জাহাঙ্গীর জয়েস
আপডেট: ১৪:২২, ৩১ ডিসেম্বর ২০২২
মুক্তিযুদ্ধের সংগঠক, গণপরিষদ সদস্য তোয়াবুর রহিমের ২য় মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি
![প্রাক্তন গণপরিষদ সদস্য তোয়াবুর রহিম। ছবি- আইনিউজ প্রাক্তন গণপরিষদ সদস্য তোয়াবুর রহিম। ছবি- আইনিউজ](https://www.eyenews.news/media/imgAll/2021April/গণপরিষদ-সদস্য-তোয়াবুর-রহমান--মৃত্যুবার্ষিকী-eyenews-2212311417.jpg)
প্রাক্তন গণপরিষদ সদস্য তোয়াবুর রহিম। ছবি- আইনিউজ
১৯৭০ সালের ঐতিহাসিক নির্বাচন। মৌলভীবাজারের 'রাজনগর-কমলগঞ্জ' একটি প্রাদেশিক আসন। এখানে তিনি জয় লাভ করেন। নির্বাচন উপলক্ষে ওই আসনের টেংরা বাজারে জনসভা অনুষ্ঠিত হয়। যেখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বক্তব্য রাখেন। যাঁর জন্য বক্তব্য রাখেন তিনি হলেন তোয়াবুর রহিম।
আজ ৩১ ডিসেম্বর (২০২২) প্রাক্তন গণপরিষদ সদস্য, সংসদ সদস্য, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাহচর্য পাওয়া এই প্রবীণ আওয়ামী লীগ নেতা আলহাজ্ব তোয়াবুর রহিমের ২য় মৃত্যুবার্ষিকী।
স্বাধীন বাংলাদেশে ১৯৭৩ সালে অনুষ্ঠিত প্রথম জাতীয় সংসদ নির্বাচনেও তিনি ওই আসন (রাজনগর-কমলগঞ্জ) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
মহান মুক্তিযুদ্ধের সংগঠক আলহাজ্ব তোয়াবুর রহিম ইংল্যান্ডের একটি হাসপাতালে ২০২০ সালের এই দিনে (৩১ ডিসেম্বর) শেষ নিঃস্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৯২ বছর।
রাজনীতির শুরুতে আলহাজ্ব তোয়াবুর রহিম রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়ন পরিষদের সদস্য এবং ১৯৬৫ সালে চেয়ারম্যান নির্বাচিত হোন।
সাদামাটা জীবন যাপনের অধিকারী তোয়াবুর রহিম মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের বালিসহস্র গ্রামে ১৯২৯ সালের ০৬ মার্চ জন্ম গ্রহণ করেন। তাঁর বাবার নাম মো. ছালামত মিয়া এবং মায়ের নাম শামসুন্নাহার খাতুন। আলহাজ্ব তোয়াবুর রহিমের স্ত্রীর নাম রহিমুন্নেছা। তিনি ছয় ছেলে এবং এক মেয়ের জনক।
শিক্ষানুরাগী তোয়াবুর রহিম ১৯৭১ সালে তাঁর বাবার নামে হাজী ছালামত স্মৃতি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এছাড়া উত্তর বালিসহস্র সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ স্থানীয় বাজার যা 'এমপির বাজার' নামে সুপরিচিত- তিনি তারও প্রতিষ্ঠাতা। এছাড়াও তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজে আমৃত্যু নিয়োজিত ছিলেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যাকাণ্ডের পর তিনি রাজনীতিতে নিষ্ক্রিয় হয়ে পরেন এবং স্থায়ীভাবে ইংল্যান্ড চলে যান। দীর্ঘ সময় পর ৯০ দশকের প্রথমার্ধে তিনি আবার দেশে ফিরে আসেন। সেই থেকে এলাকার শিক্ষাবিস্তারে আমৃত্যু অবদান রেখে গেছেন। মৃত্যুকালীন সময়েও তিনি 'হাজী ছালামত স্মৃতি উচ্চ বিদ্যালয়' এবং 'উত্তর বালিসহস্র সরকারি প্রাথমিক বিদ্যালয়'র সভাপতির দায়িত্বে ছিলেন।
চলতি সংসদের (একাদশ) দ্বাদশ অধিবেশনের শোক প্রস্তাবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধার সাথে স্মরণ করেন মুক্তিযুদ্ধের সংগঠক সজ্জন এই রাজনীতিবিদ আলহাজ্ব তোয়াবুর রহিমের নাম।
দীর্ঘদিন ইংল্যান্ডে বসবাসের সুবাদে সেখানকার বাঙালি কমিউনিটিতেও তিনি ছিলেন পরিচিত মুখ। উনার মৃত্যুতে যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীমের শোক বার্তায় সেটা গুরুত্বসহকারে ফুটে ওঠেছে। তিনি জনাব তোয়াবুর রহিমের বিভিন্ন কৃতিত্বের কথা উল্লেখ করে লিখেছেন, 'তাঁর মৃত্যুতে বাংলাদেশ ও যুক্তরাজ্যে বস-বাসকারি বাংলাদেশি-ব্রিটিশ ভাই ও বোনেরা আমাদের মহান মুক্তিযুদ্ধের অন্যতম একজন বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশি-ব্রিটিশ কমিউনিটির কল্যাণে আজীবন নিবেদিত-প্রাণ একজন বিশিষ্ট ব্যক্তিত্বকে হারালো।
মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদান এবং যুক্তরাজ্যে ও বাংলাদেশে অনেক জনহিতৈষী কাজের মাধ্যমে মৌলভীবাজার জেলার প্রবীণতম রাজনীতিবিদ মরহুম তোয়াবুর রহিম বাংলাদেশি এবং বাংলাদেশি ব্রিটিশদের মধ্যে চির-স্মরণীয় হয়ে থাকবেন।'
বর্ণাঢ্য জীবনের অধিকারী নিরহংকারী , স্থিতধী, সমাজসেবক এই প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব তোয়াবুর রহিমের ২য় মৃত্যুবার্ষিকীতে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করছি।
আইনিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’