মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে ৮ ডিসেম্বর মুক্তদিবস পালিত
লাল সবুজের পতাকা নিয়ে শহরে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা
আজ ৮ ডিসেম্বর পর্যটন ও চায়ের জেলা মৌলভীবাজার মুক্তদিবস। ১৯৭১ সালের এদিনে হানাদার মুক্ত হয় মৌলভীবাজার।
দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট যৌথভাবে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে।
সকালে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গণে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়। এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন। পরে লাল সবুজের পতাকাসহ বিভিন্ন ফেস্টুন নিয়ে শহরে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা বের হয়।
এতে মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিনসহ বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, শিক্ষার্থী, তরুণ প্রজন্মসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
শেষে সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে এতে বক্তব্য রাখেন সংসদ সদস্য নেছার আহমদ, সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সুলেমান আলী, বীর মুক্তিযোদ্ধা দেওয়ান আবুল খয়ের চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, শিক্ষার্থী, তরুণ প্রজন্মসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
আইনিউজ/এইচএ
ভিডিও : মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’