নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
আপডেট: ২০:৩০, ১২ জানুয়ারি ২০২৩
শাহ মোস্তফার মেলা শুরু ১৪ জানুয়ারি
শাহ মোস্তফা (র.) এর মাঝার। ছবি- রণজিৎ জনি
হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.)-এর উরুস ও মেলা শুরু হচ্ছে। শনিবার (১৪ জানুয়ারি বাদ আছর মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শুরু হবে আনুষ্ঠানিকতা।
উরুস শেষ হবে রোববার (১৫ জানুয়ারি) রাতে। তবে মেলা চলবে তিনদিনব্যাপী। শেষ হবে সোমবার (১৬ জানুয়ারি)।
হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) মাজারের মোতাওয়াল্লি এবং উরুস উদযাপন পরিষদের আহ্বায়ক সৈয়দ খলিলুল্লাহ ছালিক জুনেদ আই নিউজকে বলেন, এবার মেলায় আর কোনো বাধা নেই। নেই করোনা সংক্রমণের বিধিনিষেধ। পুনরোদ্দমে হবে মেলা।
এবছর হবে ৬৮২তম উরুস মোবারক
মোতাওয়াল্লি সৈয়দ খলিলুল্লাহ ছালিক জুনেদ বলেন, এ বছর হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) শের সওয়ার চাবুকমার হাসানী ওয়াল হোসাইনী মাহবুবে এলাহির ৬৮২তম উরুস মোবারক। শনিবার (১৪ জানুয়ারি) বাদ আছর মিলাদ মাহফিল, গরু জবেহ ও জিকির আছকারের মধ্য দিয়ে উরুসের আনুষ্ঠানিকতা শুরু হবে।
রোববার (১৪ জানুয়ারি) সকাল ৯টায় গিলাফ ছড়ানো হবে। বেলা ১১টায় শিরনী বিতরণ করা হবে। বাদ এশাহ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে উরুস সমাপ্ত হবে।
উরুসকে ঘিরে মেলা
সৈয়দ খলিলুল্লাহ ছালিক জুনেদ বলেন, রীতি অনুযায়ী দোকানপাট বসবে। শাহ মোস্তফার মেলায় মাজার সংলগ্ন শাহ মোস্তফা সড়কজুড়ে বসে দোকানপাঠ। মেলার মূল আকর্ষণ খৈ-উখড়া।
এছাড়াও মেলায় বসে ফার্ণিচার, নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, কুটির শিল্প, শিশুদের খেলনাসহ বিভিন্ন দোকানপাট। বসে খাবারের দোকান। এরইমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দোকানীরা পসরা নিয়ে আসতে শুরু করেছেন।
এদিকে উরুস ও মেলাকে কেন্দ্র করে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও মেলা কমিটি। মাজার প্রাঙ্গণসহ আশপাশের এলাকায় সিসিটিভি ক্যামেরার বসানো হবে।
উল্লেখ্য, মৌলভীবাজারে ১৮১ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে ঐতিহ্যবাহী হযরত সৈয়দ শাহ মোস্তফা (র.) উরুস ও মেলা। ২০২১ সালে করোনা সংক্রমণে স্বাস্থ্যবিধির কারণে উরুস ও মেলা অনুষ্ঠিত হয়নি।
আই নিউজ/এইচএ
আইনিউজে আরও পড়ুন-
- কোমরে বাশি, হাতে তালি — গানই মদিনা ভাই’র জীবন-মরণ
- ‘গাছ হেংলানেছে- পয়সা মিলেগা’ : চা শ্রমিক ও চা শিল্প
- পোশাক নয়, নফসের বিরুদ্ধে জিহাদ জরুরি
দুবাইয়ে লটারি জিতে একরাতে কোটিপতি বাংলাদেশী যুবক | দুবাই প্রবাসী
মানুষ হত্যা করেছে মা হাতিকে, দুধের জন্য কাঁদছে বাচ্চা হাতিটি
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’