মৌলভীবাজার প্রতিনিধি
এপেক্স ক্লাব অব মৌলভীবাজার সিটির চার্টার প্রেজেন্টেশন সেরেমনি
![এপেক্স ক্লাব অব মৌলভীবাজার সিটির চাটার্ড সার্টিফিকেট হস্তান্তর। ছবি : আই নিউজ এপেক্স ক্লাব অব মৌলভীবাজার সিটির চাটার্ড সার্টিফিকেট হস্তান্তর। ছবি : আই নিউজ](https://www.eyenews.news/media/imgAll/2021April/Apex-Club-of-Moulvibazar-City-Eye-News-2301022323.jpg)
এপেক্স ক্লাব অব মৌলভীবাজার সিটির চাটার্ড সার্টিফিকেট হস্তান্তর। ছবি : আই নিউজ
এপেক্স ক্লাব অব মৌলভীবাজার সিটির চার্টার প্রেজেন্টেশন সেরেমনি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ জানুয়ারি) সন্ধ্যারাতে শহরের বেঙ্গল কনফারেন্স হলে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জাতীয় সভাপতি এপেক্সিয়ান ইলিয়াস জসিম।
অনুষ্ঠানে এপেক্স ক্লাব অব মৌলভীবাজার সিটির চাটার্ড সার্টিফিকেট হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা গভর্নর-৪ এপেক্সিয়ান বাবুল মিয়া, আই পিডিজি-৪ এপেক্সিয়ান শায়েদুর রহমান শায়েদ, লাইফ গভর্নর এপেক্সিয়ান আক্তার হোসেন খান।
আরো উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব মৌলভীবাজার সিটির সভাপতি এপেক্সিয়ান সুবীর কুমার ভট্টাচার্য্য, সম্পাদক এপেক্সিয়ান নিরাময় রায়, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এপেক্সিয়ান লিটন পাল, জুনিয়র ভাইস প্রেসিডেন্ট শাহ-আলম, ট্রেজারার ,খোকন চন্দ্র পাল, সার্ভিস ডাইরেক্টর করুনাময় শর্মা, এক্সপানশন ডাইরেক্টর রুপক রায়, মেম্বারশীপ এন্ড এটেনডেন্স ডাইরেক্টর সুজিত কুমার দে, ফেলোশীপ এন্ড পাবলিক রিলেশন ডাইরেক্টর মুহিব্বুল হক, পাবলিক স্পিকিং এন্ড ডিবেটিং ডাইরেক্টর দেওয়ান মো. জগলুল হাসান, সার্জেন্ট এট আর্মস হোসেন আহমদ, ফ্লোর সদস্য সুধাংশু ভট্টাচার্য্য অলক, আহমেদ হোসেন ও রাজীব ভট্টাচার্য।
অনুষ্ঠানে মৌলভীবাজারের প্রবীণ এপেক্সিয়ান আব্দুল ওয়াদুদ, এপেক্সিয়ান অ্যাডভোকেট সুধাংশু রঞ্জন দে এবং ডা. শাহ নুরুল ইসলামকে স্মরণ করা হয়।
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’