Bilas Moulvibazar, Bilas

ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৯ ১৪৩২

জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪১, ১৮ ডিসেম্বর ২০২২

জুড়ীতে ১ রোহিঙ্গাসহ ৭জন আটক

আটক রোহিঙ্গা। ছবি- প্রতিনিধি

আটক রোহিঙ্গা। ছবি- প্রতিনিধি

মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কচুরগুল নালাপুঞ্জি এলাকা থেকে ৫ দিনের ব্যবধানে আরও  ১ রোহিঙ্গাসহ ৭ বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় জনতা। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে বিজিবি ও পুলিশের উপস্থিতিতে তাদেরকে জুড়ী থানার জিম্মায় প্রদান করা হয়। একইদিন জেলার শ্রীমঙ্গলে নারী, শিশুসহ ১৬ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।  

জানা যায়, আজ রোববার (১৮ ডিসেম্বর) ভোর ৫টার দিকে গোয়ালবাড়ী ইউনিয়নের ভারত সীমান্ত ঘেষা কচুরগুল নালাপুঞ্জি এলাকায় অপরিচিত কয়েকজনকে  ঘুরাঘুরি করতে দেখেন এলাকাবাসী। তাদের সন্দেহ হলে জিজ্ঞাসা করলে  ১ রোহিঙ্গা ও  ৭ বাংলাদেশী বলে নিশ্চিত হোন।

পরে এলাকাবাসী ও ইউপি সদস্য তাদেরকে  ইউনিয়ন পরিষদে নিয়ে এসে  বর্ডার গার্ড (বিজিবি) ও জুড়ী থানাকে অবগত করেন। বর্তমানে জুড়ী থানার  জিম্মায় রয়েছেন।

আটককৃত রোহিঙ্গা যুবক শরিফ হোসেন(২২)। অপর বাংলাদেশীরা হলেন- মোহাম্মদ হোসেন(৩৫), মো: নুর(২০), আমেনা আক্তার (২২), সামিরা আক্তার(১৬), ছামছুর নাহার(৪৫), ছাবরিনা(৩), আরিফুল ইসলাম।

গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল কাইয়ুম জানান, রবিবার ভোরে এলাকার লোকজন সন্দেহভাজন ৮ জনকে আটক করে। তাদের মধ্যে ১ জন রোহিঙ্গা ও ৭ জন বাংলাদেশি রয়েছেন।

জুড়ী থানার ওসি মোশাররফ হোসেন জানান, আটকৃতদের জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়