মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১৪:২০, ১৬ ডিসেম্বর ২০২২
মৌলভীবাজারে ৫২ তম বিজয় দিবস উদযাপন
![](https://www.eyenews.news/media/imgAll/2021April/Bijoy-Dibos-Moulvibazar-2212161401.jpg)
বিজয়ের ৫২তম বর্ষে মৌলভীবাজারে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হচ্ছে।
সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের সূচনা হয়।
এরপরই স্বাধীনতা স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধ জানান বীর মুক্তিযোদ্ধাগণ, জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদ, মৌলভীবাজার পৌরসভা, বাংলাদেশ আওয়ামী লীগ, মৌলভীবাজার প্রেসক্লাব, ইমজা মৌলভীবাজারসহ বিভিন্ন সংগঠন, ব্যক্তি ও শিক্ষা প্রতিষ্ঠান।
শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন- সংসদ সদস্য নেছার আহমদ, সংসদ সদস্য সৈয়দ জোহরা আলাউদ্দিন, জেলা প্রশাসক মীর নাহিদ আহসান, জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান, উপজেলা চেয়ারম্যান কামাল হোসেনসহ সর্বস্তরের জনতা।
শ্র্দ্ধা নিবেদন করে জেলা ও উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, তাঁতী লীগ, শ্রীমিক লীগ, বিএনপি, যুবদল, ছাত্রদল, রেড ক্রিসেন্ট, সিভিল সার্জন কার্যালয়, মৌলভীবাজার-২৫০ শয্যা হাসপাতাল, জেলা শিল্পকলা একাডেমি, জেলা শিশু একাডেমি, মৌলভীবাজার সরকারি কলেজ, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজ, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, দি ফ্লাওয়ার্স কেজি এন্ড হাইস্কুল, কাশিনাথ আলাউদ্দিন উচ্চ বিদ্যালয়।
পরে সকাল ৮টায় জেলা স্টেডিয়ামে কুচকাওয়াজ, শারীরিক কসরত, ডিসপ্লে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
সেখানেই প্রথমেই জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের ফুল দিযে বরণ করে নেওয়া হয়।
এরপর জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে ডিসপ্লেতে অংশগ্রহণ করে জেলা পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স, বিএনসিসি, স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইড, কারারক্ষী, কাবস্, শিশু-কিশোর সংগঠন, সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানের ডিসপ্লে প্রদর্শন করা হয়।
দিনব্যাপী অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে জেলা ও উপজেলা প্রশাসন, পৌরসভা, জেলা পরিষদ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
বেলায় ১১টায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করে জেলা প্রশাসন ও মৌলভীবাজার পৌরসভা।
বিকেলে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে দুটি প্রীতি ফুটবল ম্যাচ। এতে মুখোমুখি হবে জেলা ক্রীড়া সংস্থা বনাম ব্যাংকার্স অ্যাসোসিয়েশন এবং জেলা প্রশাসন বনাম মৌলভীবাজার পৌরসভা।
সন্ধ্যা সাড়ে ৬টায় মৌলভীবাজার পৌরসভাস্থ মেয়র মুক্তমঞ্চে অনুষ্ঠিত হবে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ।
ভিডিও দেখতে এখানে ক্লিক করুন
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’