রাজনগর (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট: ১৩:৫৮, ২ মার্চ ২০২৩
রাজনগরে জাতীয় ভোটার দিবস উদযাপন
জাতীয় ভোটার দিবসের র্যালী। ছবি- আই নিউজ
মৌলভীবাজারের রাজনগরে জাতীয় ভোটার দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ আয়োজনে বৃহস্পতিবার (০২ মার্চ) সকালে বর্ণাঢ্য র্যালি ও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা করা হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (রুটিন দায়িত্ব) সানজিদা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মুক্তি চক্রবর্তী।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম খানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. এমদাদুল হক, রাজনগর সরকারি কলেজের প্রভাষক শাহানারা রুবি, শহীদ সুদর্সন সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ওয়াহিদুর রহমান, রাজনগর প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল আজিজ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ভূল তথ্য দিয়ে ভোটার হওয়ায় বিভিন্ন সময় সরকারি সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে ভোগান্তির শিকার হতে হয়। আবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করার পর তথ্য যাচাই করতে ভোটারদের মাঝে উদাসীনতা দেখা যায়। ফলে ভূল রয়ে যায়। তাই সর্বোচ্চ সচেতনতার সাথে ভোটার নিবন্ধন করা হলে এসব সমস্যা দূর করা যাবে। ভোটার স্থানান্তরের ক্ষেত্রে নিয়ম সহজ করা গেলে ভোটাররা সুবিধা পাবে।
নির্বাচনে ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের ব্যবস্থা করলে যোগ্য জনপ্রতিনিধি নির্বাচিত হবেন। এতে দুর্ণীতি-স্বজনপ্রীতি কমে আসার পাশাপাশি সরকারের উন্নয়নমূখী কর্মকাণ্ড বাস্তবায়ন তড়ান্বিত হবে বলে মত প্রকা করেন বক্তারা।
আই নিউজ/এইচএ
আই নিউজ ভিডিও গ্যালারী
নীলাদ্রি লেক আমাদের এক টুকরো কাশ্মীর | পাখির চোখে নীলাদ্রি
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’