Bilas Moulvibazar, Bilas

ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৮ ১৪৩২

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫৭, ২৫ ডিসেম্বর ২০২২

মণিপুরী মুসলিমদের ৩য় ইন্টারন্যাশনাল কনভেনশন

কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। ছবি- আইনিউজ

কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। ছবি- আইনিউজ

মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরী মুসলিম সম্প্রদায়ের ‘৩য় ইন্টারন্যাশনাল পাঙাল কনভেনশন ২০২২’ অনুষ্ঠি হয়েছে।

আজ রোববার (২৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুরের জি. কে সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে মুসলিম মণিপুরী পাঙাল কমিউনিটির আয়োজনে এ কনভেনশন অনুষ্ঠিত  হয়। কনভেনশনে ভারতের বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কনভেনশনে বাংলাদেশ মুসলিম মণিপুরী পাঙাল কমিউনিটির সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি।

শিক্ষক সাজ্জাদুর রহমান ও হুমায়ন রেজা সোহেলের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন গ্লোবাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. আনিসুজ্জামান, বাংলাদেশ ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. মেজবাহ কামাল, ভারতের মনিপুর রাজ্যের প্রাক্তন এমএলএ মো. ফয়জুর রহীম, হবিগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী নুরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. আহমদ হোসেন, ভারতের মনিপুর রাজ্যের সভাপতি এস.এম.জালাল, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, অবসর প্রাপ্ত কর্নেল সালেহ আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম প্রমুখ।

কনভেনশনে দুই দেশের মধ্যে শিক্ষা, সংস্কৃতি, সামাজিক ও আর্থসামাজিক উন্নয়ন, সর্বোপরি উভয় দেশের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ ও সুসম্পর্ক স্থাপন করবে বলে আলোচকরা দাবি করেন।

আইনিউজ/এইচএ

আইনিউজে আরও পড়ুন-


দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী

মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়