মৌলভীবাজার প্রতিনিধি
আপডেট: ২০:১৭, ১১ মার্চ ২০২৩
মৌলভীবাজারে বিএনপি-যুবলীগের সংঘর্ষ
মৌলভীবাজারে বিএনপি-যুবলীগের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় গ্রুপের ১৫ জন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।
শনিবার (১১ মার্চ) দুপুর ১টায় মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার ও পুরাতন হাসপাতাল সড়কের মুখে এই ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনায় জেলা ছাত্রলীগ সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আহত হয়েছেন বলে জানিয়েছে ছাত্রলীগ।
এদিকে জেলা বিএনপির সভাপতি এম নাসের রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সুহানসহ বিএনপির কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
যুবলীগের নেতাকর্মীরা দাবি করছেন বিএনপি নেতাদের হামলায় জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরীসহ যুবলীগের ৫/৭ জন কর্মী আহত হয়েছেন।
অপরদিকে মৌলভীবাজার জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফয়জুল করিম ময়ূন বলেন, শহীদ মিনারের সামনে আমরা মানববন্ধন করছিলাম। এসময় চৌমোহনার দিক থেকে যুবলীগের একটি মিছিল এসে মানববন্ধনে হামল করে। জেলা বিএনপির সভাপতিসহ ৫/৭ জন আহত হন। থানায় মামলা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, সন্ধ্যার পরে বসে এবিষয়ে সিদ্ধান্ত নেব।
জেলা যুবলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউল করিম সুমন বলেন, আমরা শহরে শান্তিপুর্ণ মিছিল করছিলাম। তখন জানতে পারলাম বিএনপির নেতাকর্মীরা শহরের বিভিন্ন পয়েন্টে গাড়ি আটকাচ্ছে। তারা শহরে সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি করে।
এসময় আমরা মিছিল নিয়ে পৌরসভার দিকে যাওয়ার সময় বিএনপির নেতাকর্মীরা আমাদের মিছিলে ইট নিক্ষেপ করে। তাদের হামলায় যুবলীগ কর্মী হেলাল উদ্দিন, সঞ্জু ও মঞ্জুসহ ৭/৮ জন আহত হয়েছেন।
মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরী বলেন, বিএনপি’র নেতাকর্মীরা শহিদ মিনারে জড়ো হয়েছিল। এসময় যুবলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে পৌরসভার দিকে গেলে হঠাৎ করে উভয় দলের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। শুনেছি এতে ২/১ জন আহত হয়েছেন। কিন্তু কোনো দল এখনও অভিযোগ দেয়নি।
আই নিউজ/এইচএ
- মেয়ের বাড়িতে ইফতার: সিলেটি প্রথার বিলুপ্তি চায় নতুন প্রজন্ম
- অবশেষে ক্লাস করার অনুমতি পেল শ্রীমঙ্গলের শিশু শিক্ষার্থী নাঈম
- দেশের চতুর্থ ধনী বিভাগ সিলেট
- শ্রীমঙ্গল টু কাতারে গড়ে তুলেছেন শক্তিশালি নেটওয়ার্ক
মৌলভীবাজারে অনলাইন জুয়ায় রাতারাতি কোটিপতি সাগর - এসএসসির ফলাফলে বিভাগে ৩য় স্থানে মৌলভীবাজার
- বিজ্ঞাপন
মৌলভীবাজারে হার্ট অ্যাটাকের চিকিৎসায় লাইফ লাইন হাসপাতাল (ভিডিও) - মৌলভীবাজারে ট্যুরিস্ট বাসের উদ্বোধন বৃহস্পতিবার
- ১ ঘন্টার জন্য মৌলভীবাজারে শিশু কর্মকর্তা হলেন তুলনা ধর তুষ্টি
- মৌলভীবাজার শহরে একদিনে ৮ জন করোনা রোগী শনাক্ত
- বন্ধ থাকবে মৌলভীবাজারের ‘এমবি’