নিজস্ব প্রতিনিধি, মৌসক
মৌলভীবাজার সরকারি কলেজে শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণিল বিজয় দিবস
মৌলভীবাজার সরকারি কলেজ ক্যাম্পাসে বিজয় দিবসের বর্ণাঢ্য শোভাযাত্রা। ছবি- আইনিউজ
মৌলভীবাজার সরকারি কলেজে শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎফুল্ল পরিবেশে বর্ণিলভাবে বিজয় দিবস উদযাপিত হয়েছে।
১৬ ডিসেম্বর (শুক্রবার) ভোরে কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষ দেবাশীষ দেবনাথের নেতৃত্বে কলেজের সাধারণ শিক্ষার্থীরা বিজয় শোভাযাত্রা করে কলেজ প্রদক্ষিণ করেন। পরে কলেজের শহীদ মিনার এবং শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন অধ্যক্ষ।
এ সময় পাইলট গার্ড প্রদান করেন বিএনসিসি ক্যাডেট কর্পোরাল সীমান্ত দাস এবং ক্যাডেট ল্যান্স কর্পোরাল শৈবাল মালাকার।
অধ্যক্ষের পুষ্পস্তবক অর্পণ শেষে কলেজের সকল বিভাগ, দপ্তর, ছাত্রাবাস, কর্মচারীবৃন্দ, রোভার স্কাউট এবং রেড ক্রিসেন্ট বিজয় দিবসের শহীদদের পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিজয় দিবস উপলক্ষে কলেজে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় জয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
সবশেষে পুষ্পস্তবক অর্পণ করে অনুষ্ঠানের সমাপ্তি করে মৌলভীবাজার সরকারি কলেজ বিএনসিসি গ্রুপ। কলেজে বিজয় দিবস উদযাপনে বিশেষ সহযোগিতা রাখায় অধ্যক্ষ দেবাশীষ দেবনাথ বিএনসিসি প্লাটুনের সদস্যদের উপহার তুলে দেন অধ্যক্ষ ক্যাপ্টেন দেবাশীষ দেবনাথ, বিএনসিসিও।
উপহার গ্রহণ করেন পিইউও ফাতেমা সুলতানা, কর্পোরাল মো. সেলিম আহমেদ, সিইউও রায়হান আহমেদ এবং অন্যান্য ক্যাডেটরা।
আইনিউজ/এইচএ
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’