Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১১, ১৮ ডিসেম্বর ২০২২
আপডেট: ১৬:১৪, ১৮ ডিসেম্বর ২০২২

ভারতে যাওয়ার পথে শ্রীমঙ্গলে ১৬ রোহিঙ্গা আটক

আটক রোহিঙ্গা সদস্যরা। ছবি- আইনিউজ

আটক রোহিঙ্গা সদস্যরা। ছবি- আইনিউজ

ভারতে যাওয়ার পথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ১৬ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এদেরমধ্যে নারী-পুরুষ ও শিশু রয়েছে।

আজ রোববার (১৮ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম থেকে মৌলভীবাজারে আগত এনা পরিবহনের একটি বাস থেকে তাদের আটক করা হয়।

শ্রীমঙ্গল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার আই নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

শ্রীমঙ্গল থানা পুলিশ ও মৌলভীবাজার গোয়েন্দা পুলিশ সূত্র জানায়, রোববার মৌলভীবাজার জেলায় কর্মরত পুলিশ পরিদর্শক (নি.) ক্যশৈনু ছুটি ভোগ শেষে চট্টগ্রাম থেকে কর্মস্থলে ফিরছিলেন। এনা পরিবহনে (গাড়ি নং ঢাকা মেট্রো ১৫-৬৭০৩) মৌলভীবাজার আসার পথে কিছু যাত্রীদের তার রোহিঙ্গা হিসাবে সন্দেহ হয়। তিনি তাৎক্ষণিক বিষয়টি মৌলভীবাজার পুলিশ কন্ট্রোলরুমকে অবহিত করেন। মৌলভীবাজার পুলিশ কন্ট্রোল রুম বিষয়টি শ্রীমঙ্গল থানার ডিউটি অফিসারকে অবহিত করেন।

শ্রীমঙ্গল থানার এসআই মো. জাকির হোসেন সকাল সাড়ে সাতটার দিকে শ্রীমঙ্গল চৌমোহনায় অবস্থান করেন। চট্টগ্রাম থেকে আগত এনা পরিবহনের গাড়ি নং ঢাকা মেট্রো ১৫-৬৭০৩ গাড়িতে সিগনাল দিয়ে থামান। তখন গাড়িতে থাকা পুলিশ পরিদর্শক ক্যশৈনু কিলো  ডিউটিতে নিযুক্ত অফিসার এসআই জাকির হোসেনের সঙ্গে তার সন্দেহের বিষয়ে বিস্তারিত অবহিত করেন। গাড়িতে থাকা নারী-পুরুষ ও শিশু সহ মোট ১৬ জন যাত্রীকে রোহিঙ্গা হিসেবে শনাক্ত করেন। পরবর্তীতে এসআই জাকির হোসেন সব রোহিঙ্গাদের নিজ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেন। তারা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করে বলে স্বীকার করে।

শ্রীমঙ্গল থানার অফিসার-ইন-চার্জ (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, আটককৃত রোহিঙ্গারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার উদ্দেশ্যে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প থেকে মৌলভীবাজার এসেছিল মর্মে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার সুদর্শন রায় বলেন, থানা হেফাজতে থাকা রোহিঙ্গাদের জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জানান, রোহিঙ্গা সদস্যরা  মৌলভীবাজারে মানুষের বাসাবাড়িতে কাজ নেওয়ার চেষ্টা করছিল কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।

আটক রোহিঙ্গা সদস্যরা হলো- ১। ওয়াজ মিয়া (৩৩) পিতা-মৃত  নূর আলম, সাং-কুতুপালং রোহিঙ্গা টেনেস ক্যাম্প, ২। মো. হাফিজুর রহমান (২৮) পিতা-সামছুল হক, সাং-কুতুপালং রোহিঙ্গা টেনেস ক্যাম্প, ৩।  সৈয়দ আলী (২৭) পিতা-কাদের আলী, সাং-কুতু পালং রোহিঙ্গা টেনেস ক্যাম্প, ৪। মো. নূর মোস্তফা (১৮) পিতা-রফিক  ইসলাম, সাং-কুতুপালং রোহিঙ্গা টেনেস ক্যাম্প, ৫। ছুমুদা খাতুন (৫০) স্বামী-রফিক ইসলাম, সাং-কুতু পালং রোহিঙ্গা টেনেস  ক্যাম্প, ৬। ফাতেমা খাতুন (৭০) স্বামী-মৃত নুর আলম, সাং-কুতু পালং রোহিঙ্গা টেনেস ক্যাম্প, ৭। রোকেয়া বেগম (২৮)  পিতা-মোহাম্মদ উল্লাহ, স্বামী-ওয়াজ করিম, সাং-কুতু পালং রোহিঙ্গা টেনেস ক্যাম্প, ৮। আশরাফা বেগম (১৮) স্বামী-মো.  ফারুক হোসেন, পিতা-জাকির আহমেদ, সাং-ক্যাম্প নং-০১, ব্লক-ডি-১, ৯।

ইয়াসমিন আরা (১৮) পিতা-মো. ইউসুফ, সাং-কুতুপালং ৪নং ক্যাম্প হেড ব্লক এফ-১৪, ১০। নূর সাহেরা (১৪) পিতা-নূর ছফা, সাং-বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ১০ এইচ-৪৫, ১১।  সফুদা বিবি (১৪) পিতা-জফুর হোসেন, সাং-বালুখালী রোহিঙ্গা ক্যাম্প ৮ ডব্লিউ ক্যাম্প, ব্লক-এইচ-২৯, ১২। জনুয়ারা বেগম  (১২), ১৩। ইয়াছমিন আরা (১০) উভয় পিতা-রফিক ইসলাম, মাতা-ছমুদা খাতুন, সাং-কুতুপালং রোহিঙ্গা টেনেস ক্যাম্প, ১৪।  আসমা বিবি (০৬), ১৫। নুরুল আমিন (০৮), ১৬। মোঃ এরফান (০৪) সর্ব পিতা-ওয়াজ করিম, মাতা-রোকেয়া বেগম, সর্ব  সাং-কুতব পালং রোহিঙ্গা টেনেস ক্যাম্প, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।

পুলিশ সূত্রে জানা গেছে, জিজ্ঞাসাবাদে আটক রোহিঙ্গারা  ক্যাম্প আইডি কার্ড  প্রদর্শন করতে পারেনি।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়