মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারে নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিবির বিক্ষোভ
![মৌলভীবাজার চৌমুহনা চত্তরে সিপিবির বিক্ষোভ সমাবেশ। ছবি- আই নিউজ মৌলভীবাজার চৌমুহনা চত্তরে সিপিবির বিক্ষোভ সমাবেশ। ছবি- আই নিউজ](https://www.eyenews.news/media/imgAll/2021April/দ্রব্যমূল্য-বৃদ্ধির-প্রতিবাদে-বিক্ষোভ--eyenews-2301291838.jpg)
মৌলভীবাজার চৌমুহনা চত্তরে সিপিবির বিক্ষোভ সমাবেশ। ছবি- আই নিউজ
বিদ্যুৎ, গ্যাস, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদ, জাতীয় সম্পদ রক্ষা, পাচারের টাকা উদ্ধার, সারাদেশে রেশন ব্যবস্থা ও ন্যায্যমূল্যের দোকান চালু করার দাবিতে মৌলভীবাজার চৌমুহনা চত্তরে ২৯ জানুয়ারি বিকাল ৪ টায় বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মৌলভীবাজার জেলা কমিটি।
সিপিবি জেলা কমিটির সভাপতি খন্দকার লুৎফুর রহমান এর সভাপতিত্বে ও জেলা কমিটির সদস্য রমাপদ ভট্টাচার্য যাদু এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট নিলিমেষ ঘোষ বলু, সিপিবি কুলাউড়া উপজেলা কমিটির সভাপতি আব্দুল লতিফ, চা-শ্রমিকের ১০ দফা বাস্তবায়ন সংগ্রাম কমিটির সমন্বয়ক ও ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এসএম শুভ, উদীচী জেলা সংসদের সহ-সাধারণ সম্পাদক কামরুল হাসান মিজু, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি তপন দেবনাথ।
এসময় বক্তারা বলেন, বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির পায়তারা চলছে। স্বল্প আয়ের মানুষের পক্ষে জীবিকানির্বাহ করা এখন কষ্টসাধ্য, একবেলা-দুইবেলা অনাহারে দিন কাটাতে হচ্ছে। আমলা এবং রাজনীতিবিদরা অবৈধ টাকার পাহাড় গড়ে তুলছেন, দেশের টাকা বিদেশে পাচার করছেন।অবিলম্বে দ্রব্যমূল্য সাধারণের নাগালের মধ্যে নিয়ে আসা, পাচারকৃত অর্থ দেশে দ্রুত ফেরত নিয়ে আসা ও সকলের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানান।
আই নিউজ/এইচএ
ভিডিও : মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’