মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২১:২৩, ১০ মার্চ ২০২৩
ঢাকার দলকে হারিয়ে চ্যাম্পিয়ন কুলাউড়ার এবিসি স্পোর্টিং ক্লাব
ফাইনাল শেষে পুরষ্কার তোলে দেন মৌলভীবাজার-৩ আসনের সাংসদ নেছার আহমদ। ছবি- আই নিউজ
মেয়র কাপ ক্রিকেটে ঢাকার দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাজিপুর ইউনিয়নের এবিসি স্পোর্টিং ক্লাব।
বৃহস্পতিবার (৯ মার্চ) মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে মেয়র কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-এর মেগা ফাইনাল অনুষ্ঠিত হয়। মুখোমুখি হয় সোনালি ক্রিকেট কিডস্ বনাম এবিসি স্পোর্টিং ক্লাব, কুলাউড়া, মৌলভীবাজার।
জাতীয় দলের তারকা খেলোয়াড় আবুল হাসান রাজু এবং এনামুল হক বিজয়ের মাঠে উপস্থিতি খেলার বাড়তি আকর্ষণ যোগ করে।
টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রাজধানীর ক্রিকেট দল সোনালি ক্রিকেট কিডস্। ব্যাটিংয়ে নেমে মাত্র ৫ উইকেট হারিয়ে ২১৩ রানের বিশাল স্কোর করে এবিসি স্পোর্টিং ক্লাব। জবাবে ব্যাটিংয়ে নেমে কুলাউড়ার বোলিং তোপে পড়ে ঢাকা। ১০ উইকেট হারিয়ে ১৩২ রান করতে সক্ষম হয়।
৮১ রানের বিশাল জয় পায় সোনালি কিডস।
মেয়র ফজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরষ্কার বিতরণ করেন সংসদ সদস্য নেছার আহমদ। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র জুয়েল আহমদ।
উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পান্না দত্ত, সাবেক সাধারণ সম্পাদক এস এম উমেদ আলী, জেলা পরিষদ সদস্য হাসান আহমদ জাবেদ, পৌর কাউন্সিলর ফয়সল আহমদ, সৈয়দ সেলিম হক, পার্থ সারথি পাল ও সালেহ আহমদ পাপ্পু এবং ডিপার্টমেন্ট শপ বিলাসের পরিচালক সুহাদ আহমদসহ সহ ক্রীড়া সংগঠক ও ক্রিকেটাররা।
পুরো টুর্নামেন্টজুড়ে অসাধারণ খেলে ম্যান অব দ্যা ফাইনাল এবং ম্যান অব দ্যা সিরিজ নির্বাচিত হয়েছেন সোনালি কিডসের রাসেল আহমদ। রাসেল ৯৫ রান ও ৭ উইকেট লাভ করেন। ফাইনাল ম্যাচে তিনি ৩৩ বলে ৫০ রান সংগ্রহ করেন। সাথে এক উইকেট লাভ করেন।
সেরা ব্যাটসম্যান সাকিব মিয়া ১৮৫ রান করেছেন। ৮ উইকেট নিয়ে সেরা বোলার হয়েছেন ঢাকা দলের সাজ্জাদ মারুফ।
আই নিউজ/এইচএ
Eye News YouTube Channel : মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল | ICU | CCU | Dialysis | Emergency Call
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’