রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
পানির অভাবে রাজনগরের গঙ্গাধর বন্দে বোরো চাষ ব্যহত
নির্বাহী প্রকৌশলী মো জাবেদ ইকবাল এর কাছে স্মারকলিপি প্রদান। ছবি- আই নিউজ
মনু নদী সেচ প্রকল্পের আওতাভুক্ত রাজনগর উপজেলার বালিগাঁও এলাকার গঙ্গাধর বন্দে পানি সরবরাহ না হওয়াতে বোরো চাষ ব্যহত হচ্ছে। পানির অভাবে এখনো কৃষকেরা চাষাবাদের কার্যক্রম শুরু করতে পারছেন না। ফলে বোরো চাষ নিয়ে কৃষকেরা চরম অনিশ্চয়তায় আছেন।
স্থানীয় কৃষকদের সূত্রে জানা গেছে, গঙ্গাধর বন্দে মনু নদী সেচ প্রকল্পের যে খাল দিয়ে পানি সরবরাহ হয়, সেই খালের বেশকিছু জায়গায় পাইপ না থাকার কারণে কৃষি জমিতে পানি যাচ্ছে না। হালি চারার বয়স বাড়ছে কিন্তু জমিতে এখনো পানি পৌঁছেনি। তাই স্থানীয় কৃষকেরা বোরো চাষ নিয়ে শঙ্কায় আছেন।
সোমবার (৯ জানুয়ারি) সোমবার স্থানীয় কৃষকদের স্বার্থে কাজ করা সংগঠন হাওর রক্ষা সংগ্রাম কমিটি মৌলভীবাজার জেলা শাখার নেতৃবৃন্দ মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো জাবেদ ইকবাল এর কাছে স্মারকলিপি প্রদান করে গঙ্গাধর বন্দে দ্রুত পানি সরবরাহ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
স্মারকলিপিকে প্রদানকালে উপস্থিত ছিলেন, হাওর রক্ষা সংগ্রাম কমিটি মৌলভীবাজার জেলা সভাপতি এডভোকেট মঈনুর রহমান মগনু, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ চৌধুরী, জেলা সদস্য খচরু চৌধুরী, সদর উপজেলা সভাপতি আলমগীর হোসেন, সদস্য সাহেদ মিয়া, বালিগাঁও গ্রামের খচরু মিয়া, সিদ্দিক মিয়া ও ওয়াসিদ মিয়া প্রমুখ।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো জাবেদ ইকবাল বলেন, গঙ্গাধর বন্দে পানি না পৌঁছানোর বিষয়টি হাওর রক্ষা সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ আমার সাথে সাক্ষাৎ করে জানিয়েছেন। আমরা দ্রুত পানি সরবরাহ নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। প্রয়োজনে আগামীকাল আমি ঐজায়গা পরিদর্শন করব।
আই নিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’