মৌলভীবাজার প্রতিনিধি
সফল ভাবে শেষ হলো এমসিডিসির ক্রিকেট টুর্নামেন্ট
![ফাইনালে অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। ছবি- আই নিউজ ফাইনালে অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। ছবি- আই নিউজ](https://www.eyenews.news/media/imgAll/2021April/এমসিডিসি-ক্রিকেট-টুর্ণামেন্ট-eyenews-2301231521.jpg)
ফাইনালে অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ। ছবি- আই নিউজ
মেগা ফাইনালের মধ্য দিয়ে অবশেষে সফল ভাবে সামাপ্ত হয়েছে মুহিবুস সামাদ স্মৃতি এমসিডিসি টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২২ ।
ফাইনাল খেলায় মুখোমুখি হয় ফ্রেন্ডস চ্যালেঞ্জার্স ও ভাই ব্রাদার্স ক্লাব মৌলভীবাজার। ফাইনালে ভাই ব্রাদার্স ৭৫ রানে ফ্রেন্ডস চ্যালেঞ্জার্সকে হারিয়ে জয় লাভ করে।
ফাইনালে ফ্রেন্ডস চ্যালেঞ্জার্স টস জিতে ভাই ব্রাদার্সকে আগে ব্যাট করতে পাঠায়। শুরুতে ব্যাট করতে নেমে ভাইব্রাদার্স নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫৬ রান করতে সমর্থ হয়। ভাই ব্রাদার্সের হয়ে মাহি ৪৫ বলে ৪৭ রান ও তারেক ২২ বলে ৪৩ রান করেন। ফ্রেন্ডস চ্যালেঞ্জার্সের সোহাগ, অনুপ ও হানজালা ২ টি করে উইকেট পান।
ভাই ব্রাদার্সের ১৫৬ রানের জবাবে খেলতে নেমে বোলারদের দাপটে ফ্রেন্ডস চ্যালেঞ্জার্স দাড়াতেই পারেনি। ১৪ ওভার ৫ বলেই দলটি ৮১ রানে অলআউট হয়ে যায়। দলের হয়ে অনুপ সর্বোচ্চ ২১ বলে ২১ রান করেন। ভাই ব্রাদার্সের হয়ে তানভির একাই তুলে নেন ৩ উইকেট।
ভাই ব্রাদার্সের হয়ে মাহি ৪৫ বলে ৪৭ রান করে ম্যান অফ দ্যা ফাইনাল নির্বাচিত হন।
ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামাল হোসেন, চেয়ারম্যান সদর উপজেলা, মৌলভীবাজার। মাহবুব ইজদানী ইমরান, যুগ্ম সাধারণ সম্পাদক, জেলা ক্রীড়া সংস্থা। সেলিম হক, কমিশনার, মৌলভীবাজার পৌরসভা। সারওয়ার মজুমদার ইমন, অতিরিক্ত সাধারণ সম্পাদক, কোয়াব মৌলভীবাজার। উপস্তিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক দেলোয়ার মজুমদার চমন ও সদস্য সচিব উবায়েদুর রহমান।
ফাইনালে সভাপতিত্ব করেন এমসিডিসির সভাপতি সাখাওয়াৎ লিটন। সঞ্চালনায় ছিলেন হাবীবুর রহমান রাজীব, সাধারণ সম্পাদক, মৌলভীবাজার ক্রিকেট ডেভেলপমেন্ট কমিউনিটি।
ফাইনালে পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে ৫০,০০০ টাকা ও ট্রফি এবং রানার্সআপ দলকে ৩০,০০০ টাকা ও একটি ট্রফি তুলে দেয়া হয়। এছাড়া টুর্নামেন্টে ভালো ও পরিচ্ছন্ন খেলার জন্য ফেয়ার প্লে এ-ওয়ার্ড দেওয়া হয় মনুমুখ এক্সপ্রেস ক্লাবকে।
পুরো টুর্নামেন্টে ভালো খেলার জন্য ম্যান অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন সাহনুর রহমান। তাছাড়া সেরা বোলার ফ্রেন্ডস চ্যালেঞ্জার্সের রাহিন, সেরা বেটসম্যান ফ্রেন্ডস চ্যালেঞ্জার্সের সুমন মালাকার, উদীয়মান খেলোয়াড় ভাই ব্রাদার্সের রুমেল, সেরা ফিল্ডার ইফাদ ফাইটার্সের তাজিদ, ম্যান অব দ্যা ফাইনাল ভাই ব্রাদার্সের মাহি নির্বাচিক হন। আর সেরা সংগঠক হন মো. মোস্তাকিন তালুকদার।
টুর্নামেন্ট নিয়ে সংগঠনের সভাপতি সাখাওয়াৎ লিটন বলেন, আমাদের উদ্দেশ্য পরিষ্কার। সেটা হলো- তৃণমূল থেকে ক্রিকেটার তুলে আনা। আর সে লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি। এভাবে প্রতি বছরই ক্রিকেট বলের টুর্নামেন্ট আয়োজন হবে। যারা আমাদের সঙ্গে আছেন, ছিলেন, থাকবেন সবার প্রতি কৃতজ্ঞতা।
আই নিউজ/এইচএ
নীচের ভিডিও দেখতে Watch on YouTube অপশনে ক্লিক করুন
দিনমজুর বাবার ছেলে মাহির বুয়েটে পড়ার সুযোগ || BUET success story of Mahfujur Rhaman || EYE NEWS
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’