাতাল
লাইফ লাইন হাসপাতালে আছে সিসিইউ (করোনানি কেয়ার ইউনিট), আইসিইউ (ইনটেনসিভ কেয়ার ইউনিট), ল্যাপারোস্কোপি, সি-আর্ম (ক্রিটিকাল অর্থো সার্জারি) চিকিৎসা সেবা। 

রয়েছে স্বাস্থ্যসম্মত আরামদায়ক বেড সুবিধাসম্পন্ন আধুনিক কেবিন। রোগীর বিনোদনের জন্য রুমে টেলিভিশন সুবিধা। পরিস্কার-পরিচ্ছন্ন ফ্লোর, টয়লেট ও ওয়াশরুম।  

লাইফ লাইনে ডায়ালাইসিস ব্যবস্থা
শুধু হৃদরোগ নয়। লাইফ লাইনে আছে ডায়ালাইসিস ব্যবস্থা। কিডনি সমস্যায় আক্রান্ত রোগীদের এখানে প্রযোজ্য ক্ষেত্রে ডায়ালাইসিস দেওয়া হয়। মৌলভীবাজারসহ অন্যান্য জেলা থেকেও এখানে রোগীরা আসেন।

নিরাপদ প্রসব
নিরাপদ প্রসব নিশ্চিত করতে আছেন বিশেষজ্ঞ গাইনি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা। 

আধুনিক অপারেশন থিয়েটার
লাইফ লাইন হাসাপাতালে রয়েছে পরিচ্ছন্ন, জীবানুমুক্ত ও আধুনিক অপারেশন থিয়েটার। 

লাইফ লাইনে বিশেষজ্ঞ চিকিৎসক
লাইফ লাইন ডায়াগনস্টিক সেন্টারে বসেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। ঢাকা, সিলেট ও মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মেডিসিন, হৃদরোগ, কিডনি, শিশু, নাক-কান-গলা, অর্থোপেডিক্স, চর্ম ও যৌন-সেক্স, নিউরো মেডিসিন, বক্ষব্যাধি, পাইলস ইত্যাদি সকল রোগের বিশেষজ্ঞ চিকিৎসকেরা চেম্বার করেন এখানে।

ইমার্জেন্সি রোগীদের জন্য হাসপাতাল থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের তাৎক্ষণিক ফোন কল করে চিকিৎসা সেবা দিয়ে থাকে লাইফ লাইন হাসপাতাল।

লাইফ লাইন ডায়াগনস্টিক সেন্টার
প্যাথলজি, রেডিওলজি (এক্সরে, আলট্রাসনোগ্রাম, সিটিস্ক্যান), ইটিটি, হোল্টার, ইসিজি, CKMB, AMH, Pro-BNP ইত্যাদি টেস্ট করা হয়।

অ্যাম্বুলেন্স সেবা

রোগীদের জন্য  অক্সিজেন সুবিধবাসহ রয়েছে অত্যাধুনিক অ্যাম্বুলেন্স সেবা। 

লাইফ লাইন ডায়াগনিস্টক এন্ড কার্ডিয়াক হাসপাতালে যোগাযোগ

লাইফ লাইন ডায়াগনস্টিক এন্ড কার্ডিয়াক হসপিটাল, শ্রীমঙ্গল রোড, মৌলভীবাজার। হটলাইন : ০১৭০৭-০৭৫২৯৪, ০১৭০৭-০৭৫৩৯৪

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়