Bilas Moulvibazar, Bilas

ঢাকা, রোববার   ২০ এপ্রিল ২০২৫,   বৈশাখ ৬ ১৪৩২

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২০:১৮, ১২ ফেব্রুয়ারি ২০২৩
আপডেট: ১৫:৪৪, ১৫ ফেব্রুয়ারি ২০২৩

আধুনিকরূপে মৌলভীবাজার পৌরহলরুম

মৌলভীবাজার পৌরহলরুম সংস্কার করে আধুনিকরূপে সাজানো হয়েছে। রোববার (১২ ফেব্রুয়ারি) বিকেলে সংস্কারকৃত হলরুমের উদ্বোধন করেন মেয়র ফজলুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী ফারুক আহমদ, পৌর কাউন্সিলর মো. আসাদ হোসেন মক্কু, ফয়ছল আহমদ, জেলা শিশু বিষায়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সৈয়দ নকিবুর রহমান, সহকারী প্রকৌশলী আব্দুল মালেকসহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 

মেয়র ফজলুর রহমান বলেন- ঐতিহ্যবাহী পৌরহলরুম ভবনের আগের কাঠামো যেমন ছিলো তেমনটাই রয়েছে। ভেতর জরাজীর্ণ হয়ে গিয়েছিলো। সেটা সংস্কার করা হয়েছে। ছোট-ছোট অনুষ্ঠানগুলো যেন সুন্দরভাবে পরিবেশন করা যায়। সে ব্যবস্থা করা হয়েছে। 

সরেজমিন ঘুরে দেখা গেছে, ছোট্ট ছিমছাম, সাজানো-গোছানো হলরুম। ভেতরে চারদিকের দেয়াল এবং ছাদ প্লাইবোর্ড দিয়ে সাজানো হয়েছে। রয়েছে রঙিন ও মনোমুগ্ধকর আলোকবাতি। নতুন ও আধুনিক চেয়ার। সুন্দর ডায়েস। অতিথিদের বসানো জন্য মঞ্চে আধুনিক চেয়ার ও টেবিল। পেছনে ব্যানার বোর্ড। দরজা-জানালাগুলো দেখতে ঠিক আগের মতো রয়েছে।

ফ্যান ছাড়াও শীতাতপ ব্যবস্থা। পাশে গ্রিনরুম ও শৌচাগার। 

মেয়র ফজলুর রহমান জানান, অতিথিদের বসার ব্যবস্থাসহ সবমিলে ১৫০ আসন রয়েছে। হলরুমভাড়া দুই হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

আই নিউজ/এইচএ 

আই নিউজ ইউটিউব ভিডিও  : মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call

Green Tea
সিলেট বিভাগের সর্বাধিক পঠিত
সর্বশেষ
জনপ্রিয়