মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার রেডক্রিসেন্টের পিঠা উৎসব
![মৌলভীবাজার রেডক্রিসেন্টের পিঠা উৎসব মৌলভীবাজার রেডক্রিসেন্টের পিঠা উৎসব](https://www.eyenews.news/media/imgAll/2021April/Pitha-Utsab-Redcricsent-Moulvibazar-Eye-News-2301292327.jpg)
মৌলভীবাজার রেডক্রিসেন্টের পিঠা উৎসব
জেলা পরিষদ প্রাঙ্গণের চারিদিকে তরুণদের উৎসবমুখর পরিবেশ। সাজানো-গোছানো পরিপাটি আয়োজন। মৌলভীবাজারে রেড ক্রিসেন্ট যুব ইউনিটের আয়োজনে অনুষ্ঠিত হলো একদিনের পিঠা উৎসব।
রোববার (২৯ জানুয়ারি) বিকেলে বর্ণিল এই আয়োজনের উদ্বোধন করেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান। তিনি পদাধিকার বলে মৌলভীবাজার রেডক্রিসেন্টেরও চেয়ারম্যান।
পুরো আয়োজনে আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোদেজা খাতুন, রেডক্রিসেন্টের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রাদাপদ দেব সজল, সহ-সভাপতি আলী হায়দার, সদস্য সজীব হাসান ও আলাল খান, রেডক্রিসেন্ট যুব ইউনিটের প্রধান কামরুল ইসলাম মুন্না।
জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, বিটিভির জেলা প্রতিনিধি ও আই নিউজের সম্পাদক হাসানাত কামাল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ জাকারিয়া পিঠা উৎসবে যোগ দেন।
বিকেল থেকে পিঠা উৎসবে আনন্দে মাতেন রেডক্রিসেন্ট যুব ইউনিটের সদস্যরা। ইলিশ পিঠা, চিড়ি পিঠা, পাটিসাফটা, পাকুড়া, সবজি পিঠা- এরকম নানা নাম, জাত আর স্বাদের পিঠার সমাহার নিয়ে স্টলে বসেন তারা। পাঁচটাকা থেকে শুরু করে ১০টাকা, ১৫ টাকা, ২০ টাকা, ২৫ টাকা পর্যন্ত প্রতি পিস বিক্রি করেছেন তারা।
ছিলো- সাংস্কৃতিক আয়োজন।
জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাহুর রহমান বলেন, সারাবছর ধরে রেডক্রিসেন্ট সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে মানুষের সেবায় নিয়োজিত থাকে। একটা দিন তারা নিজেদের মতো করে উৎসবে মেতেছে। উদযাপন করেছে। একই সাথে দেশীয় ঐতিহ্য পিঠা উৎসব আয়োজন করেছে। প্রতিবছর যেন তারা করতে পারে সর্বাত্মক সহযোগিতা করবো।
-
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল
রেডক্রিসেন্ট যুব ইউনিটের প্রধান কামরুল ইসলাম মুন্না বলেন- বন্যায়, দুর্যোগে কিংবা করোনার টিকাদান। যুব ইউনিটের সদস্যরা মাঠে কঠোর পরিশ্রম করে। তাদের প্রেরণা দেওয়ার জন্য পিঠা উৎসব ও সাংস্কৃতি অনুষ্ঠানে আয়োজন করেছি। এটা এবছরই প্রথম পিঠা আয়োজন। ছেলেমেয়েরা তাদের মতো করে দিনটি উদযাপন করেছে। সকলেই উৎসাহ নিয়ে উৎসবে এসেছিল।
ভিডিও : নির্মাণ হচ্ছে মৌলভীবাজার রেড ক্রিসেন্টের নতুন ভবন
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’