মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ১০:১৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৩
মৌলভীবাজারে প্রাথমিকের শিক্ষার্থীদের সম্বর্ধনা দিল পৌরসভা
শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান। ছবি- আই নিউজ
মৌলভীবাজার শহরের হাফিজা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীতে প্রথম স্থান লাভ অর্জন করে রেদওয়ানুর রহমান। তার এই ভালো ফলাফলের জন্য মৌলভীবাজার পৌরসভার পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়ে ক্রেস্ট ও সনদ দিয়েছেন মেয়র ফজলুর রহমান।
ক্রেস্ট ও সনদ পেয়ে উচ্ছ্বসিত রেদওয়ান। জানতে চাইলে সে আই নিউজকে বলে- ‘এটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। পঞ্চম শ্রেণীতে ভালো ফলাফল করায় আমাদের মেয়র মহোদয় আমন্ত্রণ জানিয়ে সম্মাননা দিয়েছেন।’
বড়কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীতে দ্বিতীয় হয়েছে কুলসুমা বেগম। সে আই নিউজকে বলে- ‘আমি ভীষণ আনন্দিত। ভালো ফলাফলের জন্য আমাকে ক্রেস্ট ও সম্মাননা দিয়েছে আমাদের পৌরসভা। মেধাবী শিক্ষার্থীদের মধ্যে আমিও একজন। আমার খুব ভালো লাগছে। ক্রেস্টে আমার নাম ও ছবি আছে। আমি পড়ার টেবিলে ক্রেস্টটা রাখবো। এই ক্রেস্ট ও সনদ আমার সারাজীবনের প্রেরণা হয়ে থাকবে। পড়ালেখায় আরো উৎসাহিত হবো।’
রোববার (১৩ ফেব্রুয়ারি) পৌরসভা হলরুমে পৌরসভার উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ২০২৩ অনুষ্ঠিত হয়। এতে মৌলভীবাজার শহরের ১৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেয়র ফজলুর রহমান।
পূর্ণা রায় ভৌমিক ও রুমেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার পৌরসভা শিক্ষাবৃত্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক আব্দুল খালিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ, মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালের সাধারণ সম্পাদক সৈয়দ মোশাহিদ আহমদ চুন্নু, মৌলভীবাজার মেধা ফাউন্ডেশনের সম্পাদক আক্তারুজ্জামান, যুক্তরাজ্য প্রবাসী ফারুক আহমদ।
বক্তব্য রাখেন- মৌলভীবাজার প্রেসক্লাবের জ্যেষ্ঠ সহ-সভাপতি নূরুল ইসলাম শেফুল, বাংলাদেশ টিলিভিশনের জেলা প্রতিনিধি ও আই নিউজের সম্পাদক হাসানাত কামাল, শিশু সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্বাশতি দাশ, আলী আমজদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্ণা রায়, বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোহেনা খানম, শহীদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা বেগম প্রমুখ।
উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভা শিক্ষাবৃত্তি কমিটির সদস্য তাহমিদা ইসলাম কনকসহ পৌর এলাকার ১৪টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা।
অনুষ্ঠান ব্যবস্থাপনায় ছিলো মৌলভীবাজার পৌরসভা শিক্ষাবৃত্তি কমিটি।
মেয়র ফজলুর রহমান বলেন- সাধারণত প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা সম্মাননা পায় না। তাদের উৎসাহ দেওয়ার জন্য পৌরসভার পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এবারই প্রথম এটা চালু হলো। আগামী বছর থেকে শিক্ষার্থীদের মেধা পরীক্ষা নিয়ে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা আছে।
মৌলভীবাজার পৌরসভা শিক্ষাবৃত্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক আব্দুল খালিক জানান- মৌলভীবাজার পৌর এলাকার ১৪ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী কৃতি শিক্ষার্থীদের এ সম্মাননা দেওয়া হয়েছে। প্রত্যেককে ছবি সংবলতি ক্রেস্ট এবং মানসম্পন্ন সনদ দেওয়া হয়েছে।
মৌলভীবাজার পৌরসভার এ উদ্যোগে অভিভূত হাফিজা খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গীতা গোস্বামী। তিনি আই নিউজকে বলেন- ‘এটা দারুণ একটা উদ্যোগ। মেয়র মহোদয় একজন শিক্ষা বান্ধব জনপ্রতিনিধি। কিভাবে মৌলভীবাজার পৌরসভার শিক্ষার মান উন্নত করা যায়। শিক্ষক ও ছাত্রছাত্রীদের উৎসাহিত করা যায়। এটা তারই প্রতিফলন।’
বড়কাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা সুলতানা বলেন- ‘আমরা রীতিমতো মুগ্ধ ও অভিভূত। কিছুদিন আগে মাননীয় সচিব মহোদয়সহ প্রাথমিক শিক্ষার নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্মকর্তাদের মৌলভীবাজার নিয়ে এসেছিলেন। তাঁদের উপস্থিতিতে শিক্ষকেদের কর্মশালা করেছেন। একজন জনপ্রতিনিধির এমন উদ্যোগ সত্যিই অনুকরণীয়।’
আই নিউজ/এইচএ
আই নিউজ ইউটিউব ভিডিও : মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’