মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের স্কুলে স্কুলে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে দেয়াল লিখন
আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত দেয়াল লিখন কার্যক্রমের উদ্বোধন
মৌলভীবাজারের মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে স্কুলে স্কুলে শুরু হয়েছে দেয়াল লিখন। যেখানে তুলে ধরা হচ্ছে জেলার মুক্তিযুদ্ধের গৌরবের ইতিহাস ও ঐতিহাসিক স্থান।
এই উদ্যোগটি গ্রহণ করেছে গার্ল গাইডস এসোসিয়েশন।
বিজয়ের ৫২ পদার্পণে "এসো স্বদেশ ব্রতের মহা দীক্ষা লভি" এই শিরোনামে প্রজন্মের প্রতি আহবান জানিয়ে শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসে দেয়াল লিখন কর্মসূচির উদ্বোধন করা হয়। শহরের আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত দেয়াল লিখন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান শিক্ষক মাইনূল হক। হাফিজা খাতুন মিউনিসিপ্যাল বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান শিক্ষক রাশেদা বেগম। উপস্থিত ছিলেন গার্ল গাইডস এসোসিয়েশনের জেলা কমিশনার নূরজাহান সূয়ারা, জেলা সেক্রেটারির মাধুরী মজুমদার ও বিভিন্ন স্কুলের গাইডার ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এতে সহযোগিতা করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রোগ্রাম সম্বনয়ক রঞ্জন কুমার সিংহ ।
আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্বলিত দেয়াল লিখন
গার্ল গাইডস এসোসিয়েশনের সেক্রেটারির মাধুরী মজুমদার আই নিউজকে জানান- এই উদ্যোগ জেলার ৫১ টি স্কুলে চলবে আগামী ২৬ মার্চ পর্যন্ত।
তিনি বলেন- ‘মুক্তিযুদ্ধের গৌরবের নিজ জেলার ঐতিহাসিক স্থানগুলোকে জানান দেওয়ার তাগিদ অনুভব করেই এই প্রচেষ্টাটি আমরা অব্যাহত রাখতে চাই। এই কর্মসুচী আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয় ও গাইড হাউজের দেয়াল লিখন হয়েছে। পরবর্তীতে আরও বিভিন্ন বিদ্যালয়ের দেয়ালে লিখার প্রত্যয় রয়েছে।
মাধুরী মজুমদার জানান- গার্ল গাইডস এসোসিয়েশন সারা বছরব্যাপী বিভিন্ন উপজেলার ৫১ টি শিক্ষা প্রতিষ্ঠানে দেয়াল লিখন কর্মসূচি অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’