মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২২:৫২, ৩ জানুয়ারি ২০২৩
রুমেল স্মৃতি সিপিএএম ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর
![চ্যাম্পিয়ন সিপিএ কামালপুর চ্যাম্পিয়ন সিপিএ কামালপুর](https://www.eyenews.news/media/imgAll/2021April/CPA-Kamalpur-Moulvibazar-Cricket-eye-news-2301032250.jpg)
চ্যাম্পিয়ন সিপিএ কামালপুর
ক্রিকেটে প্লেয়ার্স এসোসিয়েশন অব মৌলভীবাজার (সিপিএএম) আয়োজিত প্রয়াত ক্রিকেটার রুমেল স্মৃতি সিপিএএম ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা মৌলভীবাজার কলেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে সিপিএ কামালপুর। রানার্স-আপ হয়েছে ফাহাদ ফাইটার্স।
প্রায় দুই মাসব্যাপি অনুষ্ঠিত জেলার বৃহৎ এই টুর্নামেন্টে ৪১ টি দল অংশ গ্রহণ করে। এই আয়োজনটি ছিলো সিপিএএম সিজন-১০।
জমকালো ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩নং ওয়ার্ড কাউন্সিলর নাহিদ হোসেন, ২নং ওয়ার্ড কাউন্সিলর আসাদ হোসেন মক্কু, কোয়াব-এর অতিরিক্ত সাধারণ সম্পাদক সরোয়ার মজুমদার ইমন, সিপিএএম উপদেষ্টা মনোয়ার আহমদ রহমান, সিপিএএম-এর সাধারণ সম্পাদক ইমামুল হক রিপন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিপিএএম-এর ভারপ্রাপ্ত সভাপতি ফয়েজ উর রহমান সোহেল।
আরো উপস্থিত ছিলেন- সিপিএএম-এর যুগ্ম সাধারণ সম্পাদক সৌদ আল সুফিয়ান সাগর, টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক সাদমান সাকিব, সদস্য সচিব রেজওয়ান রহমান । এ ছাড়াও সিপিএএম কার্যনির্বাহী পরিষদের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।
শনিবার (৩১ ডিসেম্বর ২০২২) অনুষ্ঠিত ফাইনাল খেলায় সিপিএ কামালপুর ফাহাদ ফাইটার্সকে তিন উইকেটে পরাজিত করে।
রানার্স-আপ ফাহাদ ফাইটার্স
স্কোর
ফাহাদ ফাইটার্স প্রথমে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেটে ১১২ রান করে।
কাইয়ূম ৩৭ বলে ৪০ রান, তোফায়েল ২৬ বলে ৩০ রান এবং আরিফ ১৬ বলে ৩০ রান করেন।
সিপিএ কামালপুরের তাহিন ৪ ওভার বল করে ১৭ রান দিয়ে ২ মেড-ইন এবং ৩ উইকেট লাভ করেন। রাগিব ৪ ওভার বল করে ২০ রান দিয়ে ২ উইকেট লাভ করেন।
জবাবে সিপিএ কামালপুর ১৫ ওভার ৩ বলে ৭ উইকেট হারিয়ে ১১৫ রান করে জয়ের লক্ষ্য অতিক্রম করে। দ্বিতীয়বারের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
রাগিব ১৬ বলে ২৭ রান, রাহিন ৩০ বলে ২৫ রান এবং ইমরান ১২ বলে ২৩ রান করেন।
ফাহাদ ফাইটার্সের সাজু ৪ ওভার বল করে ১০ রান দিয়ে ৪ উইকেট লাভ করেন। ৪ ওভার বল করে ২৩ রান দিয়ে ১ উইকেট লাভ করেন।
টুর্নামেন্টের ফাইনালে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন কামালপুরের রাগিব। সেরা বোলার, সেরা ব্যাটসম্যান এবং ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন ফাহাদ ফাইটার্সের নয়ন দেব। তিনি টুর্নামেন্ট ৩২৯ রান করেন। পাশাপাশি ২৫ উইকেট লাভ করেন।
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’