কুলাউড়া প্রতিনিধি
কুলাউড়ায় মজুরি বৃদ্ধির দাবিতে চা শ্রমিকদের বিক্ষোভ

মজুরি বৃদ্ধিসহ মৌলিক অধিকার নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল। ছবি- আইনিউজ
বোরহাননগর চা-বাগানের শ্রমিকদের মজুরি বৃদ্ধিসহ মৌলিক অধিকার নিশ্চিত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চা শ্রমিকরা।
আজ (১৮ ডিসেম্বর) দুপুর ১২টায় কুলাউড়া উপজেলা চত্ত্বরে চা-শ্রমিকের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সংগঠনের কুলাউড়া উপজেলা কমিটির আহবায়ক বিশ্বজিত দাসের সভাপতিত্বে এবং সদস্য কৃষ্ণ দাস অলমিক এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, কুলাউড়া উপজেলা কমিটির সভাপতি কমরেড আব্দুল লতিফ, চা- শ্রমিকের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির সমন্বয়ক এস এম শুভ, বোরহাননগর চা-বাগানের শ্রমিক রাসেল আহমেদ, ঠাকুর রাজোয়ার, সংগঠনের কার্যনির্বাহী কমিটির সদস্য সত্যজিৎ ওরাং, পূরণ ওরাং এবং কালিটি চা-বাগানের শ্রমিক কার্তিক কালোয়ার।
সমাবেশে বোরহাননগর চা-বাগানের শ্রমিক রাসেল আহমেদ বলেন, বোরহাননগর চা-বাগান মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার পৃথীমপাশা ইউনিয়নে অবস্থিত। এ বাগানের চা-বোর্ডের নিবন্ধন নং- P-110। বোরহাননগর চা-বাগানের আয়তন ১৭৭.৫৪ একর। চা-বোর্ডের ওয়েবসাইটে বলা হয়েছে বোরহাননগর চা-বাগানের শ্রমিক/কর্মচারীদের মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হয়েছে। কিন্তু বাস্তবে বোরহাননগর চা-বাগানের শ্রমিকদের ন্যূনতম মৌলিক কোন সুযোগ-সুবিধা মালিকপক্ষ নিশ্চিত করে নি।
বাগানের মোট স্থায়ী শ্রমিক ২৭ জন। বাগানের শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা দীর্ঘদিন যাবত মানবেতর জীবনযাপন করছেন। বর্তমানে অন্যান্য চা-বাগানের শ্রমিকরা যখন দৈনিক ১৭০/১৬৯/১৬৮ টাকা মজুরি পাচ্ছে তখন আমরা বোরহাননগর চা-বাগানের শ্রমিকরা পাচ্ছেন মাত্র ৮২ টাকা।
কিছুদিন পূর্বে মজুরি পেতেন মাত্র ৭২ টাকা। বর্তমান উর্ধবগতির এই বাজার মূল্যে ৮২ টাকায় সংসার চালানো অসম্ভব। কিন্তু মালিকপক্ষ দীর্ঘকাল ধরে শ্রমিকদের ন্যায্য মজুরি না দিয়ে ঠকিয়ে যাচ্ছেন।
অন্যান্য বাগানের শ্রমিকরা কেজিপ্রতি ২ টাকায় রেশন পান, আর এ বাগানের শ্রমিকদের কেজিপ্রতি ৬ টাকা দিতে হয়। বাগানের প্রতিটি শ্রমিকের বাড়ি জরাজীর্ণ। বছর বছর ঘর মেরামতের জন্য বরাদ্দের নিয়ম থাকলেও শেষ কবে শ্রমিকরা তা পেয়েছে কেউ মনে করতে পারেন না। একই আয়তনের অন্যান্য বাগানে কয়েকগুন বেশি শ্রমিক কাজ করলেও বাগান মালিক বাগান সম্প্রসারণ না করায় নতুন শ্রমিক নিয়োগ দেয়া হয় না। তাই শ্রমিকদের পরিবারের সদস্যরা বাগানে কাজ পাচ্ছেন না, বিধায় প্রতিটি পরিবারেই বেকার সদস্যদের সংখ্যা দিন দিন বাড়ছে। অন্যান্য বাগানের শ্রমিকরা চাষের জন্য জমি বরাদ্দ পেয়ে থাকলেও এ বাগানের অনেক জমি থাকা সত্ত্বেও শ্রমিকদের বরাদ্দ দেয়া হয় না। বাগানের বাইরের লোকদের কাছে চাষাবাদের জন্য জমি বরাদ্দ দেয়া হচ্ছে।
বোরহাননগর চা-বাগানের শ্রমিক ঠাকুর রাজোয়ার বলেন, বাগান পরিচালনার জন্য ১ জন ম্যানেজার, ১ জন বাবু এবং ১ জন সর্দার রয়েছেন। ম্যানেজারের অত্যাচারে চা-শ্রমিকরা অতিষ্ঠ এবং তার হুমকির কারণে ভয়াবহ আতংকের মধ্যে থাকতে হয়। বাগান ম্যানেজমেন্টের নানা অনিয়ম নিয়ে শ্রমিকরা কথা বলতে গেলে ম্যানেজার শ্রমিকদের সাথে চরম দুর্ব্যবহার করেন এবং বাগান থেকে বিতাড়িত করার হুমকি দেন। ম্যানেজারের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইতিপূর্বে অনেক শ্রমিককে বাগান ছেড়ে চলে যেতে হয়েছে। শ্রমিকদের ভয়ভীতি প্রদর্শন এবং হামলার জন্য ম্যানেজার স্থানীয় সন্ত্রাসীদের ব্যবহার করে থাকেন।
বাগানের শ্রমিক ও তাদের পরিবারের সদস্যদের ন্যূনতম জীবনের নিরাপত্তা নাই। এরকম উদ্বেগজনক পরিস্থিতিতে দিন কাটছে বোরহাননগর চা-বাগানের শ্রমিকদের। বাগানের এই ধরনের অরাজক পরিস্থিতিতে সংসার এবং জীবন চালানো অসম্ভব হয়ে পড়েছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, কুলাউড়া উপজেলা কমিটির সভাপতি কমরেড আব্দুল লতিফ বলেন, বোরহাননগর চা-বাগানের শ্রমিকসহ চা-শ্রমিকদের বঞ্চিত রেখে রাষ্ট্রীয় উন্নয়ন নিশ্চিত হয় না। বোরহাননগর চা-বাগানের শ্রমিকদের মজুরিসহ অন্যান্য সুযোগ সুবিধা দ্রুত নিশ্চিত করতে হবে।
সভাপতির বক্তব্যে সংগঠনের কুলাউড়া উপজেলা কমিটির আহবায়ক বিশ্বজিত দাস বলেন, অবিলম্বে বোরহাননগর চা-বাগানের শ্রমিকদের মজুরি বৃদ্ধি সহ সকল সুবিধা নিশ্চিত করতে হবে। অন্যথায় বোরহাননগর চা-বাগানের শ্রমিকদের বাঁচাতে এবং বাগান বাঁচাতে সকল চা-বাগানের শ্রমিকদের ঐক্যবদ্ধ করে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যান এবং ১২ নং পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর নিকট স্মারকলিপি প্রদান করা হয়।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’