বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
বড়লেখায় অপহরণ, ধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার
![প্রতীকী ছবি প্রতীকী ছবি](https://www.eyenews.news/media/imgAll/2021April/বড়লেখায়-ধর্ষণ-মামলার-আসামী-গ্রেপ্তার-eyenews-2212031730.jpg)
প্রতীকী ছবি
মৌলভীবাজারের বড়লেখায় এক কিশোরীকে অপহরণের পর ধ র্ষ ণ মামলার আসামি মুসলিম উদ্দিন ওরফে বলাই মিয়া (৪৫)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে উপজেলার মহদিকোনা বাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বলাই মিয়া তালিমপুর ইউনিয়নের মুর্শিবাদকুরা গ্রামের মৃত সুরমান মিয়ার ছেলে।
শনিবার (০৩ ডিসেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ওই কিশোরীর বাবা ও আসামি মুসলিম উদ্দিন ওরফে বলাই মিয়া একসঙ্গে কাজ করেন। পূর্বপরিচিত হওয়ায় বলাই মিয়া প্রায়ই তাদের বাড়িতে আসা-যাওয়া করতেন। গত ১০ অক্টোবর ওই কিশোরী তার মামার বাড়িতে বেড়াতে যায়। ১২ অক্টোবর সন্ধ্যায় হঠাৎ বলাই মিয়া একটি অটোরিকশা নিয়ে কিশোরীর মামার বাড়িতে যায়। বলাই মিয়া সেখানে গিয়ে মেয়েটিকে তার মায়ের অসুস্থতার কথা বলে দ্রুত তার সঙ্গে গাড়িতে উঠতে বলেন।
এরপর বলাই তাকে গাড়িতে তুলে কৌশলে অপহরণ করে সিলেটে নিয়ে যায়। সেখানে একটি হোটেলে পাঁচদিন আটকে রেখে তাকে ধ র্ষ ণ করে। এরপর ১৬ অক্টোবর রাতে বলাই মিয়া মেয়েটিকে বড়লেখা পৌরশহরের বাস স্ট্যান্ডের পাশে ফেলে যায়। সেখান থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় ওই কিশোরীর বাবা গত ৩ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে বড়লেখা থানায় বাদি হয়ে মামলা করেন। মামলার পরিপ্রেক্ষিতে মামলার তদন্তকারী কর্মকর্তা বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) আতাউর রহমান গতকাল শুক্রবার (০২ ডিসেম্বর) সন্ধ্যায় আসামি মুসলিম উদ্দিন ওরফে বলাই মিয়াকে উপজেলার মহদিকোনা বাজার থেকে গ্রেপ্তার করেন।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়ারদৌস হাসান শনিবার বেলা দুইটায় আইনিউজ প্রতিবেদককে বলেন, কিশোরীকে অপহরণের পর ধ র্ষ ণ মামলার আসামি মুসলিম উদ্দিন ওরফে বলাই মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
আইনিউজ/এইচএ
দেখুন আইনিউজের ভিডিও গ্যালারি
৭১ বছরের এক তরুণ, যার কাছে দৌড়ে যুবকেরাও হার মানে
হানিফ সংকেত যেভাবে কিংবদন্তি উপস্থাপক হলেন | Biography | hanif sanket life documentary | EYE NEWS
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’