নিজস্ব প্রতিবেদক
আপডেট: ২৩:০১, ২১ জানুয়ারি ২০২৩
হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনে জুড়ীতে সভা
হাতি এবং মানুষের দ্বন্দ্ব নিরসনে বন বিভাগের বৈঠক। ছবি- আই নিউজ
হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসনে মৌলভীবাজারের জুড়ীতে স্থানীয় মানুষদের সাথে এক সচেতনতামূলক সভা করেছে বনবিভাগ। আজ শনিবার (২১ জানুয়ারি) এ সভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজারের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদী সরোয়ার আই নিউজকে বলেন, জুড়ীতে দুই-তিনদিন আগে বনের একটি হাতি পাথারিয়া হিল রিজার্ভের সমনবাগ বিটের দুর্গাপুরে চলে আসে। হাতিটি এসময় কলাগাছসহ কিছু ফসলের ক্ষতি করে। এতে মানুষ ভীত ও ক্ষুব্ধ হয়ে ওঠে। অবশ্য তারা বনবিভাগকে বিষয়টি অবহিত করেন।
এ প্রেক্ষাপটে বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরীর নির্দেশনায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, মৌলভীবাজার ও সিলেট বন বিভাগের যৌথ উদ্যোগে এক সচেতনামূলক সভার আয়োজন করা হয়। এতে হাতি সংরক্ষণ এবং হাতি ও মানুষের দ্বন্দ্ব নিরসন বিষয়ে আলোচনা করা হয়।
সচেতনামূলক সভায় বক্তব্য রাখেন- বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা মির্জা মেহেদী সরোয়ার। সভায় উপস্থিত ছিলেন ওয়াল্ডলাইফ রেঞ্জার গোলাম ছারওয়ার, বড়লেখা ভারপ্রাপ্ত রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাশ, বন বিভাগের স্টাফবৃন্দ। সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় জনসাধারণ কথা বলেন।
মির্জা মেহেদী সরোয়ার বলেন, এখন শীতকাল। বনে খাবার কমে আসছে। যে কারণে হাতি লোকালয়ে খাবারের সন্ধানে চলে আসছে। এছাড়া ওই এলাকায় হাতির চলাচল বহুকাল আগ থেকেই আছে। সাধারণত হাতি যে পথ দিয়ে চলে সে একই পথ দিয়েই বংশ পরম্পরায় চলাচল করে। এ বিষয়গুলো স্থানীয় মানুষদের বুঝিয়েছি।
তিনি বলেন, হাতি কেন সংরক্ষণ করতে হবে। কেন হাতিকে মারা যাবে না। হাতি আমাদের এবং প্রকৃতির কি কি উপকার করে সেগুলো বুঝিয়েছি।
মির্জা মেহেদী সরোয়ার বলেন, আমরা স্থানীয় মানুষদের জানিয়েছি হাতিকে বিরক্ত বা আক্রমণ না করতে। হাতি যে ক্ষয়ক্ষতি করবে সে ক্ষতিপূরণ বনবিভাগ প্রদান করবে।
আই নিউজ/এইচএ
আই নিউজ ইউটিউব চ্যানেলে ভিডিও দেখুন
জলময়ূর পাখির সাথে একদিনের দারুণ গল্প | A story with Water Peacock
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’